৩ তারিখ খুলছে স্কুল! ছুটির পর হবে অতিরিক্ত ক্লাস! নির্দেশ শিক্ষা দপ্তরের, দেখে নিন

Westbengal School opens additional classes instructions of the Department of Education

Westbengal School opens on the 3rd June after Summer Vacation! There will be additional classes instructions of the Education Department: তীব্র তাপপ্রবাহের কারণে বিগত ২২শে এপ্রিল থেকে সমস্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছিল। প্রাথমিকভাবে ১০ দিনের ছুটি থাকলেও এই ছুটি পরে দীর্ঘায়িত করা হয়। বিগত ২২ই এপ্রিল থেকে আগামী ২ই জুন পর্যন্ত চলবে গ্রীষ্মের ছুটি। তারই মাঝে “স্কুলগুলিকে বাড়তি ক্লাস করানোর নির্দেশ দিল রাজ্য শিক্ষা দপ্তর“। রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে? বিস্তারিত আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন।

গরমের ছুটি কাটিয়ে কবে থেকে স্কুল খুলছে?

গ্রীষ্মের ছুটি কাটিয়ে আগামী ৩ই জুন থেকে স্কুলগুলি খুলছে। ৩ই জুনের পর দিন অর্থাৎ ৪ই জুন প্রকাশিত হচ্ছে লোকসভা ভোটের ফলাফল। এখানো পর্যন্ত অনেক বিদ্যালয়ে গুলিতে ভোটের কারণে সামরিক বাহিনী রয়েছে, তাই স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ স্কুল থেকে সামরিক বাহিনী যাওয়ার পরেই খুব শীঘ্রই স্কুলগুলিকে ঠিকঠাকভাবে পঠন-পাঠনের যোগ্য করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো দেখুন: Employment Exchange Scheme: বেকারদের ২৫০০ টাকা দেবে সরকার! আবেদন করুন এই প্রকল্পে

স্কুলগুলোকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ

তীব্র দাবদহের কারণে এবছর নির্দিষ্ট তারিখের আগেই গরমের ছুটি পড়েছিল। তাই ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠানে বিঘ্ন ঘটেছিল। তাই সকল ছাত্র-ছাত্রীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না থাকে তার জন্য রাজ্য শিক্ষা দপ্তর স্কুলগুলিকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ দিয়েছে।

আপডেট চেক করুন: School Open after Summer Vacation

অফিসিয়াল ওয়েবসাইট https://banglarshiksha.gov.in/ অবশ্যই নজর রাখুন, এক্ষেত্রে রাজ্যশিক্ষা দপ্তর স্কুলগুলোকে অতিরিক্ত ক্লাস করানোর জন্য চিঠি পাঠিয়েছে এবং স্কুলগুলিকে তাদের মতামত জানানোর জন্য নির্দেশ দিয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram