Top Govt Polytechnic College Westbengal: পশ্চিমবঙ্গের সেরা পলিটেকনিক কলেজ, সমস্ত তালিকা

Top Govt Polytechnic College Westbengal

Top 10 Govt. Polytechnic College: যে সকল ছাত্রছাত্রীর স্বপ্ন একজন সফল ইঞ্জিনিয়ার হওয়ার তাদের জন্য মাধ্যমিকের পর পলিটেকনিক কোর্সের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার হওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যত ভালো কলেজে পড়াশোনা করবে ততটাই Placement এর ক্ষেত্রে সুবিধা হবে। তাই আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সেরা ১০ টি পলিটেকনিক কলেজ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

   

পশ্চিমবঙ্গের সেরা ১০টি পলিটেকনিক কলেজ

আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সেরা ১০ পলিটেকনিক কলেজের যে লিস্টটি তৈরি করা হয়েছে সেটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে করা হয়েছে। (১) কলেজের পড়াশোনার মান, (২) কলেজের Infrastructure, (৩) কলেজের লোকেশন (গ্রামীণ অঞ্চল নাকি শহর), (৪) কলেজের পরিবেশ এবং (৫) Placement এই ৫টি বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছে।

Westbengal Top Govt Polytechnic College List

পশ্চিমবঙ্গের সেরা ১০টি পলিটেকনিক কলেজ
১)A.P.C রয় পলিটেকনিক (Acharyya Prafulla Chandra Ray Polytechnic)
২)বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি (Birla Institute of Technology)
৩)রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ (Ramakrishna Mission Shilpapitha)
৪)সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক (Central Calcutta Polytechnic)
৫)জ্ঞান চন্দ্র ঘোষ পলিটেকনিক (Jnan Chandra Ghosh Polytechnic)
৬)B.P.C ইনস্টিটিউট অফ টেকনোলজি (Bipradas Pal Chowdhury Institute of Technology)
৭)North Calcutta পলিটেকনিক (North Calcutta Polytechnic)
৮)M.B.C ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (M.B.C. Institute of Engineering & Technology)
৯)পুরুলিয়া পলিটেকনিক কলেজ (Purulia Polytechnic)
১০)আসানসোল পলিটেকনিক কলেজ (Asansol Polytechnic)

বিস্তারিত দেখুন: পলিটেকনিক কোর্স কি? মাধ্যমিক পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার, দেখে নাও

West Bengal Govt Polytechnic College List (More)

উপরের তালিকা টিতে ৫ থেকে ১০ এর মধ্য যে কলেজগুলি রয়েছে সেগুলি উনিশ-বিশ। এই কলেজগুলোর মতোই জনপ্রিয় উনিশ-বিশ কলেজ আরো কয়েকটি রয়েছে যেগুলি নিচে দেওয়া হল।

  • দা ক্যালকাটা টেকনিক্যাল স্কুল (The Calcutta Technical School)
  • K.G ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (K.G Engineering Institute)
  • হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি (Hooghly Institute of Technology)
  • মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি (Meghnad Saha Institute of Technology)
  • টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট (Technique Polytechnic Institute)
  • আচার্য জগদীশ চন্দ্র বসু পলিটেকনিক (Acharya Jagadish Chandra Bose)

অবশ্যই দেখুন: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? মাধ্যমিক পাশ হলে দেখে নাও

পশ্চিমবঙ্গ কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইটwebscte.co.in
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি পলিটেকনিক কলেজের লিস্ট »View list

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram