মাধ্যমিক পাশ করলেই পাবে মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি কাগজপত্র লাগবে? কবে আবেদন জানুন

Free Smart Phone for Madhyamik Pass Students Rs 10000 Westbengal

Free Smart Phone Rs 10000 for Madhyamik Pass Students Westbengal 2024: মাধ্যমিক ২০২৪ সালের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট এক খুশির খবর! মাধ্যমিক পাস করলেই সরকারের তরফ থেকে তাদের মোবাইল ট্যাবলেট কেনার জন্য 10000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর উদ্যোগে। আগেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডিজিটাল পড়াশোনার জন্য ছাত্র-ছাত্রীদের ট্যাবলেট দেওয়ার প্রকল্প তরুনের স্বপ্ন চালু হয়েছিল।

   
নতুন প্রকল্পের নামতরুণের স্বপ্ন
কি সুবিধাট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য ১০০০০ টাকা পাবেন
যোগ্যতামাধ্যমিক পাশ করলেই হবে
কিভাবে আবেদননিচে বলা রয়েছে

তবে এরপর আরো একধাপ এগিয়ে মাধ্যমিক পাশেই দেওয়া হবে সেই ট্যাবলেট! মাধ্যমিক পরীক্ষা দিলেই কি ট্যাবলেট পাওয়া যাবে? নাকি আরো কোন শর্ত রয়েছে? কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আগে থেকে তৈরি করে রাখতে হবে – আবেদন কবে শুরু হবে এবং কত দিনের মধ্যে ছাত্রছাত্রীরা টাকা পাবে থেকে কিভাবে আবেদন প্রক্রিয়া সমস্ত কিছুতেই তোমরা আজকের পোস্টে জানতে পারবে।

মাধ্যমিক পাশে বিনামূল্যে স্মার্টফোন ” তরুণের স্বপ্ন” প্রকল্প

কোভিড মহামারীর সময় অনলাইনে ক্লাস করা এবং পড়াশোনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও আজ প্রতিবছর ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক ভর্তি হলেই ট্যাবের ১০ হাজার টাকা পেয়ে যাচ্ছে।যেহেতু উচ্চমাধ্যমিকের টাকা দিতে একটু দেরি হয় তাই আদৌ ছেলেদের সেই টাকাটা খুব একটা কাজে লাগে না। বেশিরভাগ ছাত্রছাত্রী আগে থেকেই নিজেদের টাকায় মোবাইল কিনে ফেলে মাধ্যমিক পরীক্ষার পর।

সেজন্য শিক্ষা দপ্তরে এই বছর থেকে মাধ্যমিক ২০২৪ পাশ করে ছাত্র-ছাত্রীরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের জন্য ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার ১০ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে

আরো জানুন » EWS সার্টিফিকেট থাকলে চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০% অবধি সংরক্ষণ! কীভাবে আবেদন করবেন? জেনে নিন

আবেদন প্রক্রিয়া সহ কি কি ডকুমেন্টস লাগবে?

Westbengal Madhyamik Pass Students Free Smart Phone Taruner Swapno Rs 10000 Application Form 2024: এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আবেদন হাই স্কুলের তরফ থেকেই সমস্ত ফর্ম ফিলাপ, রেজিস্ট্রেশন এবং লিস্টিং সমস্ত কিছু করে দেয়া হবে

কি কি ডকুমেন্টস লাগবে (Documents)

ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসেবে নিচের ডকুমেন্টগুলো তখন স্কুলের তরফ থেকে চেয়ে নেয়া হবে। সব কিছুর সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে।

  • আধার কার্ড
  • মাধ্যমিকের এডমিট এবং রেজাল্ট
  • ব্যাংকের পাসবুকে জেরক্স

অনলাইনে আবেদনসহ বিস্তারিত লিংক » Apply Know More

আরো সুবিধা » Students Internship Scheme: নতুন প্রকল্পে মাসে ১০০০০ টাকা পাবে ছাত্র-ছাত্রীরা! কবে থেকে আবেদন জেনে নিন

শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://banglarshiksha.gov.in/ বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত আপডেট আসবে, তাই ছাত্র-ছাত্রীদের এখনই কিছু চিন্তা করার কারণ নেই। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হলে তারপর তোমরা স্কুলে ভর্তি হলে তারপর আলাদা করে সমস্ত বিজ্ঞপ্তি বের হবে এবং তখন তোমাদের জানানো হলে তোমরা স্কুলে এই ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার টাকা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। পরবর্তী সমস্ত ধরনের স্কলারশিপ থেকে সরকারি আপডেট থেকে বাংলা শিক্ষা সমস্ত খবর পেলে আমাদের সঙ্গে যুক্ত থাকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram