Oasis Scholarship 2023-24: শুরু হল ওয়েসিস স্কলারশিপে টাকা দেওয়া, তুমি কবে পাবে? চেক করে নাও

Oasis Scholarship 2023-24 New Payment Update Central Share State Share Status

Oasis SC/ST/OBC Scholarship 2023-24 New Payment Update Central/State Share Status: আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার সহায়তার জন্য রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা করেন। রাজ্য সরকার SC,ST ও OBC ছাত্রছাত্রীদের জন্য Oasis স্কলারশিপের সূচনা করেন। ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করেছিল ধীরে ধীরে সমস্ত ছাত্র-ছাত্রীদের একাউন্টে স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তুমি Oasis স্কলারশিপ থেকে কবে টাকা পাবে এবং কত টাকা পাবে বিস্তারিত জানতে সম্পন্ন প্রতিবেদনটি পড়ুন।

   

OASIS Scholarship New Payment: স্কলারশিপে টাকা দেওয়ার আপডেট

ওয়েসিস স্কলারশিপ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে সম্মিলিতভাবে ছাত্রছাত্রীদের দিয়ে থাকে। ওয়েসিস স্কলারশিপের ৬০ শতাংশ টাকা রাজ্য সরকার দিয়ে থাকে এবং ৪০ শতাংশ ঢাকা কেন্দ্র সরকার দিয়ে থাকে। অর্থাৎ এই স্কলারশিপ থেকে তুমি ২বার টাকা পাবে বা একসঙ্গে ২টি টাকাও পেয়ে যেতে পারো।

ওয়েসিস স্কলারশিপের টাকা কবে পাবে?

২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছিল সেই সকল ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে তুমি যদি এখনো পর্যন্ত ওয়েসিস স্কলারশিপের টাকা না পেয়ে থাকো তাহলে তোমার স্কলারশিপের স্ট্যাটাসটি একবার চেক করো সেই স্ট্যাটাসে কি দেখাচ্ছে। তোমার যদি শিক্ষা প্রতিষ্ঠান, BDO লেভেল, District লেভেল সব ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাহলে চিন্তা করার কারণ নেই কয়েকদিনের মধ্যেই তুমি টাকা পেয়ে যাবে।

আরো জানুন » শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ কি? সবাই পাবে ১০০০০ টাকা! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক টাকা পেতে কত নম্বর লাগবে?

এরপর জেনে নাও তুমি যদি স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাও তাহলে এই স্কলারশিপে কিরকম স্ট্যাটাস দেখাবে কারণ বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে তোমার মোবাইলে মেসেজ নাও আসতে পারে কিন্তু তুমি স্ট্যাটাস দেখে বুঝে নেবে যে তোমার স্কলারশিপের টাকা তোমার একাউন্টে ক্রেডিট হয়েছে কিনা।

Payment file generated For Central Share.
Payment file generated For State Share. Sent to bank on 2024-01-31 12:33:04

তুমি যদি এই স্কলারশিপ থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়েরই ফান্ড পেয়ে থাকো তাহলে উপরের মতো স্ট্যাটাস দেখাবে কিন্তু যদি তুমি শুধু কেন্দ্র বা শুধু রাজ্যের ফান্ড পেয়ে থাকে তাহলে শুধুমাত্র সেটি উল্লেখ থাকবে।

অবশ্যই পড়ুন » Oasis Scholarship Status: ওয়েসিস স্কলারশিপে কোন স্ট্যাটাসের কি মানে? টাকা কবে ঢুকবে বুঝুন এভাবে!

ওয়েসিস স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন » https://oasis.gov.in/

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram