পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য সবথেকে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship)। প্রত্যেক বছর লক্ষাদিক ছাত্র-ছাত্রী এতে আবেদন করে এবং স্কলারশিপের টাকা পেয়ে থাকে! নতুন বছরে নভেম্বরের আবেদন শুরু হয়েছিল এবং জানুয়ারি মাসে আধার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত নতুন আপডেট জানানো হয়েছে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আধার ভেরিফিকেশন আপডেট
অনেক আবেদনকারীকে ছাত্র-ছাত্রীদের একটি এসএমএস পাওয়া গেছে, যেখানে বলা হয়েছে তাঁদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একাডেমিক নেম যাচাই করতে হবে। এই সমস্যার মূল কারণ তিনটি নামের মধ্যে মিল না থাকা:
- আধার কার্ডের নাম
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম
- একাডেমিক নাম
যদি এই তিনটি নাম একেবারে হুবহু না মেলে (যেমন নামের আগে বা পরে অন্য কোনো নাম যোগ থাকলে), তাহলে যাচাইকরণে ভেরিফিকেশনে সমস্যা হবে।
সঠিক রয়েছে নাকি কীভাবে চেক করবে?
- SVMCM পোর্টালে লগইন করুন
- নিজের আবেদনকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে SVMCM পোর্টালে প্রবেশ করুন।
- “Application Status” অংশে যান।
- আধার যাচাইকরণ স্ট্যাটাস দেখুন
- যদি “Aadhaar Verification Failed” লেখা দেখা যায়, তাহলে আপনার সমস্যাটি চিহ্নিত হয়েছে।
কি কি করলে এই সমস্যা হবে না? Swami Vivekananda Scholarship Aadhar Verification 2024-25
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একাডেমিক নামের মধ্যে মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার যাচাইকরণ এবং ব্যাঙ্ক সিডিং সঠিকভাবে সম্পন্ন না করলে আপনার স্কলারশিপের টাকা আটকে যেতে পারে।
- আধার কার্ড আপডেট করুন
- আধার কার্ডে যদি কোনো নাম ভুল থাকে, তাহলে সেটি সংশোধন করুন।
- মোবাইলের মাধ্যমে সাধারণ কাজ করা সম্ভব। তবে বায়োমেট্রিক সংশোধনের জন্য পোস্ট অফিসে যেতে হবে।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করুন
- যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কলারশিপের জন্য ব্যবহার করছেন, সেটির সঙ্গে আধার লিঙ্ক করুন।
- ব্যাংক শাখায় গিয়ে আধার সিডিং (Aadhar Seeding) সম্পন্ন করুন।
▶ অফিসিয়াল ওয়েবসাইট: https://svmcm.wb.gov.in/
অবশ্যই দেখবে: SVMCM Scholarship Approval Started: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুমোদন দেওয়া শুরু!
তাই সময়মতো পোর্টালে লগইন করে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনীয় সংশোধন করুন। স্কলারশিপ সংক্রান্ত আরো তথ্যের জন্য আমাদের EduTips পোর্টালে নজর রাখুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »