২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল তাদের অলরেডি এই স্কলারশিপ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীদের সমস্যা দেখা দিয়েছে। এই স্কলারশিপের টাকা রিলিজ করে দেওয়ার পরেও বিভিন্ন ছাত্র-ছাত্রীদের ব্যাংক ট্রান্সফার ফেল এর মেসেজ আসছে। অর্থাৎ বিকাশ ভবনের তরফ থেকে টাকা রিলিজ করে দেওয়ার পরেও ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা এসে পৌঁছায়নি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কি কি কারণে জন্য স্কলারশিপের টাকা “Transaction Failed” হয় এবং কিভাবে স্কলারশিপের টাকা রিফান্ড পাবে।
SVMCM Scholarship Transaction Failed with Bank: কি কি কারনে এই সমস্যাটি হয়
বিকাশ ভবন থেকে টাকা রিলিজ হওয়ার পরেও “Transaction Failed” এর সমস্যাটি হয় বেশিরভাগ কলেজ পড়ুয়াদের সাথে। এছাড়াও স্কুল পড়ুয়াদের সাথেও এই সমস্যাটি দেখা যায়। ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টের সমস্যার কারণেই মূলত “Transaction Failed” এর সমস্যাটি হয়। এবার দেখে নেওয়া যাক ব্যাংকের কি কি সমস্যার কারণে এই সমস্যাটি হয়।
(১) মাইনর একাউন্ট বা স্টুডেন্ট একাউন্ট: বেশিরভাগ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট স্কুল থেকে ওপেন করে দেওয়া হয় থাকে। সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি কলেজে ভর্তির পরেও মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট একাউন্ট রূপে যদি থেকে যায় তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে “Transaction Failed” সমস্যাটি দেখা যেতে পারে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই কলেজে ভর্তির সময়ে মাইনর একাউন্ট থেকে মেজর একাউন্টে পরিবর্তন করতে হবে।
(২) Tiny Account: এর পরবর্তী ব্যাংকের যে সমস্যাটির কারণে ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা ক্রেডিট হতে সমস্যা হয় সেটি হল Tiny Account। এটি একটি বিশেষ প্রকার একাউন্ট এই একাউন্টের অনেক কিছু সীমাবদ্ধতা থাকে যেমন:- ১ মাসের মধ্যে ১০ হাজার টাকার বেশি ট্রানজেকশন করা যাবে না, একাউন্টে 50 হাজার টাকার বেশি রাখতে পারবে না।
(৩) এছাড়াও অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এবং আবেদনের সময় ভুল করে অন্য ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে থাকলে বা অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ক্রেডিট হতে সমস্যা হতে পারে।
অবশ্যই দেখবে » SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ঢোকা শুরু! কারা টাকা পেল? কি করতে হবে, পরবর্তী কবে পাবে? দেখে নাও
কিভাবে টাকা রিফান্ড পাবে (Payment Failed Solution)
যে সকল ছাত্র-ছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেমেন্টের সমস্যা হয়েছে, তারা কিভাবে তাদের টাকা ফেরত পাবে অর্থাৎ টাকা রিফান্ড পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল একটি নোটিশ দেওয়া হয়েছে।
বিকাশ ভবন থেকে কি বলা হচ্ছে
যে সকল ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের “Transaction Failed” হয়েছে তাদের দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কি কারনে টাকা ক্রেডিটের সমস্যা হয়েছে তা ব্যাংক থেকে জেনে নিতে হবে, এক্ষেত্রে যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে কিভাবে ওই সমস্যা ঠিক করে স্কলারশিপের টাকা আবার রিফান্ড করতে পারবে এ নিয়ে সমস্ত কিছুই জেনে নিতে হবে।
এরপর ব্যাংকের সমস্যা মিটে গেলে Directorate কে ইমেইলের মাধ্যমে ইনফর্ম করতে হবে যে তোমার একাউন্টে সমস্যা মিটে গিয়েছে তাহলে বিকাশ ভবনের তরফ থেকে আবার টাকা রিফান্ড করে দেওয়া হবে। বিস্তারিত জানতে নিচে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখে নাও।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট » https://svmcm.wbhed.gov.in/
অবশ্যই দেখুন » Oasis Scholarship Payment Update: ওয়েসিস স্কলারশিপে টাকা কবে থেকে দেওয়া হবে? এই কারণে হচ্ছে দেরি!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »