SVMCM Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে? জেনে নাও

Swami Vivekananda Scholarship Amount Koto taka Pabe

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী এর উপর ভরসা করেই তাদের পড়াশোনা করে, তো আজ আমরা এই স্কলারশিপ-এ কোন কোর্স করলে কত টাকা দেয় ? (Amount of SVMCM Scholarship) বা তুমি কোন কোর্স করছো, সেই অনুযায়ী কত টাকা পাওয়া উচিত? একবার আবেদন করলে কতবার টাকা পাবে – সবকিছু জানতে পারবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকার পরিমান (SVMCM Scholarship Amount)

পশ্চিমবঙ্গর উচ্চশিক্ষা দপ্তর (বিকাশ ভবন) এবং সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে (ঐক্যশ্রী) এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপ এর পরিমাণ যেমন কম, সেরকম কলেজ পড়ুয়া বা যারা পেশাদারী কোন কোর্স করছে, যেমন – ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং বা উচ্চতর তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে, যাতে তাদের পড়াশোনায় কোন অসুবিধা না হয়

মাধ্যমিক পাশের পর (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তাদেরকে ১২ হাজার টাকা করে দেওয়া হয়। সাইন্স, আর্টস কমার্স যেই বিভাগই পড়ো, সকলেই সমান পাবে। একবার আবেদন করলে পরের বছর দ্বাদশ শ্রেণীতে রেনুয়াল করতে হয়।

বিভাগপ্রতি মাসেবার্ষিক (দুই বছর পাবে)
স্কুল এডুকেশন (11-12): বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগ১০০০ টাকা₹12000/-

উচ্চমাধ্যমিকের পর কলেজে (After HS)

যারা উচ্চ মাধ্যমিক পাস করে সাধারণভাবে কলেজের প্রথম বর্ষে ভর্তি হবে, যদি তোমরা আর্টস বা কমার্স (Arts & Commerce) নিয়ে পড়ো তাহলে ১২ হাজার টাকা করে পাবে। কিন্তু যদি তোমরা বিজ্ঞান বিভাগ (Science) নিয়ে পড়াশোনা করো তাহলে ১৮ হাজার টাকা পাবে।

বিভাগপ্রতি মাসেবার্ষিক (তিন বছর পাবে)
BA, BCom১০০০ টাকা₹12000/-
B.Sc, BCA১৫০০ টাকা₹18000/-

মেডিকেল, প্যারামেডিকেল এবং নার্সিং কোর্স

বিভাগপ্রতি মাসেবার্ষিক (চার বছর পাবে)
মেডিকেল ডিগ্রী কোর্স: MBBS, BDS, BHMS, BAMS৫০০০ টাকা₹60000/-
BSc (Nursing), Paramedical Degree (BMLT, BOPT etc.)৫০০০ টাকা₹60000/-
ডিপ্লোমা কোর্স: GNM Nursing, Diploma প্যারামেডিকেল কোর্স১৫০০ টাকা₹18000/-

ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং টেকনিক্যাল কোর্স

ইঞ্জিনিয়ারিং এর যে কোন ডিগ্রী করলে তোমরা ৬০ হাজার টাকা করে পাবে প্রতিবছর, আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে ১৮ হাজার টাকা করে (Polytecnic, Diploma)।

বিভাগপ্রতি মাসেপ্রতিবছর পাবে
ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং মাস্টার ডিগ্রী কোর্স: BE, BTech, BArch, ME, MTech৫০০০ টাকা₹60000/-
ফার্মাসি ডিগ্রী কোর্স: BPharm৫০০০ টাকা₹60000/-
ডিপ্লোমা কোর্স: পলিটেকনিক, D.Pharma১৫০০ টাকা₹18000/-

বিএড এবং ট্রেনিং কোর্স (B.Ed/ D.El.ed)

এগুলি সমস্ত ডাইরেক্টরেট অফ পাবলিক ইন্সট্রাকশন এর আন্ডারে আছে –

বিভাগপ্রতি মাসেবার্ষিক (দুই বছর পাবে)
B.Ed১৫০০ টাকা₹18000/-
D.El.ed১০০০ টাকা₹12000/-

কলেজের পর পোস্ট গ্র্যাজুয়েশন

পোস্ট গ্রাজুয়েশন কোর্স (MA, MSc, Mcom) দের চব্বিশ থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।

বিভাগপ্রতি মাসেবার্ষিক
MA, MCom২০০০ টাকা₹24000/-
M.Sc, MCA২৫০০ টাকা₹30000/-

আরো আবেদন করো: Sitaram Jindal Scholarship: জিন্দাল স্কলারশিপ ছেলে-মেয়ে সবাই পাবে 5000 টাকা!

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয়?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমান মাসিক হিসেবে দেওয়া রয়েছে। কিন্তু স্কলারশিপ প্রতিবছর এককালীন বার্ষিক হিসাবে ব্যাংক একাউন্টে জমা হয়।

  • স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট: svmcm.wbhed.gov.in
  • আরো সরকারি স্কলারশিপের আপডেট: WB Govt Scholarship

নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয় কোর্সের প্রথম বছর, বাকি বছরগুলোতে স্কলারশিপ রিনিউয়াল করতে হয়। স্কলারশিপের পরিমাণ কোর্স চলাকালীন প্রতিবছর একবার করে দেওয়া হয়। স্কলারশিপ অনুমোদন (Approved) হলে, সেটা ছাত্রছাত্রীর ব্যাংক একাউন্টে সরাসরি জমা পরে। নিজেদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করে দিও যাতে তারাও যাতে এই স্কলারশিপের নিয়ে বিস্তারিত জানতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram