আপনি কি একজন প্রতিভাবান কনটেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, বা ভিডিও এডিটর? তাহলে আপনার জন্য সুখবর! আপনাকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় এডুকেশনাল প্লাটফর্ম EduTips.in টিমে যুক্ত হওয়ার অগ্রিম শুভকামনা জানাই! আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটের জন্য নতুন প্রতিভা খুঁজছি।
আমাদের কোন ফুলটাইম বা প্রফেশনাল এর দরকার নেই, যারা অলরেডি পড়াশোনার সাথে যুক্ত আছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন অনেক কিছু শিখতে তাই তারা আমাদের টিমে স্বাগতম। আসলে আমরাও নতুন ইয়ং টিম, তাই আমরাও ইন্টার্ন খুঁজছি!
EduTips-এ কি কি কাজে জয়েন করতে পারবেন?
📝 Content Writer/Editor: পোস্টের টপিক প্রধানত পরীক্ষার খবর প্রতিযোগিতামূলক পরীক্ষার খবর, কোর্স তার সঙ্গে সঙ্গে স্কলারশিপ এবং কাউন্সেলিং ক্যারিয়ার – আমাদের নিউজ ফরম্যাট এবং ইনফরমেশনাল ফরম্যাটে লিখতে হবে। এডিটর হিসাবে পোস্ট এর সাধারণ দিয়ে ধাঁচ রয়েছে তার সঙ্গে Google SEO-এর ব্যাপারে বেসিক নলেজ থাকতে হবে। [বর্তমানে এই বিভাগে কোন ভ্যাকেন্সি নেই]
🎨 Graphics Designer: গ্রাফিক্স বা পোস্টার ডিজাইনের জন্য Canva হলে খুব ভালো হয়! তবে মোবাইলে প্রফেশনাল এডিটিং এবং কালার কারেকশন জানলে PixelLab, PicsArts – এই ধরনের অ্যাপগুলিতে ডিজাইন করতে পারবেন।
📸 Video Creator: ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ভিডিওর ক্ষেত্রে ইউটিউবে এডুকেশনাল ভিডিও যেরকম হয় নরমাল স্ক্রিনে রেকর্ডিং সেরকম ধরনের… বেসিক যে কোন মোবাইল অ্যাপ বা সফটওয়্যারে এডিটিং জানলেই হবে।
🥰 Social Media Manager: সোশ্যাল মিডিয়া এডমিন Facebook/Instagram এর মতো সোশ্যাল মিডিয়াগুলিতে কনটেন্ট এবং রিলস ক্যালেন্ডার তৈরি করে রেগুলার পোস্ট করা, তার সঙ্গে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। (এক্ষেত্রে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে)
💻 Copywriter: নোটস এবং সাজেশন বানানোর জন্য বাংলাতে খুব ভালো দক্ষতা থাকতে হবে – তার সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) জানতে হবে। নোটস এবং স্টাডি মেটিরিয়াল কনটেন্ট আমরাই প্রোভাইড করব, জাস্ট সাজানো-গোছানো এবং সেটাকে ফাইনাল PDF রেডি করা কাজ।
আমাদের সাইট দেখতে পারেন – দেখে আসুন যদি ভালো লাগে এবং আগ্রহী হোন তবে google ফর্মে নিজের বায়োডাটা পাঠিয়ে দিন।
আমাদের সমস্ত কাজই আপনি বাড়ি থেকেই করতে পারবেন, অবশ্যই আপনার স্মার্টফোন এবং ভালো ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে – ল্যাপটপ থাকলে আরো ভালো হয়। আরো বিস্তারিত জানতে হলে আমাদের Contact Us-পেজ থেকে যোগাযোগ করতে পারেন।