WBJEE 2024 Form Fill Up: রাজ্য জয়েন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু! কারা যোগ্য, কি ডকুমেন্টস লাগছে? অবশ্যই দেখুন

WBJEE 2024 Form Fill Up Documents Step by Step Process

WBJEE 2024 Form Fill Up @wbjeeb.nic.in: রাজ‍্যজুড়ে সকল জয়েন্ট এন্ট্রান্স চাকরিপ্রার্থীদের জন‍্য গুরুত্বপূর্ণ খবর। ফের প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক পরীক্ষার্থীরা যারা আগামী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন‍্য নাম নথিভুক্ত করন করতে চান, কীভাবে ধাপে ধাপে রেজিস্ট্রেশন ও আবেদন করবেন নিচে বিস্তারিত বর্ননা করা হল। কার সঙ্গে কি কি কাগজপত্র লাগবে কত টাকা ফ্রি দিতে হবে সমস্ত কিছু জানতে পারবেন!

   

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সংক্ষিপ্ত তথ‍্য

পরীক্ষার নামজয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন
আবেদন শুরুর তারিখ২৮ শে ডিসেম্বর ২০২৩
আবেদন শেষের তারিখ৩১ শে জানুয়ারি ২০২৪
পরীক্ষার তারিখ২৮ শে এপ্রিল ২০২৪
অফিসিয়াল পোর্টালwbjeeb.nic.in

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৪ এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে ২৮ শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। ইচ্ছুক পরীক্ষার্থীরা WBJEE এর অফিসিয়াল সাইট wbjeeb.nic.in এ গিয়ে আবেদন করতে পারেন। যে সকল ছাত্রছাত্রীরা উপযুক্ত মানদন্ড সম্পন্ন করবেন তারাই কেবল ২০২৪ – ২৫ শিক্ষাবর্ষের জন‍্য প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন।

WBJEE 2024 পরীক্ষায় কারা বসতে পারবেন?

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে হলে পরীক্ষার্থীদের কিছু নূন‍্যতম যোগ‍্যতার প্রয়োজন হবে।

  • ১. ইচ্ছুক পরীক্ষার্থীকে অবশ্যই দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পাঠরত হতে হবে।
  • ২. প্রার্থীদের আবেদনের জন‍্য কোন বয়সের উধ্বসীমা নেই। তবে আবেদনের জন‍্য প্রার্থীর নূন‍্যতম বয়স ১৭ বছর হতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে? (Documents)

মাধ্যমিকের এডমিট, আধার কার্ড, ছাত্রছাত্রীর একাডেমিক বিবরণ সহ সাধারণ কিছু তথ্য লাগবে।

আবেদন ফর্ম পূরণ পদ্ধতি (WBJEE 2024 Form Fill Up)

১. আবেদনের জন‍্য প্রথমে প্রার্থীদের wbjeeb.nic.in সাইটে প্রবেশ করতে হবে।

২. এরপর WBJEE এর পৃষ্ঠায় অ‍্যাক্টিভিটি বার্ডের অধীনে আবেদনপত্র জমা দেওয়া’ বিজ্ঞপ্তি লিঙ্কে ক্লিক করুন।

৩. এরপরে আপনাকে আবেদন পৃষ্ঠায় ডাইরেক্টেড করা হবে এবং রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে।

৪. নাম, পিতার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি দিয়ে আপনার রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন করুন।

৫. রেজিস্ট্রেশনের পর আপনাকে একটি আবেদন নম্বর দেওয়া হবে যা দিয়ে পরবর্তীতে পোর্টালে লগইন করতে পারবেন ও আবেদন ফর্ম সম্পন্ন করতে পারবেন।

৬. এরপর আপনার ব‍্যক্তিগত বিবরন, যোগ্যতার বিবরণ, যোগাযোগের বিবরণ, পরীক্ষার শহরের বিবরণ, স্ক্যান করা ছবি আপলোড করা ইত্যাদি প্রদান করে আবেদনপত্র পূরণ করুন।

৭. অবশেষে আবেদন মূল‍্য অনলাইন মাধ‍্যমে প্রদান করুন এবং আবেদনমূল‍্য জমা করার পর আবেদন ফর্মের পৃষ্ঠা ভবিষ্যতের জন‍্য প্রিন্ট আউট করে নিন।

মিস করবেন না! WB Govt Training for NEET/WBJEE: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

WBJEE আবেদনের মূল‍্য

সাধারন বিভাগের পরীক্ষার্থী৫০০ টাকা
মহিলা এবং SC/ST/OBC-A/OBC-B/EWS/TFW পুরুষ প্রার্থী৪০০ টাকা
SC/ST/OBC-A/OBC-B/EWS/TFW মহিলা প্রার্থী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থী৩০০ টাকা

পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়সূচি

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের ২৮ শে ডিসেম্বর থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়া পরবর্তী বছর ২০২৪ এর ৩১ শে জানুয়ারি অবধি চলবে। সারা রাজ‍্যব‍্যাপী জয়েন্ট এন্ট্রান্স অনুষ্ঠিত হবে ২৮ শে এপ্রিল।

জয়েন্ট এন্টাস পরীক্ষার বুলেটিন ডাউনলোড করে নিন: WBJEE 2024 Exam Bulletin Download

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram