WB GNM Nursing Preparation: নার্সিং পরীক্ষা এইভাবে পড়লে সরকারি কলেজ পাবেই! নার্স দিদির কাছেই জেনে নাও

Wb anm gnm nursing preparation Books Mock test PYQ full Guide

অনেক ছাত্রীর নার্স হওয়ার ইচ্ছা থাকে! নার্সিং ব্যাঙ্গালোরে গিয়ে বেসরকারি ক্ষেত্রে পড়াশোনা করা – মোটেও কিন্তু তা না। আমাদের পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোতেও অনেক সুযোগ রয়েছে। প্রথমত প্রবেশিকা পরীক্ষা দেওয়া তারপর সেখানে ভালো র‍্যাঙ্ক করলে তবে সরকারি মেডিকেল কলেজে নার্সিং পড়া শুরু।

   

আজ একজন নার্স হিসাবে আমি তোমাদের, আমার জার্নি থেকে তোমাদের গাইড করব। কিভাবে তোমরা প্রস্তুতি নিলে, কম সময়ে সিলেবাস শেষ করে এবং কিভাবে রিভিশন করবে আজকে এই পোস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব।

জিএনএম নার্সিং প্রস্তুতির রোডম্যাপ (WB GNM Preparation)

WB ANM GNM 2024 পরীক্ষায় বসতে গেলে আগে তোমাকে সম্পূর্ণ সিলেবাসের বিষয় জানতে হবে কি কি অধ্যায় রয়েছে সিলেবাসে এবং কোন কোন বিষয়ে রয়েছে। ইতিমধ্যে আগের প্রতিবেদনেই আমরা সিলেবাসের বিষয় বিস্তারিত আলোচনা করে দিয়েছি। কিভাবে সিলেবাস এবং প্রশ্নের প্যাটার্ন খেয়াল করে পরীক্ষার প্রস্তুতি নেবে তা আজকে আমরা আলোচনা করব।

WB ANM GNM Syllabus: বিষয় জানতে হবে

পরীক্ষায় বসতে গেলে প্রথমে অবশ্যই পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস বিষয় জানতে হয়। সিলেবাসে থাকা অধ্যায় গুলির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ আর কোনটি কম গুরুত্বপূর্ণ সেটি তোমাকেই বিগত বছরের প্রশ্নপত্র দেখে ঠিক করে নিতে হবে।

বিগত বছরের প্রশ্নপত্র সমাধান (PYQ Solve)

WB ANM GNM পরীক্ষার প্রশ্নপত্র ধরনের বিষয় জানতে হলে অবশ্যই বিগত বছরের প্রশ্নপত্রগুলি বারংবার চর্চা করতে হবে এবং নির্দিষ্ট সময় ধরে সময়ের মধ্যে প্রশ্নপত্রের সমাধানও করতে হবে। প্রশ্নপত্র গুলি বিশ্লেষণ করে নিজের মত করে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলি করে নিতে হবে।

সঠিক স্টাডি প্লান তৈরি (Study Plan)

পরীক্ষার আগে সঠিক স্টাডি প্ল্যান তৈরি করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। কোন বিষয় কথাটা পড়বে এবং কতটা গুরুত্ব দেবে তা তুমি স্টাডি প্ল্যান দেখেই ঠিক করতে পারবে। WB ANM GNM পরীক্ষার সম্পর্কে বলতে গেলে বিগত বছরের প্রশ্নপত্র গুলি বিশ্লেষণ করলেই তোমরা জানতে পারবে জীবন বিজ্ঞান বিষয়ে সর্বাধিক নাম্বার রয়েছে, প্রায় ৫০ নম্বর। সেক্ষেত্রে স্টাডি প্ল্যান তৈরি করার সময় জীবন বিজ্ঞানের জন্য তোমাকে সর্বাধিক সময় দিতে হবে।

এরপর রয়েছে ভৌত বিজ্ঞান, বিগত বছরের প্রশ্নপত্র পর্যালোচনা করলে জানতে পারবে ভৌত বিজ্ঞান থেকে করে 25 থেকে 30 নাম্বারের প্রশ্ন পত্র পরীক্ষায় আসে সেক্ষেত্রে জীবন বিজ্ঞানের পরে ভৌত বিজ্ঞানের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করতে হবে

তারপরে রয়েছে ইংরেজি অংক এবং সাধারণ জ্ঞান থেকে অন্য নাম্বার এ বিষয়গুলির প্রতি থাকে সেক্ষেত্রে খুবই বিগত বছরের প্রশ্নপত্র দেখে বা বিভিন্ন মক টেস্টের মাত্র দেখেও এই বিষয়গুলি তৈরি করে নিতে পারো। আর এই বিষয়গুলোর জন্য তুলনামূলক ভাবে কম সময়ে বরাদ্দ করবে। কত ঘন্টা কতক্ষণ করে পড়বে, কি বিষয়ে পড়বে সেগুলি সম্পূর্ণই তোমার ওপরে নির্ভর করছে।

সংগ্রহ করে নাও: WB ANM GNM Previous Year Question: নার্সিং পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, PDF

Short Notes: বিভিন্ন টপিক অনুসারে শর্ট নোট বানিয়ে রাখুন

স্টাডি প্লান অনুযায়ী প্রত্যেকদিন নির্দিষ্ট কয়েকটি বিষয়ে নতুন নতুন টপিক অধ্যয়ন করার চেষ্টা করুন এবং এটি নোটস বুকে কি কি পড়লেন এবং তা থেকে কি কি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হতে পারে এবং প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে সেগুলি নোট ডাউন করে নিন।

সেক্ষেত্রে পরের দিন আবার পড়াশোনা শুরুতে সেই পয়েন্টগুলি একবার চোখ বুলিয়ে নিলে ভালোভাবে রিভিশন হয়ে যাবে। প্রত্যেকদিন প্রত্যেকটি বিষয় এই অভ্যাস করলে প্রত্যেকটি বিষয়ে খুটিনাটি বিষয়গুলি মনোযোগ সহকারে বুঝতে পারবেন এবং দক্ষতার সাহায্যে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র গুলি সহজ সমাধান করতে পারবেন।

Mock Test: প্রত্যেকদিন মক টেস্ট বা কুইজ অংশগ্রহণ করার চেষ্টা

WB ANM GNM পরীক্ষায় অংশগ্রহণের জন্য মক টেস্ট বিশেষ গুরুত্বপূর্ণ। সিলেবাস শেষ হয়ে গেলে প্রত্যেক দিন একটি মক টেস্টের ব্যবস্থা করো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মক টেস্ট সম্পন্ন করা চেষ্টা করো।

মক টেস্টে প্রাপ্ত নম্বর গুলিকে তুমি একটি খাতায় লিখে রাখো এবং প্রত্যেকদিন মক টেস্টের ভিত্তিতে মোট কত নাম্বার বাড়ছে বা কমছে সেটা পর্যবেক্ষণ করতে পারবে ও পাশাপাশি মক টেস্টের দরুন কোন কোন জায়গা গুলো এখনো তোমার দুর্বল রয়েছে সেগুলি বারবার রিভিশন করে তৈরি করে নিতে পারবে।

আরো দেখবে: JENPAS Exam: BSc Nursing প্যারামেডিকেল পরীক্ষা! দেখে নিন

Best Books: কোন কোন বিষয়ের বইগুলো পড়বো

WB ANM GNM পরীক্ষাটি মূলত নবম দশম শ্রেণীর ভিত্তিতে হয়, সে ক্ষেত্রে নবম দশম ক্লাসের পাঠ্য বই পড়লেই সেখান থেকে প্রশ্নপত্র কমন পেয়ে যাবে। তবে ইংরেজি অংক বা সাধারণ জ্ঞানের জন্য বাজার চলতি কিছু বই সাজেশন হিসেবে নিতে পারো।

প্রাইভেট টিউশন কোথায় পড়বো? (Tuition Coaching)

প্রথমত বলে রাখি, WB ANM GNM পরীক্ষার প্রশ্ন ধরন যেহেতু নবম দশম শ্রেণীর প্যাটার্নে হয় সেক্ষেত্রে নবম দশম শ্রেণীর পাঠ্য বই পড়লেই আপনি কমন পেয়ে যাবেন।

অফিসিয়াল ওয়েবসাইটVisit ↗
ANM-GNM পরীক্ষার সমস্ত আপডেটView Now

এরপরেও যদি আপনার সিলেবাস বা পড়াশোনা নিয়ে সমস্যা হয় সে ক্ষেত্রে আপনি ইউটিউবে বেশ কিছু চ্যানেলের সাহায্য নিতে পারে, যেখানে WB ANM GNM পরীক্ষার জন্য প্রাইভেট টিউশন পড়ানো হয়। এছাড়া আপনার আঞ্চলিক এলাকায় কোন অফলাইন কোচিং থাকলে সেখানেও সাহায্য নিতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram