SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ১৫০০ কোটি বাজেট! টাকা বাড়লো, মার্চের মধ্যেই পাবে পড়ুয়ারা

SVMCM Scholarship Fund Budget Increase 2024 New Update from Finance Department

SVMCM Swami Vivekananda Scholarship Fund Budget Increase for 2024, New Update from Finance Department for Higher Education Dept Bikash Bhaban: রাজ্যের মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। যার মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বামী বীবেকানন্দ স্কলারশিপ সহ আরও একাধিক প্রকল্প। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্বামী বীবেকানন্দ স্কলারশিপ। আর্থিক ভাবে দুর্বল পরিবারের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতে এই স্কলারশিপ চালু করেছিল রাজ্য সরকার।

   

মাধ্যমিকের পর থেকে উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করা হয়েছে। মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার খরচ প্রদান করা হয়। এবার এই স্কলারশিপের বাজেট আরও বাড়ালো রাজ্য সরকার। এড় ফলে আরও বেশি সংখ্যক পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা পাবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাজেট

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গত বাড়ের তুলনায় এই বছর অর্থাৎ ২০২৩-২৪ আর্থিক বর্ষে এই স্কলারশিপের বাজট বাড়িয়েছে রাজ্য সরকার। চলতি অর্থ বর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাজেট ১৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যাতে অর্থ বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য এই পদক্ষেপ নিল রাজ্য সরকার।

টাকা কবে পাবে ছাত্র ছাত্রীরা?

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়। চলতি শিক্ষাবর্ষেও এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। এছাড়াও পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে এই স্কলারশিপের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। সকল ছাত্র-ছাত্রীরা আগামী মার্চের মধ্যেই এই টাকা পেয়ে যাবে বলে জানা যাচ্ছে।

প্রতি বছরই এই স্কলারশিপের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। এখানে একদম নতুনরা তো আবেদন করতে পারেই, তার সঙ্গে রিনিউয়ালও করা যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট থেকে শুরু করে পলিটেকনিক, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদেরও এই স্কলারশিপ প্রদান করা হয়। এখানে পড়ুয়াদের প্রতি বছর ১২ হাজার টাকা থেকে শুরু করে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়, এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে ৯৬ হাজার টাকা পর্যন্ত।

অবশ্যই দেখে রাখো » WBMDFC Aikyashree SVMCM Scholarship: নতুন আবেদনের তারিখ বাড়ানো হলো! কতদিন খোলা থাকবে দেখে নিন

বিগত বছরগুলোতে এই স্কলারশিপের বাজেট

প্রসঙ্গত, আগে এই স্কলারশিপে আবেদন করতে গেলে ৭৫ শতাংশ নম্বর বাধ্যতামূলক ছিল। তবে দুই বছর আগে এটা কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে। তারপর থেকে আরও বেশি সংখ্যক পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করছে। গত ২০২১-২২ সালে এই স্কলারশিপের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর ২০২২-২৩ আর্থিক বর্ষে বাজেট ৩০০ কোটি টাকা বাড়িয়ে ১৪০০ কোটি টাকা কয়রা হয়েছিল। আর এই বছর অর্থাৎ ২০২৩-২৪ আর্থিক বর্ষে বাজেট ১০০ কোটি টাকা বাড়িয়ে ১৫০০ কোটি টাকা করা হলো। এর ফলে আরও লাভবাণ হতে চলেছে পড়ুয়ারা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram