তোমরা অনেকেই হয়তো SSC GD (গ্রাউন্ড ডিউটি) পরীক্ষার ব্যাপারে শুনেছ; যার মাধ্যমে কেন্দ্র সরকারি বিভিন্ন বাহিনীতে যোগদান করা যায়। বর্তমানে এই পরীক্ষার জন্য ফরম ফিলাপও চলছে, কিন্তু অনেকেই এই পরীক্ষার জন্য কি কি যোগ্যতা লাগে, কোন কোন পদে নিয়োগ হয় এ সমস্ত বিষয়গুলো ঠিকমতো জানে না। আজকের এই প্রতিবেদনে তোমাদের SSC GD সম্পর্কিত যাবতীয় তথ্য জানবো, তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।
SSC GD Exam কি? কেন্দ্রীয় বাহিনী যোগদানের পরীক্ষা
SSC GD হলো Staff Selection Commission দ্বারা আয়োজিত General Duty Constable Examination; যার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে Constable পদে সংশ্লিষ্ট যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে।
কোন কোন কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ হয়?
SSC GD পরীক্ষার মাধ্যমে তোমরা যে যে কেন্দ্রীয় বাহিনীতে Constable (General Duty) হিসাবে যোগদানের সুযোগ পাবে সেগুলি হলো –
- Central Reserve Police Force (CRPF): সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স
- Central Industrial Security Force (CISF): সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স
- Sashastra Seema Bal (SSB): স্বরাষ্ট্র সীমা বল।
- National Investigation Agency (NIA)
- Border Security Force (BSF): বর্ডার সিকিউরিটি ফোর্স
- Rifleman (Assam Rifles): আসাম রাইফেল ম্যান
- Secretariat Security Force (SSF)
- Indo Tibetan Border Police (ITBP)।
তাই কেন্দ্রীয় বাহিনীতে যোগদান করার স্বপ্ন থাকলে এই পরীক্ষাটা তাদের কাছে স্বপ্নের হাতছানি।
SSC GD Eligibility: কি কি যোগ্যতা প্রয়োজন?
SSC GD এর যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে কিছু যোগ্যতা রাখা হয়েছে, যথা –
- SSC GD – তে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বরূপ সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।
- সংশ্লিষ্ট প্রার্থীদের বয়স 18-23 বছরের মধ্যে হতে হবে; তবে Reserved Category -এর জন্য কিছুটা পরিমান বয়সের ছাড় দেওয়া হয়েছে।
- সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
উচ্চতার অনুপাত হিসেবে ওজন সঠিক থাকতে হবে, তবে SC-ST জন্য বিশেষভাবে ছাড় রয়েছে –
পুরুষ প্রার্থীদের জন্য | মহিলা প্রার্থীদের জন্য |
Run: 24 মিনিটে 5 কিমি | Run: সাড়ে 8 মিনিটে 1.6 কিমি |
উচ্চতা: 170 cm | উচ্চতা: 157 cm |
আরো দেখবে: National Cadet Corps সরকারি চাকরিতে NCC সার্টিফিকেটের সুবিধা! লেটেস্ট তথ্য
SSC GD Exam Pattern: নিয়োগ পরীক্ষা কিভাবে হয়
প্রথম ধাপে নিয়োগের জন্য প্রতিবছরই ফর্ম ছাড়া হয়, স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে মাত্র ১০০ টাকার বিনিময়ে ফরম পূরণ এবং সমস্ত তথ্য এবং ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হয়। তারপর পরীক্ষার এডমিট এবং নির্দিষ্ট দিনে পরীক্ষা সেন্টারে অনলাইনে দিতে যেতে হয়।
SSC GD পরীক্ষা চারটি ধাপে হয়ে থাকে, যথা –
- Computer-Based Examination (CBE): এখানে কম্পিউটারের মাল্টিপিল চয়েস পরীক্ষা নেওয়া হয়।
- Physical Efficiency Test (PET): এখানে শারীরিক সক্ষমতা, দৌড়, হাই জাম্প, লং জাম্প থাকে।
- Physical Standard Test (PST): এক্ষেত্রে শারীরিক উচ্চতা ওজন মাপা হয়।
- Detailed Medical Examination (DME): সবচাইতে মেডিকেল পরীক্ষা হয় এবং মেডিকেল পরীক্ষায় পাস করলে তারপরেই যোগদান করতে পারবে।
ফর্ম ফিলাপ করুন: SSC GD Recruitment 2024: কেন্দ্রীয় ৩৯ হাজার BSF, CISF, CRPF নিয়োগ!
পরিশেষে SSC GD – সম্পর্কে লেখা আমার আজকের প্রতিবেদনটি আমি এখানেই শেষ করছি, আরো বিস্তারিতভাবে জানতে তোমারা Official Website: https://ssc.gov.in/ ভিজিট করতে পারো। আশা করি আজকের পোস্টটি থেকে উপকৃত হলে আজকের পোস্টটি অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »