MAKAUT CET 2024: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তি পরীক্ষা! যোগ্যতা, ভর্তি বিস্তারিত দেখে নাও

MAKAUT CET 2024 BCA, BBA, LLB Eligibility Form Fill Up Full Details

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর, অনেক ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য সুযোগ খুঁজে থাকেন। পশ্চিমবঙ্গে, প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT), পূর্বে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (WBUT) নামে পরিচিত, একটি খ্যাতিমান প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই বিভিন্ন প্রফেশনাল কোর্স করতে চাও তাহলে তোমাকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনেই পড়তে হবে।

   

এই বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ কলেজগুলিতে বিবিএ, BCA, বিএসসি, বিবিএলএলবি সহ বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তির জন্য, প্রতি বছর “কমন এন্ট্রান্স টেস্ট” (CET) আয়োজিত হয়। এই পোস্টটিতে, আমরা পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের জন্য CET-2024 সম্পর্কে সকল প্রয়োজনীয় তথ্য সরবরাহ করব।

পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের MAKAUT CET 2024

বিষয়তথ্য
পরীক্ষার নামমাকআউট সি ই টি কমন এন্ট্রান্স টেস্ট (MAKAUT CET-2024)
আবেদনের বছর২০২৪-২৫
পরীক্ষার ধরণOnline (Computer Based Test)
পরীক্ষার কেন্দ্রAt Home (Online Proctored)
ফিসাধারণ: ৬০০ টাকা, এসসি/এসটি/ওবিসি-এ/ওবিসি-বি এবং পিএইচ: ৩০০ টাকা
কলেজে ভর্তি104  institutes, 2 Govt and Remaining all Private

সাধারণ যোগ্যতা (Eligibility for MAKAUT CET)

গ্রাজুয়েট কলেজ লেভেলে ভর্তির জন্য ছাত্র বা ছাত্রীকে অবশ্যই যে কোন স্বীকৃত বোর্ডের থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। নম্বরের মাপকাঠি না থাকলেও ভালো কলেজ পেতে গেলে ৫০ শতাংশ নম্বর অবশ্যই থাকতে হবে।

CET-2024-এর মাধ্যমে ভর্তিযোগ্য প্রফেশনাল কোর্স (Professional Course after HS in Westbengal)

BCA: ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে সফটওয়্যার ডেভলপার, থেকে সফটওয়্যার এনালিস্ট, আইটি (ইনফরমেশন টেকনোলজি) ফিল্ডের নানা রকম চাকুরী সুযোগ রয়েছে, কম সময়ের এই তিন বছরের কোর্স করে।

BSc ব্যাচেলার অফ সাইন্স: এখন ছাত্র-ছাত্রীরা হয়তো ভাববে এটা কোন সাধারণ বিজ্ঞান গ্রাজুয়েশন ডিগ্রি। আসলে তা না, এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা BSc নতুন নতুন ডিগ্রী, যেমন, মিডিয়া সায়েন্স (Media Science), অ্যানিমেশন (Animation), বায়োসাইন্স এই ধরনের প্রফেশনাল বিষয়গুলিতে পড়াশোনা করতে পারবে।

BBA (ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন): ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং ম্যানেজমেন্ট এর জন্য সবথেকে ভালো under গ্রাজুয়েট কোর্স! কোর্স শেষে যেমন চাকরির সুযোগ সুবিধা রয়েছে তেমন পরবর্তী ক্ষেত্রে MBA করে বিদেশ যাওয়ার সুযোগ থেকে দেশের বড় বড় কোম্পানিগুলিতে CEO, COO হতে পারবে।

BSc. LLB: আইন নিয়ে পড়াশোনা করে পরবর্তীকালে আইনজীবী হতে পারবে, উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগে পড়ার পর।

আরো দেখো: Polytechnic Course in West Bengal: পলিটেকনিক কোর্স জুনিয়র ইঞ্জিনিয়ার, দেখে নাও

MAKAUT CET College Fees (Private & Govt)

পরীক্ষার মধ্যে প্রফেশনাল ক্যারিয়ার গড়ার জন্য সরকারি কলেজের সংখ্যা কিন্তু সীমিত। ১০৪ টি প্রাইভেট কলেজ এবং দুটি মাত্র সরকারি কলেজ রয়েছে এই কোর্সগুলি করার জন্য। তাই সেক্ষেত্রে ভালো রকমই খরচ হয় এই প্রফেশনাল গুলি করার জন্য।

সুযোগ হাতছাড়া করবেন না: After HS Career Guide: উচ্চমাধ্যমিক পরবর্তী Free কেরিয়ার স্কলারশিপ গাইড

যোগাযোগ ও গুরুত্বপূর্ণ লিংক

ফর্ম আবেদন সহ তথ্যhttps://makaut.formflix.com/
ইমেইল করুন[email protected]
For any query contact033-29991537
8158861610
(অফিসিয়াল সময়ে ইউনিভার্সিটি নম্বর)

মাক আউট সিইটি কমন এন্ট্রান্স টেস্ট (CET-2024) পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের জন্য সেরা প্রযুক্তি ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়ার একটি দুর্দান্ত সুযোগ। নিজেকে একটি প্রফেশনাল ক্যারিয়ারের মাধ্যমে সু প্রতিষ্ঠিত করতে পারবেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram