স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের সমস্ত তথ্য এবং আপডেট! পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকারের বৃত্তি প্রকল্প “Swami Vivekananda Scholarship” – দুটি ভাগ রয়েছে –
- প্রথমটি সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য: বিকাশ ভবন থেকে পরিচালিত হয় » SVMCM (V4.2)
- আরেকটি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য: ঐক্যশ্রী থেকে পরিচালিত হয়» Aikyashree SVMCM
স্কলারশিপ এর ফরম অনলাইনে জমা থেকে ব্যাংক একাউন্টে স্কলারশিপের বৃত্তি পাওয়া পর্যন্ত সম্পূর্ণ গাইডেন্স পাবে।