JMS Merit Scholarship 2025: মেরিট স্কলারশিপ আবেদন শুরু! যোগ্যতা, অনলাইন ফর্ম ফিলাপ, লাস্ট ডেট দেখে নিন

Anjan Mahata

Updated on:

JMS Trust JM Sethia Merit Scholarsihip 2025 Apply

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সরকারি স্কলারশিপ সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাইভেট সংস্থা এবং সমাজসেবী সংগঠন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য করতে এগিয়ে আসে। সেরকমই একটি চারিটি ট্রাস্ট (NGO) JM Sethia Charitable Trust-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচিত পড়ুয়াদের ১২ হাজার টাকার স্কলারশিপের ঘোষণা করেছে। কারা আবেদন করতে পারবে? অনলাইন আবেদনের লিংক সমস্ত কিছু শেয়ার করা হলো।

JM Sethia Merit Scholarship 2025: জে.এম সেঠিয়া স্কলারশিপ

JMS Trust Scholarship হল একটি প্রাইভেট স্কলারশিপ, JM Sethia Charitable Trust (NGO) এর পক্ষ থেকেএই স্কলারশিপ দেওয়া হয়। প্রদানের মূল উদ্দেশ্য হল দেশের সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং মেধাবী দরিদ্র পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আগ্রহী করে তোলা।

বিষয়তথ্য
বৃত্তির নামজে.এম সেঠিয়া মেরিট স্কলারশিপ
যোগ্য কোর্সমাধ্যমিক পাশ, উচ্চমাধ্যামিক পাশ কলেজ পড়ুয়া বা যেকোনো পেশাগত কোর্স (যেকোন UG কোর্স)
পরীক্ষায় নম্বর প্রয়োজন৭৫% নম্বর থাকতে হবে
স্কলারশিপের পরিমাণ ১২০০০ হাজার টাকা পর্যন্ত
আবেদন মোডঅনলাইনে ফরম ফিলাপ

প্রয়োজনীয় যোগ্যতা সমূহ (Eligibility)

এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াকে পূর্ববর্তী ক্লাসে ৭৫ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে, স্নাতকোত্তর পড়ুয়াদের ক্ষেত্রে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং পেশাদার কোর্সের পড়ুয়াদের ক্ষেত্রে ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হলে তারা এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য।

  • পরিবারের বার্ষিক আয় 1,20,000/- টাকার বেশি হওয়া চলবে না
  • একটাই শর্ত – এ‑বছর (2025) প্রথম চেষ্টায় পাস হতে হবে৷
  • ‌পূর্ণ‑টাইম রেগুলার কোর্স (Full Time Regular) —ডিস্টেন্স বা পার্ট‑টাইম চলবে না৷

Eligibility & Categories

ক্যাটাগরিকোর্সনম্বর প্রয়োজনসর্বোচ্চ মেয়াদ
A9‑10 শ্রেণি75%2 বছর
B11‑12 শ্রেণি75%2 বছর
Cগ্র্যাজুয়েশনSci/Com: 75%
Arts: 65%
2‑3 বছর
Dপোস্ট‑গ্র্যাজুয়েশনSci/Com: 60%
Arts: 50%
2‑3 বছর
Pপ্রফেশনাল (B.Tech, MBBS, CA ইত্যাদি)Sci/Com: 60%
Arts: 50%
2‑3 বছর

বৃত্তির পরিমাণ (Scholarship Amount)

কোর্স বা শ্রেণিস্কলারশিপের পরিমাণ
একাদশ শ্রেণী (মাধ্যমিক পাশ)প্রতি মাসে ৫০০ টাকা
স্নাতক স্তর (BA, BSc, BCom)প্রতি মাসে ৬০০ টাকা
পেশাদারী কোর্স (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মেসি, আইন)প্রতি মাসে ১ হাজার টাকা

মিস করবেন না: Biswabina Scholarship 2025: বিশ্ববীণা স্কলারশিপ আবেদন শুরু! ১২০০০ টাকা পাবে ছাত্রছাত্রীরা, দেখে নিন

JMS Trust Scholarship অনলাইন আবেদন পদ্ধতি (Online Application Process)

এই স্কলারশিপটির জন্য আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে। তবে অনলাইনে করলে সর্বাধিক লাভ এবং সুবিধা রয়েছে –

  1. এনরোলমেন্ট ফরম ফিলাপ পেজে (Enrollment) গিয়ে স্কলারশিপের জন্য আবেদন পত্র পূরণ করতে পারবেন।
  2. নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, ঠিকানা, পরীক্ষার রেজাল্টের বিবরণ যাবতীয় একাডেমিক তথ্য পূরণ করতে হবে।
  3. তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে আপলোড করে নিলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Document)

জে.এম সেঠিয়া মেরিট স্কলারশিপের আবেদন পত্রটি অনলাইন পূরণ করার সময় আপনাদের যে যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে

  1. পূর্ববর্তী ক্লাসের মার্কসিট (Marksheet)
  2. পরিবারের ইনকাম সার্টিফিকেট
  3. পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
  4. BPL কার্ড/জাতিগত সার্টিফিকেট (যদি থাকে)।

আরো দেখুন: JBNST Scholarship: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ পাবে পড়ুয়ারা! আবেদন দেখে নিন

আবেদনের শেষ তারিখ (Last Date)

ইতিমধ্যেই এই স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলছে। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩১শে জুলাই, ২০২৫। ছাত্র-ছাত্রীরা এই সুযোগটা মিস করো না অবশ্যই যোগ্য থাকলে অনলাইনে আবেদন করে নাও।

Student can either download the form from the link provided below, or fill up the form online, take a printout of the same, and post it to us along with the other relevant documents.

Merit Scholarship Scheme for 2025 is now open so advice you to fill up the ONLINE form at https://jmstrust.com/enrolment/ and submit it before 31st July 2025.

প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া: আগস্ট মাসে সম্পন্ন হয়।
স্কলারশিপ বিতরণের সময়কাল: সেপ্টেম্বর মাসে অথবা পরবর্তী ত্রৈমাসিক শুরুর পূর্ববর্তী মাসের মধ্যেই স্কলারশিপ প্রদান করা হয়।

বিশেষ আপডেট: অনলাইনে আবেদন করা হলেও সমস্ত ডকুমেন্ট সহকারে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিয়ে সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে স্পিড পোস্টে

Completed application forms should be addressed to Chief Trustee and sent to JM SETHIA CHARITABLE TRUST. Regd. & Head Office at 133, Biplabi Rash Behari Basu Road, 3rd Floor, Room No. 15, Kolkata-700 001,

or at its Admin Office at Gandhi House, 5th Floor, 16, Ganesh Chandra Avenue, Kolkata-700 013,
তথ্যলিংক
সরাসরি আবেদনের লিংক
Scholarship Scheme Online Application Form
Apply Now →
অফিশিয়াল ওয়েবসাইটjmstrust.com
বিস্তারিত নোটিফিকেশন (Offline Form PDF)↓ Download PDF

আবেদন করুন: National Scholarship NSP 2025: ন্যাশনাল স্কলারশিপ আবেদন শুরু! ৫০০০০ টাকা পর্যন্ত দেবে কেন্দ্র সরকার, বিস্তারিত

Join Group

Telegram