Class 11 1st Semester Pass Marks: একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারে পাশ নাম্বার কত? চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। যেহেতু এবছর থেকে নতুন সেমিস্টার পদ্ধতি শুরু করা হয়েছে তাই ছাত্র-ছাত্রীরা সেমিস্টার সিস্টেমের পরীক্ষা সম্পর্কে অবগত নয় এক্ষেত্রে ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে প্রথম সেমিস্টারের পাস নাম্বার কিভাবে গননা হবে এ বিষয়ে।
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে পাশ নাম্বার কত? অথবা এই প্রথম সেমিস্টারের পরীক্ষার গুরুত্ব কতখানি? সমস্ত কিছু ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে তাই প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন।
প্রথম সেমিস্টার পরীক্ষার পাশ নাম্বার (WBCHSE Class 11 Pass Marks 2024)
প্রথম সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে প্রজেক্ট সাবজেক্ট গুলিতে 40 নাম্বারের পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল সাবজেক্ট গুলিতে ৩৫ নাম্বারের পরীক্ষা হবে। প্রতিটি ক্ষেত্রে পাশ করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই ৩০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। নিচে সাবজেক্ট অনুযায়ী পাশ নাম্বারের তালিকা দেওয়া রয়েছে।
বিষয় | পূর্ণমান | পাশ নাম্বার |
প্রজেক্ট সাবজেক্ট – Project Based Subject (বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, দর্শন, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইত্যাদি) | ৪০ | ১২ |
প্রাকটিক্যাল সাবজেক্ট – Practical Based Subject (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভূগোল, কম্পিউটার ইত্যাদি) | ৩৫ | ১০.৫ (প্রায় ১১) |
অবশ্যই পড়ুন: HS Semester I Routine 2024 (PDF) উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন, কবে কোন পরীক্ষা? ডাউনলোড করে নিন
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের গুরুত্ব
যেহেতু একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা MCQ ভিত্তিক তাই এই পরীক্ষাতে নাম্বার তোলা অনেকটা সহজ, কিন্তু দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ব্যাখ্যা মূলক প্রশ্ন উত্তর যুক্ত। প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের নাম্বার মিলে একাদশ শ্রেণির নাম্বার গণনা করা হবে তাই প্রথম সেমিস্টারে যদি ভালো নাম্বার থাকে তাহলে একাদশ শ্রেণীতে ভালো ফলাফল হবে এক্ষেত্রে স্কলারশিপ রেনুয়াল করতে প্রয়োজনীয় নাম্বার খুব সহজেই তোলা যাবে।
নিচের ভিডিওটা অবশ্যই একটু সময় নিয়ে দেখে নিও। কিভাবে ভালো নম্বর পাবে, পরীক্ষার প্যাটার্ন এবং সমস্ত কিছু তোমাদের গাইড করে দেওয়া রয়েছে –
HS Semester Backlog বা সাপ্লিমেন্টারি পরীক্ষা
এক্ষেত্রে জানিয়ে রাখি বিগত বছর গুলিতে একাদশ শ্রেণীতে স্কুল থেকে নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হতো কিন্তু এবার যদি কোন পড়ুয়া প্রথম সেমিস্টারে কোন একটি বিষয়ে ভালো নাম্বার করতে না পারে তাহলে ওই বিষয়ে Backlog লেগে যাবে।
এক্ষেত্রে প্রথম সেমিস্টারে কোন বিষয়ে Back থাকলে আবার তৃতীয় সেমিস্টারের সঙ্গে প্রথম সেমিস্টারের ওই বিষয়ের পরীক্ষা দিতে হবে অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে এর ফলে পরবর্তীতে চাপ অনেকটা বেড়ে যাবে।
▶ উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইট: Visit Here
আরোও পড়ুন: HS Semester Project Practical: উচ্চ মাধ্যমিক সেমিস্টার প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল! নতুন নিয়ম দেখে নাও
যেহেতু একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই যতটা সম্ভব এই সেমিস্টারের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো নাম্বার তোলার চেষ্টা করো। তোমাদের সমস্ত রকম সাহায্যের জন্য EduTips বাংলা সর্বদা তোমাদের সাথে রয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »