WBJEE Result Date 2024: জয়েন্ট পরীক্ষার রেজাল্ট বেরোবে এই তারিখে! দেখে নাও, কি করতে হবে

WBJEE Result Date 2024 Check Online Rank Card

WBJEE রেজাল্ট ২০২৪: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) ২০২৪-এর ফলাফল কবে হবে? এই নিয়ে পরীক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে রয়েছে তীব্র আগ্রহ! রাজ্যের এই পরীক্ষার মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে IEM এর মত সেরা কলেজগুলিতে ভর্তির প্রতিযোগিতা শুধুমাত্র র‍্যাঙ্ক কার্ডের (WBJEE Rank Card 2024) প্রতীক্ষা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পাবে পরীক্ষার্থীদের WBJEE Result 2024। WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট (wbjeeb.nic.in) এবং গিয়ে রেজাল্ট চেক করা যাবে।

   

WBJEE Result Date 2024 Check Online Rank Card

২৮ শে এপ্রিল রবিবার পরীক্ষা হওয়ার পরে দীর্ঘ প্রতীক্ষা অবসান অবশেষে বর্তমানে চলছে OMR চ্যালেঞ্জের কাজ। ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীরা তাদের উত্তরপত্র ওই দেখে ফেলেছে এবং বোর্ডের উত্তরপত্রের সঙ্গে তারা এখন চ্যালেঞ্জ করতে পারে। কাজেই বলা যায় ফলাফল খুব তাড়াতাড়ি তাদের হাতে আসবে।

কীভাবে রেজাল্ট চেক: (WBJEE Rank Check)

  • WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in/wbjee/ যান।
  • নিজের দিকে ক্যান্ডিডেট ট্যাবে “WBJEE Result 2024″-এ ক্লিক করতে হবে। তাহলে আপনারা এডমিশন এবং রেজাল্ট থেকে ওয়েবসাইটে চলে যাবেন।
  • আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন টাইপ করুন।
  • লগইন করার পর রেজাল্ট সেকশনে আপনার rank card স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • রেজাল্টের প্রিন্ট কপি এবং “র‍্যাঙ্ক কার্ড” ডাউনলোড করে রাখুন।
বিষয়তথ্য
রেজাল্ট প্রকাশের তারিখ ও সময়
WBJEE 2024 Result Publish Time and Date
6 জুন বৃহস্পতিবার, ২০২৪, বিকেল ৪টা (অফিসিয়াল)
প্রয়োজনীয় তথ্যঅ্যাপ্লিকেশন নম্বর এবং লগইন ডিটেলস
“র‍্যাঙ্ক কার্ড” রেজাল্টের LinkClick Here

WBJEE Result & Counseling Admission: কাউন্সেলিং ও ভর্তি

WBJEE রেজাল্ট প্রকাশের মাধ্যমে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক বিদ্যার্থীদের উচ্চশিক্ষার দরজা খুলে যাবে। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মাসি বিভিন্ন সরকারি বেসরকারি সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হতে পারবে। রেজাল্ট প্রকাশের পর পরীক্ষার্থীরা তাদের পছন্দের কলেজে ভর্তির জন্য আমাদের তরফ থেকে সহযোগিতা নিতে পারেন!

আমাদের তরফ থেকে সহযোগিতার নেওয়ার জন্য: Fill this Form (Free!!)

আমাদের থেকে কাউন্সিলিং সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখনি! কোন ব্রাঞ্চ নিলে ভালো হবে, কোন কলেজে কম্পিউটার সাইন্স ভালো, বা কোন কলেজে কত কাট অফ যেতে পারে? সেই অনুযায়ী কাউন্সিলিং এ ভালো সিট পাবে! আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অনেক অনেক অভিনন্দন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram