BBA Course: উচ্চমাধ্যমিকের পর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা! প্রফেশনাল চাকরি, জেনে নিন

Bachelor of Business Administration BBA Course Full Details Westbengal

ডাক্তার-ইঞ্জিনিয়ার-টিচারের পাশাপাশি আমাদের দরকার দক্ষ “বিজনেসম্যান“, যারা দেশের অর্থনীতি চালায়। বর্তমান যুগে এটা নিয়ে প্রফেশনাল পড়াশোনার নাম হলো “ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন“, সংক্ষেপে বিবিএ।

   

ভবিষ্যতে যে সকল ছাত্র-ছাত্রী ব্যবসা-বাণিজ্য নিয়ে পড়তে ইচ্ছুক বা সফলভাবে বিজনেস লিডার হতে চাও, তারা অবশ্যই উচ্চমাধ্যমিকের (১০+২) পরে স্তরে BBA নিয়ে পড়তে পারো। কিভাবে BBA নিয়ে পড়াশোনা করতে পারবে? পরবর্তী ক্ষেত্রে কি কি কর্মসংস্থান রয়েছে? তা নিয়ে নিচে বিস্তারিত বর্ণনা করা হলো।

BBA কি? বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ার সম্পূর্ণ রোড ম্যাপ

BBA এই পুরো অর্থ হল ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (bachelor of business administration)। মূলত এই ডিগ্রী কোর্সে বেসিক বিজনেস ম্যানেজমেন্ট বা প্রাথমিক স্তরে কিভাবে সফলভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা যায় তা নিয়ে বিস্তারিত শিক্ষা দেওয়া হয়।

বিষয়তথ্য
BBA কি?Bachelor of Business Administration পেশাদার স্তরের ব্যবসা এবং ব্যবস্থাপনা পড়াশোনা
কিভাবে পড়বো BBA?10+2 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে
সময়সীমা3 বছর (6 সেমিস্টার)
কোন পরীক্ষাMAKAUT CET (নিচে বিস্তারিত আছে)

বিভিন্ন ভাগের মধ্যে মার্কেটিং, সেল্ফ ফাইনান্স, বিজনেস রিসোর্স, লজিস্টিক সহ বিভিন্ন বিষয়ের উপরে ধারণা লাভ করা যায়। আর এই কোর্সের অবিচ্ছদ্য অংশ হল ইন্টার্নশিপ, কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই কোর্সটি সম্পূর্ণ করার পর ইন্টার্নশিপ পিরিয়ডে কোন কোম্পানিতে হাতে কলমে কাজ করে কাজ শেখা যায়। পাশাপাশি নিজের স্বাধীনভাবে একটি ব্যবসা পরিচালনা করা চিন্তাভাবনা থাকলেও আপনি এ বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন।

কিভাবে পড়বো BBA? কি যোগ্যতা লাগবে?

ইচ্ছুক পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকের পরই এই ডিগ্রী কোর্সে ভর্তি হতে পারেন। যে কোন ধরনের বিভাগ যেমন arts , science or commerce থেকে এই লাইনে প্রবেশ করতে পারেন। তবে প্রার্থীকে ন্যূনতম উচ্চমাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার রাখতেই হবে, অবশ্য প্রত্যেক বছর ভিত্তিকে বিভিন্ন কলেজ গুলিতে নম্বরের হেরফের হয়। এই কোর্সে ভর্তি হওয়ার নূন্যতম বয়সসীমা হল ১৭ থেকে ২২ বছর।

কোর্সের সময়সীমা (BBA Course Duration)

মূলত এই কোর্সের সময়সীমা তিন বছর। অবশ্য কিছু বিশ্ববিদ্যালয় তরফ থেকে প্রবেশিকা পরীক্ষা মারফত প্রার্থী নেওয়া হয় যেমন Maulana Abul Kalam Azad University of Technology or MAKAUT এর অধীনস্থ কলেজ গুলিতে WB CET পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নেওয়া হয়। পশ্চিমবঙ্গে পড়াশোনা করতে চাইলে এই পরীক্ষাটা তোমাকে দিতেই হবে

বিস্তারিত: MAKAUT CET 2024: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তি পরীক্ষা! যোগ্যতা, তারিখ Form Fill Up দেখে নাও

Career after BBA: যে সকল কাজে যোগদান করতে পারবে

BBA কোর্স করার পর যে কোন বিজনেসের ম্যানেজমেন্ট থেকে এডমিনিস্ট্রেশন লেভেলের জব পাবে। সেটা কোম্পানির উপর নির্ভর করবে –

বিভিন্ন শিল্পে এন্ট্রি-লেভেল ম্যানেজমেন্ট ভূমিকা: মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, অপারেশনস, ইত্যাদি।

  • Business development executive
  • Executive assistant
  • Marketing executive
  • Travel and tourism manager
  • Event manager
  • Account manager
  • Brand manager.

উদ্যোক্তা (Entrepreneur) হিসেবে কাজ শুরু করা: নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করা অথবা স্টার্টআপ খোলা।

আরো দেখো: BCA Course Eligibility, Salary: সফটওয়্যার ডেভলপার কিভাবে হবে? Computer Application সম্পূর্ণ তথ্য

BBA কোর্সের সম্ভাব্য ভবিষ্যৎ কি?

সাধারণত বিজনেস ম্যানেজমেন্ট এর প্রথম ধাপ হল BBA। এই কোর্স করার পর পড়ুয়ারা মার্কেটিং, সেলস, অপারেশন, হিউম্যান রিসোর্স, লজিস্টিক সহ বিভিন্ন অপশনে কাজ করার সুযোগ পাবেন

পাশাপাশি যেহেতু এটি একটি প্রফেশনাল কোর্স, এবং ট্রেনিং চলাকালীন শিক্ষার্থীরা বিভিন্ন বড় ইন্ডাস্ট্রিতে exposure এর সুযোগ পাবেন এবং সে ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িক সংস্থা গুলি কাজে নিয়োগের ক্ষেত্রে BBA ছাত্র-ছাত্রীদের বিশেষ অধিকার দেয়। এরপরে আরো ভবিষ্যতে উন্নতির জন্য ছাত্রছাত্রীরা MBA নিয়ে পড়তে পারেন। এবং উচ্চতর ম্যানেজমেন্ট পদে যেতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram