National Cadet Corps সরকারি চাকরিতে NCC সার্টিফিকেটের সুবিধা! লেটেস্ট তথ্য দেখে নাও

NCC National Cadet Corps Full Details Bengali Eligibility Govt Job Advantages

প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে ভারতীয় জল, স্থল এবং নৌবাহিনীর প্রবল পরাক্রমের কারণে বিভিন্ন যুদ্ধেও জয়লাভ করেছে ভারত। দেশের যুবক যুবতীরাও যাতে দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে কম বয়সেই দেশের প্রতিরক্ষা বিষয়ক ট্রেনিং গ্রহণ কর, সেই কারণে বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছিল ভারত সরকার। গঠন করা হয়েছিল NCC বা ন্যাশনাল ক্যাডেট কর্পস। এই NCC কি? কিভাবে এর প্রশিক্ষণ দেওয়া হয়? প্রশিক্ষণপ্রাপ্তরা কোন কোন বিষয়ে বিশেষ সুবিধা পান সে সম্পর্কে বিস্তারিত তথ্য গুলিই আজ জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

NCC কি? National Cadet Corps (India)

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৫০ সালে গঠন করেন NCC। তার তত্ত্বাবধানেই তৈরি হয় এই প্রশিক্ষণের সিলেবাস। এর মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি নৌসেনা ও বায়ু সেনার প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও প্রশিক্ষণরত ক্যাডেটদের বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের শিক্ষা দেওয়া হয়।

মূলত স্কুল বা কলেজের পড়ুয়াদের NCC প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ দেওয়া হয়। তবে ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ ভাবেই ঐচ্ছিক। যদিও ১৯৬২ সালে ভারত চিন যুদ্ধের পর এই প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি বাধ্যতামূলক বলে ঘোষণা হয়েছিল।

পরবর্তীকালে ১৯৬৩ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বাধ্যতামূলক ভাবে এই প্রশিক্ষণ নিতে হত ভারতীয় ছাত্র ছাত্রীদের। পরে তা আবার ঐচ্ছিক করে দেওয়া হয়। বর্তমানে দেশের যুবক-যুবতীরা নিজের ইচ্ছা অনুসারে এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারেন।

কিভাবে NCC প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন?

মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ছাত্রছাত্রীরা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারে, অধিকাংশ কলেজে NCC ইউনিট থাকে। তবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে NCC প্রশিক্ষণের ব্যবস্থা না থাকলে আশেপাশের কোন কলেজ বা প্রতিষ্ঠানের ইউনিটেও ট্রেনিং নেওয়া যেতে পারে

এছাড়াও কাছাকাছি কোনও এনসিসি ইউনিটের কমান্ডিং অফিসারের কাছে আবেদন জানাতে হবে। স্কুলে পঠন পাঠন শেষ হলে কলেজ পড়ুয়ারাও এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। কলেজে এই প্রশিক্ষণ গ্রহণ করে ‘বি’ ও ‘সি’ সার্টিফিকেট পেতে পারেন পড়ুয়ারা।

NCC Training: Maie & Female Eligibility
NCC Training: Maie & Female

ট্রেনিং-এ কি কি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়?

NCC তে প্রশিক্ষণরতদের সেনাবাহিনীর মতোই ট্রেনিং দেওয়া হয়। ছোট অস্ত্রের ব্যবহার শেখানো, বিভিন্ন আবহাওয়া সহ্য করে লড়াই করা, যুদ্ধ বা শৃঙ্খলার পাঠ ইত্যাদি শেখানো হয় এনসিসি ট্রেনিং এ। এছাড়াও ট্রেনিং এর বিষয়বস্তু হিসেবে থাকে ট্রেকিং, প্যারাসেলিং, স্কুবা ডাইভিং, ক্যামেল সাফারি, পাহাড়ে চড়া ইত্যাদি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি।

অবশ্যই দেখবে: Indian Army Agniveer: অগ্নিবীর কি? যোগ্যতা কি লাগবে? সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ সমস্ত তথ্য

NCC Certificate: ‘B’ ও ‘C’ সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়?

NCC প্রশিক্ষণরতদের প্রশিক্ষণের সময় যদি ৭৫ শতাংশ হাজিরা (Attendence) থাকে এবং ১৮ মাস ট্রেনিং এর পর তারা যদি একটি বিশেষ পরীক্ষা দেন সে ক্ষেত্রে তারা ‘বি’ সার্টিফিকেট পেতে পারেন। এর জন্য মূলত ট্রেনিং ক্যাম্প বা প্রশিক্ষণ শিবিরে উপস্থিতি বাধ্যতামূলক। পূর্ববর্তী ‘এ’ সার্টিফিকেট (Certificate -A) থাকলে আবার ১০ নম্বর বোনাস পাওয়া যাবে।

‘সি’ সার্টিফিকেট পেতে গেলে প্রশিক্ষণগতদের অবশ্যই ‘বি’ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও ৩ বছর মেয়াদী কোর্স-এ অন্তত ৭৫% উপস্থিতি বাধ্যতামূলকভাবে থাকতে হবে। এছাড়াও তিন বছরে অন্তত একবার প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকতে হবে।

মূলত এনসিসির ৩টে উইং (3 Wings) হয়। সেগুলি হলো আর্মি, নেভি ও এয়ারফোর্স। এই প্রশিক্ষণে মূলত ৩ টে পরীক্ষা হয়। এ, বি, সি সার্টিফিকেটের জন্যই হয় এই পরীক্ষা। তবে এই সার্টিফিকেট গুলি পাওয়ার জন্য ক্যাম্প করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গ এবং সিকিম ডিরেক্টরেটের জনসংযোগ আধিকারিক ব্রিজ ভূষণ সিং এ প্রসঙ্গে জানিয়েছেন “ঠিক যেমন বোর্ডের বিজ্ঞান বিভাগের পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, তেমনই বি ও সি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ক্যাম্প করাটাও জরুরি“।

দেখে নাও: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ

NCC প্রশিক্ষণ কি কি সুবিধা দেওয়া হয়?

এনসিসি প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ছাত্রছাত্রীরা স্কলারশিপ এর সুবিধা পায়। অষ্টম, নবম ও দশম শ্রেণিতে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকলে স্কলারশিপ দেওয়া হয়। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ৬৫ শতাংশ, কলা বিভাগে ৫৫ শতাংশ ও বাণিজ্য বিভাগে ৬০ শতাংশ নম্বর পেলে স্কলারশিপ দেওয়া হয়।

এনসিসি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা বিভিন্ন চাকরির ক্ষেত্রেও বিশেষ সুবিধা পান। দেরাদুনে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ৬৪ টি আসন, চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ১০০ টি আসন সংরক্ষণ করা রয়েছে এনসিসি প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য। এছাড়াও ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমিতে প্রতি কোর্সে ৬ টি করে আসন থাকে এনসিসি জানা প্রার্থীদের জন্যএয়ার ফোর্স অ্যাকাডেমিতে প্রতি কোর্সে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকে এনসিসি ক্যাডেটদের জন্য।

মিস করো না: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা

এন সি সি সার্টিফিকেটে সরকারি চাকরি?

এনসিসি সার্টিফিকেট থাকলে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রেও অতিরিক্ত নম্বর পাওয়া যায়। পুলিশ বা প্যারামিলিটারি ফোর্সে চাকরির ক্ষেত্রেও প্রার্থীরা বোনাস নম্বর পেতে পারেন। অনেক ক্ষেত্রে বিশেষভাবে সংরক্ষণও দেওয়া হয়ে থাকে, ধরুন দশটি পদের মধ্যে দুটি এনসিসি থেকে নিয়োগ করার advantage পাবে।

অর্থাৎ ছাত্র বা ছাত্রী হিসেবে যদি ডিফেন্স বা পুলিশ সেক্টরে দেশের সেবা করার ইচ্ছা থাকে, অবশ্যই কলেজ চলাকালীন যদি সুযোগ থাকে এনসিসি ট্রেনিং (NCC Trainning) করা ভালো। এক্ষেত্রে যেমন প্রাথমিক অভিজ্ঞতা হবে তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা মিলবে।

এছাড়াও আরও সমস্ত কিছুর লেটেস্ট তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটও দেখে নেবে: https://indiancc.mygov.in/

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram