WEBSCTE New Syllabus: পরিবর্তন হচ্ছে বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম! কারিগরি ভবনের নতুন আপডেট

WEBSCTE change the curriculum of vocational Syllabus

WEBSCTE change the curriculum of vocational Syllabus: মাধ্যমিক তো ফেব্রুয়ারিতেই শেষ এখন শুধু ফলাফল বেরোনোর অপেক্ষায়। তবে মাধ্যমিক স্তরের পরীক্ষার্থীরা ইতিমধ্যেই একাদশ পঠন পাঠন শুরু করে দিয়েছে। মাধ্যমিক স্তরের সিলেবাস এর সম্পূর্ণভাবে পরিবর্তন হচ্ছে , পাশাপাশি পরিবর্তন হচ্ছে বৃত্তিমূলক বিষয়ের ও পাঠ্যক্রম। কবে পরিবর্তন হবে এই নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে। তবেই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা সংসদ জানিয়েছেন ইতিমধ্যেই বিশেষজ্ঞ কমিটি মূলক বিষয়ের পাঠ্যক্রমের ব্যাপারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে সকল প্রকার যাবতীয় বৈঠক সম্পন্ন করেছেন এবং আগাম পাঠ্যক্রমের ও চূড়ান্ত রূপরেখা বানিয়ে ফেলেছেন। এখন শুধু নয়া পাঠ্যক্রম ঘোষনার অপেক্ষা।

   

পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরি শিক্ষা বিভাগ)-এর চেয়্যারপার্সন পূর্ণেন্দু বসুর বক্তব্য, বৃত্তিমূলক বিষয়গুলির ভায়া পাঠ্যক্রম কি হবে তা নিয়ে ইতিমধ্যেই আমাদের বিশেষজ্ঞ টিম সম্ভাব্য সিলেবাস এর একটি চূড়ান্ত দুপুর রেখা তৈরি করে ফেলেছেন এবং সম্ভবত তা আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ্যে আসবে।

কারিগরি বিদ্যার জন্য নির্দিষ্ট বিষয়

সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকেই বিভিন্ন বিষয়গুলি নয়া পাঠক্রম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রকাশকদের নয়া পাঠক্রমে বই প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিকে সবমিলিয়ে মোট ৬২ বিষয়ে পড়ানো হয় এর মধ্যে ১৩ টি বৃত্তিমূলক বিষয়। তবে বাকি ৪৯ টি বিষয়ভিত্তিক পাঠ্যক্রম গুলি প্রকাশে আসলেও বৃত্তিমূলক বিষয়গুলি পাঠ্যক্রম এখনো প্রকাশিত হয়নি। আর কবে বৃত্তিমূলক বিষয়গুলির পাঠ্যক্রম ঘোষণা হবে তা নিয়ে এখনো কোনো সদুত্তর নেই।

অবশ্যই পড়ুন » Khelashree Prakalpa: খেলাশ্রী প্রকল্পে ১০০০ টাকা করে দেবে সরকার! কোথায় বায়োডেটা জমা দেখে নিন

উল্লেখ্য ২০১৯ সালের পরে এই ২০২৪ সালে আবার পাঠক্রম পরিবর্তন করা হচ্ছে। এই বিষয়ে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (এনএসকিউএফ)-এর শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিকের দাবি, ২০১৯ সালে এনসিইআরটি এর গাইডলাইন মেনে পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছিল পাশাপাশি প্রশ্নপত্রের ধরন ও পরিবর্তন করা হয়। কিন্তু তা সত্ত্বেও কোন সুনির্দিষ্ট পাঠ্যক্রমের উপরে বৃত্তিমূলক বিষয়গুলির কোন বই পাননি পড়ুয়ারা। পাঠক্রম গুলি ঘোষণা হলেও কবে কারিগরি বিদ্যার পাঠ্যক্রম ঘোষণা হবে তা নিয়ে কোন নির্দিষ্ট বক্তব্য নেই। এই নিয়ে শিক্ষা দপ্তর কারিগরি দফতরের মধ্যে কোথাও একটা অসামঞ্জস্য তো থেকেই যাচ্ছে।

কত দিনের মধ্যে প্রকাশ হবে নতুন পাঠক্রম

২০১৩ সাল থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার পোষিত উচ্চমাধ্যমিক দলের মোট ৯১ টি স্কুলে কারিগরি বিদ্যা নিয়ে পড়ানো হয়। পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা বেড়ে ৭২৬ হয় এবং কারিগরি বিদ্যার বিষয়ের মধ্যে হেলথ কেয়ার, টেকনোলজি ও সিকিউরিটি বিষয়গুলি আওতাভুক্ত করা হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, সঙ্গে কারিগরি বিদ্যার নয়া পাঠক্রম নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়ে গেছে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহেই তারা পাঠ্যক্রম প্রকাশে আনবে ।

কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট » https://webscte.co.in/

মিস করবেন না! Students Internship Scheme: নতুন প্রকল্পে মাসে ১০০০০ টাকা পাবে ছাত্র-ছাত্রীরা! কবে থেকে আবেদন জেনে নিন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram