WB Govt Training for NEET/WBJEE: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

Stipend Scholarship and free of cost “Pre-Examination Training for JEE/NEET/WBJEE 2025 by Govt of Westbengal

Stipend Scholarship and free of cost “Pre-Examination Training for JEE/NEET/WBJEE 2025 by Govt of Westbengal: একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে সুখবর। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে পরীক্ষায় বসার জন্য এক বিশেষ ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষায় যারা বসবেন বলে ভাবচ্ছেন, তাদেরকে বিনামূল্যে প্রস্তুতি করানো হবে। আপনিও যদি এই বিনামূল্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। কারা প্রস্তুতি নিতে পারবে? কীভাবে নাম নতিভুক্ত করতে হবে, সমস্ত বিষয়টা এখানে আলোচয়া করা হয়েছে।

   

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রি-ট্রেনিং

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রতি বছর বহু সংখ্যক ছাত্র-ছাত্রী প্রবেশিকা পরীক্ষায় বসেন। এখানে গণিত, রসায়নবিদ্যা ও পদার্থ বিদ্যা থেকে প্রশ্ন করা হয়। যেহেতু প্রতিযোগির সংখ্যা বেশি, তাই পরীক্ষায় পাস করার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তবে অনেক ছাত্র ছাত্রী এমন রয়েছেন যারা অর্থ খরচ করে কোথাও প্রস্তুতি নিতে পারেন না। তাদের জন্য রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর একটি প্রি-ট্রেনিং এর ব্যবস্থা করেছে। তবে এটি ২০২৫ সালের JEE/NEET/WBJEE পরীক্ষার জন্য প্রস্তুতি করানো হবে।

কারা Free-ট্রেনিং-এ নাম নতিভুক্ত করতে পারবেন?

বর্তমানে যে সমস্ত স্টুডেন্ট একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা এই প্রি-ট্রেনিং এ নাম নতিভুক্ত করতে পারবেন।

  • তবে ছাত্র-ছাত্রীদের SC কিংবা ST ক্যাটাগরিরযুক্ত হতে হবে।
  • একই সাথে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

তবে মাধ্যমিক পরীক্ষায় SC শ্রেণীভুক্ত ছাত্র-ছাত্রীদের ৬০ শতাংশ নম্বর এবং ST ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। একই সাথে পরিবারের বার্ষিক আইয় ৩ লক্ষ টাকার কম থাকতে হবে।

অবশ্যই পড়ুন: Utkarsh Bangla: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ! কি চালু হচ্ছে জেনে নিন

জয়েন্ট এন্ট্রান্স প্রি-ট্রেনিং-র ক্লাস কীভাবে করানো হবে?

ইচ্ছুক প্রার্থীদের আবেদন গ্রহণ করার পর মেরিট লিস্টের ভিত্তিতে ছাত্রী-ছাত্রীদের সিলেক্ট করা হবে। এই ট্রেনিংটির জন্য রাজ্যজুড়ে ৫০টি সেন্টার রয়েছে। প্রত্যেকটি সেন্টারে ৪০টি করে আসন রয়েছে অর্থাৎ মোট ২০০০টি আসন।

  1. সিলেক্ট হওয়া ছাত্র-ছাত্রীদের প্রতি শনিবার ও রবিবার ৪ ঘন্টা করে ক্লাস করানো হবে
  2. একাদশ ও দ্বাদশ এই দুই বছর বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে।
  3. থাকবে স্পেশাল ক্লাস ও মক টেস্টের সুবিধা।

বিশেষ বিষয় হলো ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড হিসাবে প্রতি মাসে ৩০০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতি বছর ছাত্র-ছাত্রীরা ৩৬০০ টাকা পাবে।

ট্রেনিং নেওয়ার জন্য আবেদন কীভাবে করবেন?

ইচ্ছুক প্রার্থীরা অনলাইন কিংবা অফলাইন দুই ভাবেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য https://wbbcdev.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

আবেদন করার সময় কোনো সমস্যা হলে 9123917773 নম্বরে যোগাযোগ করে নেবেন। এছাড়া আপনার জেলার DWO অফিসে গিয়ে সরাসরি আবেদন জমা করতে পারেন।

দরকারি লিংক ও ফর্ম ডাউনলোড

অনলাইনে আবেদন করুন: Apply Link

অফলাইনে আবেদনের জন্য ফরম ডাউনলোড করুন: Form Download

মিস করবেন না! WBJEE 2024 Exam Bulletin: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বুলেটিন প্রকাশ করল রাজ্য বোর্ড! ডাউনলোড করে রাখুন

অফলাইনে আবেদন করার জন্য আগে থেকে ফর্ম পূরণ করে নিতে হবে। https://wbbcdev.gov.in এই ওয়েবসাইট থেকে আপনি ফর্মটি পেয়ে যাবেন। উল্লেখ্য, হাতে কিন্তু সময় খুব কম। গত ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই আবেদন প্রক্রিয়া, চলবে আগামী ৩১সে ডিসেম্বর পর্যন্ত। তাই আগ্রহী থাকলে তাড়াতাড়ি আবেদন সেরে ফেলুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram