আমাদের দেশের বেশিরভাগ পরিবারই আর্থিক দিক থেকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। তাই স্বাভাবিকভাবেই সেই সমস্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীরা পরিবারে হাল ধরতে অল্প সময়ে নিজের পায়ে দাঁড়াতে চায়। এছাড়া, বর্তমানে সরকারি চাকরির অনিশ্চয়তা সহ নানাবিধ কারণে শিক্ষার্থীদের মধ্যে চিরাচরিত ডিগ্রী কোর্সের পরিবর্তে নানা রকম পেশামূলক তথা ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়ার আগ্রহের লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু সঠিক নির্দেশনার অভাবে অনেক সময়ই তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে থাকে। এসব কিছু মাথায় রেখেই আজকের প্রতিবেদনে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সেরা কিছু ম্যানেজমেন্ট কোর্সের সন্ধান দিতে চলে, জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।
সেরা কিছু ম্যানেজমেন্ট ডিগ্রী কোর্স: Top Management Course Westbengal
ম্যানেজমেন্ট মানে হলো পরিচালনা করা সেটা ব্যবসা-বাণিজ্য, কোন ইভেন্ট, টেকনোলজি ম্যানেজমেন্ট কোন পরিষেবা এমনকি মানুষের ম্যানেজমেন্ট। এই প্রতিবেদনে আমি তোমাদের সেরা কিছু ম্যানেজমেন্ট কোর্স সম্পর্কে জানাবো, যথা –
BBA (Bachelor of Business Administration) ব্যবসা ম্যানেজমেন্ট
ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা BBA – এই কোর্সটি বিভিন্ন কলেজে বিভিন্ন নামে পড়ানো হয়ে থাকে। কোথাও একে পড়ানো হয় Bachelor Of Management Studies আবার কোথাও Bachelor Of Business Management আবার কোথাও কোথাও Bachelor Of Business Studies নামে। এই কোর্সটি করা থাকলে বীমা, ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দ্রুত চাকরি পাওয়ার সুযোগ থাকে।
বিস্তারিত পড়ুন: BBA Course: উচ্চমাধ্যমিকের পর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা! প্রফেশনাল চাকরি
Hotel Management (হোটেল ম্যানেজমেন্ট)
এটি এমন একটি কোর্স যেখানে হোটেলের সম্পর্কিত সমস্ত কাজকর্ম পরিচালনা করা শেখানো হয়। তবে বর্তমানে Event Management – কেও Hotel Management এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোর্সটি করা থাকলে House Keeping Manager, Front Office Manager, Property Manager, Resturant Manager প্রভৃতি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যায়। তার পাশাপাশি বিদেশ যাওয়ার বড় সুযোগ থাকে এই কোর্স করে ইন্টার্নশিপের জন্য
Hospitality Management (হসপিটালিটি ম্যানেজমেন্ট)
এটি মূলত Hospitality তথা আতিথিয়তা ও পর্যটন শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি পেশাগত কোর্স। এই কোর্সটি করা থাকলে Receptionist, Revenue manager প্রভৃতি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যায়।
প্রোগ্রামটি হোটেল থেকে রিসোর্ট, শিপ, ব্যক্তিগত/কর্পোরেট মালিকানাধীন রেস্তোরাঁ, বিশেষ ক্যাটারিং কোম্পানি এবং এয়ারলাইন ক্যাটারিং দ্রুত বর্ধনশীল আতিথেয়তা শিল্পে ক্যারিয়ারের করার সুযোগ দেয়।
Travel & Tourism Management (ট্যুরিজম ম্যানেজমেন্ট)
এই কোর্সে Travel এবং Tourism সংক্রান্ত বিভিন্ন বিষয় শেখানো হয়ে থাকে। এই কোর্সটি করা থাকলে Travel executive, Travel officer, Travel manager, Airline ground staff, Tour planner, Tour guide প্রভৃতি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যায়।
Sport Management (স্পোর্টস ম্যানেজমেন্ট)
এটি মূলত খেলাধূলা তথা বিনোদন সংক্রান্ত বিষয় নিয়ে একটি পেশাগত কোর্স। এই কোর্সটি করা থাকলে Sport consultant, Fitness manager, Public relation manager এই ধরনের চাকরি পাওয়া যেতে পারে। বিভিন্ন বড় বড় খেলাধুলার ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে খেলাধুলা সংক্রান্ত সকল রকমের পরিচালনার প্রফেশনাল ডিগ্রী হল এটি।
দারুন সুযোগ: BCA Course Eligibility, Salary: সফটওয়্যার ডেভলপার কিভাবে হবে? সম্পূর্ণ পড়ে জেনে নাও
উপরিউক্ত কোর্স গুলির মধ্যে তোমার পছন্দ অনুযায়ী কোর্স নিয়ে সেটি তোমার জন্য উপযুক্ত কিনা ইত্যাদি বিষয় গুলো সম্পর্কে ভালোভাবে ভাবনা চিন্তা করে নিজের স্বপ্ন পূরণ কর। পরিশেষে ম্যানেজমেন্ট – সম্পর্কে লেখা আমার আজকের প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি, উপকৃত হলে আজকের পোস্টটি অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »