পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে একটি হল ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপে SC,ST,OBC সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের নির্ধারিত কোন নির্দিষ্ট নম্বরের প্রয়োজন নেই শুধু মাত্র পাশ নাম্বার থাকলেই ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে। যেসকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করছে তারা তাদের স্ট্যাটাস দেখে বুঝতে পারবে যে তারা স্কলারশিপ থেকে আর কতদিন পর টাকা পাবে (OASIS Scholarship Kobe Taka Dhukbe)।
আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে ছাত্রছাত্রীরা কিভাবে তাদের স্ট্যাটাস দেখে বুঝতে পারবে যে তারা আর কতদিন পর টাকা পাবে? অর্থাৎ ওয়েসিস স্কলারশিপে কোন স্ট্যাটাসের কি মানে? কোন স্ট্যাটাস দেখালে টাকা পাবে এবং কোন স্ট্যাটাস দেখালে টাকা পাবে না।
বৃত্তির নাম | ওয়েসিস স্কলারশিপ |
---|---|
যোগ্য পড়ুয়া | মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ যেকোনো পড়ুয়া। |
প্রয়োজনীয় নাম্বার | মাধ্যমিক » ২৫ শতাংশ উচ্চমাধ্যমিক » ৩৫ শতাংশ |
আপডেট | কবে টাকা পাবে |
হেল্পলাইন নম্বর | +91-8420023311 |
যে সকল ছাত্র-ছাত্রীরা ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জানতে চাও এবং সরাসরি ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে চাও তাদের জন্য ওয়েসিস স্কলারশিপে আবেদন করার ডাইরেক্ট লিংক » Oasis Scholarship Apply Now
ওয়েসিস স্কলারশিপে কোন স্ট্যাটাসের কি মানে?
যেসকল ছাত্র-ছাত্রীরা ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছে তারা তাদের স্ট্যাটাস দেখে সহজেই বুঝে নিতে পারবে যে তারা আর কতদিন পর টাকা পাবে। এবার দেখে নেওয়া যাক ওয়েসিস স্কলারশিপে কোন স্ট্যাটাসের কি মানে।
Institute Verification Status
ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাসে যদি “Institute Verification Status” অপসনটি “Verified / Approved” থাকে তাহলে এর অর্থ হলো তোমার স্কলারশিপটি স্কুলের তরফ থেকে এপ্রুভ করে দেওয়া হয়েছে।
BDO/ULB Verification Status
ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাসে যদি “BDO/ULB Verification Status” অপসনটি “Verified / Approved” থাকে তাহলে এর অর্থ হলো তোমার স্কলারশিপটি স্কুলের তরফ থেকে এপ্রুভ হওয়ার পর ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকেও অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে।
District Verification Status
ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাসে যদি “District Verification Status” অপসনটি “Verified / Approved” থাকে তাহলে এর অর্থ হলো তোমার স্কলারশিপটি স্কুলের তরফ থেকে এপ্রুভ হওয়ার পর ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে এপ্রুভ হয়েছে এবং জেলার অফিস থেকেও তোমার স্কলারশিপটি এপ্রুভ করে দেওয়া হয়েছে।
District Verification এপ্রুভ হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কলারশিপের সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ এরপর তুমি গ্যারান্টি স্কলারশিপ থেকে টাকা পাবে যদি তোমার ব্যাংকের ডিটেলস ঠিক থাকে।
Status of Disbursement
এরপর ছাত্র-ছাত্রীরা তাদের Disbursement স্ট্যাটাসে কোন তারিখে কোন ব্যাংক একাউন্টে কত টাকা পেয়েছে তা দেখতে পারবে।
ওয়েসিস স্কলারশিপে স্ট্যাটাস চেক পদ্ধতি
যে সকল ছাত্র-ছাত্রীর চলতি শিক্ষাবর্ষে ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছো তোমরা কিভাবে এই স্কলারশিপে স্ট্যাটাস চেক করবে এ নিয়ে বিস্তারিত একটি পোস্ট আমাদের ওয়েবসাইটের রয়েছে তাই স্ট্যাটাস চেক পদ্ধতিটি সম্পূর্ণ জানতে নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ুন।
ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট » https://oasis.gov.in/
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »