HS Semester Project Practical: উচ্চ মাধ্যমিক সেমিস্টার প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল! নতুন নিয়ম দেখে নাও

WBCHSE HS Semester Project Practical Class Marks Exam All New Update

WBCHSE HS Semester Project Practical Class, Marks, Exam: উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল কিভাবে হবে এই নিয়ে ছাত্রছাত্রীসহ শিক্ষকদের মনে ভালো রকমই ধোঁয়াশা রয়েছে! আগের নিয়ম অনুসারে ফাইনাল পরীক্ষার সময় একেবারে বছরের শেষে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট জমা নেওয়া এবং নম্বর দেওয়া হতো।

কিন্তু এবার থেকে দুটি সেমিস্টার হয়ে যাওয়ায় কিভাবে প্র্যাকটিকাল গুলি (Practical) হবে সেগুলি নিয়ে বিস্তারিত রীতি মধ্যে জানিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ। আমরা সেটাই সহজ সহজ করে আজকে আপনাদের তুলে ধরবো।

WBCHSE Semester Project Practical: উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেমে প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট

প্রাকটিক্যাল বিষয়গুলির ক্ষেত্রে সারা বছরই ক্লাস করতে হয়। বিজ্ঞানের বিষয়গুলোর ক্ষেত্রে (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি) ল্যাব এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট, রিপোর্ট তৈরি; আর্টস বিষয়ের প্র্যাকটিক্যালগুলি যেমন ভূগোল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, জার্নালিজম মাস কমিউনিকেশন কাজ থাকে।

প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল এর পূর্ণমান কত?

প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট বিষয়ের নম্বর বিভাজন যথাক্রমে আগের নিয়মেই 30 এবং 20 নির্ধারণ রয়েছে।এগুলি সারা বছরই যেরকম রেগুলার ক্লাস হয় সেইভাবে ক্লাস নিতে হবে এবং সারা বছরটি ছাত্রছাত্রীদের কাজ দিতে হবে। ল্যাব Workbook খাতা মেইনটেইন করা কিংবা কোন টেস্ট সংক্রান্ত কাজ সাধারণ ক্লাসের পাশাপাশি রুটিন অনুযায়ী চলবে। কিন্তু নম্বর জমা একবারই হবে

কিভাবে প্র্যাকটিক্যালের নম্বর (Practical Marks) দেওয়া হবে?

বছরের শেষে দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণির ক্ষেত্রে এবং চতুর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিক ফাইনাল। অর্থাৎ একাদশের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার প্রাকটিক্যাল ক্লাস রেগুলার হবে, কিন্তু পরীক্ষা, খাতা জমা, ভাইভা (Exam + Lab Notebook + Viva) সহ সম্পর্কিত সমস্ত কাজ হবে দ্বিতীয় সেমিস্টারে এবং নির্ধারিত নম্বর ৩০ মূল্যায়ন হবে

সিলেবাস দেখে নিন: HS Semester Syllabus 2024: উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিলেবাস (All Subjects)!

Project Work: প্রকল্প রূপায়ণের বিষয়গুলি কিভাবে হবে?

বিজ্ঞানের সমস্ত বিষয়গুলি প্র্যাকটিক্যাল অরিয়েন্টেড (অংক ছাড়া)। একইভাবে কলা এবং বাণিজ্য বিভাগের (Arts & Commerece) বেশিরভাগ বিষয় প্রকল্প রূপায়ণ বা Project অরিয়েন্টেড।

প্রজেক্ট এর বিষয়গুলোর ক্ষেত্রেও একই বলা হয়েছে সারা বছর ছাত্র-ছাত্রীদেরকে কাজ একটু একটু করে, করে যেতে হবে। প্রকল্প রূপায়ণ খাতা বা প্রজেক্টের ফাইনাল খাতা জমা পরবে বছরের শেষে এবং নম্বর সেই সময় জমা করতে হবে

বিস্তারিত সূচি: HS Semester Class 11 Academic: একাদশ সেমিস্টার সূচী! ক্লাস, প্রজেক্ট, ফাইনাল পরীক্ষা! 

আশা করি উচ্চমাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল এর ক্লাস খাতা এবং নম্বর জমা নিয়ে সমস্ত প্রশ্ন উত্তর আমরা দিতে পারলাম। এখনো যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজের মনে কোন দ্বিধা রাখবে না, আমরা ছাত্র-ছাত্রীদের পাশে আছি সর্বতোভাবে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram