HS Semester Bengali New Syllabus: নতুন একাদশ শ্রেণী বাংলা আপডেটেড সিলেবাস WBCHSE! PDF সংগ্রহ করে নাও!


WBCHSE HS Semester Bengali New Syllabus 2024-2025: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেমিস্টার শেষ সেমে নতুন সিলেবাসে প্রথম ভাষা বাংলা অফিশিয়াল আপডেট সিলেবাস ফাইনালি আজকের পোস্টে তোমরা পেতে চলেছ! WBCHSE-অনেক আগেই সিলেবাস এবং প্রশ্ন কাঠামো দিয়ে থাকলো, ফাইনাল সিলেবাস প্রকাশ করেছে। পোস্টের শেষে তোমাদের সরাসরি পিডিএফ এর লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই সংগ্রহ করে নিয়ে প্রস্তুতি শুরু করে দিতে পারো

WBCHSE HS Bengali New Semester Syllabus 2024-25: উচ্চমাধ্যমিক নতুন বাংলা সিলেবাস!

নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে শুধুমাত্র ২০২৪-‘২৫ একাদশ এবং ২০২৫-‘২৬ দ্বাদশ শ্রেণীর সিলেবাস চেঞ্জ হচ্ছে অর্থাৎ যারা ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদের ও তাদের পরবর্তী বছরগুলিতে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরই সিলেবাস চেঞ্জ হচ্ছে ও সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে। তবে যারা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক দেবে অর্থাৎ যারা ২০২৪ সালে একাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে তাদের পড়াশোনায় কোন কিছু বদলাবে না।

HS Bangla New Syllabus: বাংলা বইয়ের নতুন সিলেবাস

তো বাংলা বই অর্থাৎ প্রথম ভাষা বইটির–

  • প্রথম সেমিষ্টারে রয়েছে একটি গল্প, দুইটি কবিতা, একটি প্রবন্ধ, একটি আন্তর্জাতিক গল্প ও একটি ভারতীয় কবিতা। এর মধ্যে আন্তর্জাতিক গল্পটি পুরনো সিলেবাসে ছিল
  • এবং দ্বিতীয় সিলেবাসে রয়েছে দুইটি গল্প, তিনটি কবিতা, একটি নাটক, তার সঙ্গে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক পাঠ। এর মধ্যে একটি গল্প ও একটি কবিতা পুরনো সিলেবাসে ছিল।

বাংলা সিলেবাস ও প্রশ্ন কাঠামো পিডিএফ ডাউনলোড (pdf)

নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার (1st Semester) ৪০ নম্বর (40 Marks) বহু বিকল্প ভিত্তিক (MCQ) প্রশ্নের পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টার ৪০ নম্বর (40 Marks) বড় প্রশ্ন বা বিশ্লেষণ ধর্মী প্রশ্ন (LAQ) এর পরীক্ষা হবে। এছাড়াও এর সাথে রয়েছে ২০ নম্বর (20 Marks) প্রজেক্ট (Project Work)।

 বাংলা পাঠ্যপুস্তক সিলেবাস ও প্রশ্ন কাঠামো পিডিএফ ডাউনলোড
(Bengali Language syllabus & question pattern pdf)
4 MB
PDF DOWNLOAD ✅️

এই সিলেবাস ভিত্তিক বই ও ই-বুক ইতিমধ্যে আমাদের তরফ থেকে পাবলিশ করা হয়েছে যেটা তোমরা বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারল তার লিংক তোমাদের নিচে দেওয়া রইল।

বাংলা বই PDF: WBCHSE Bengali Text Book PDF: নতুন একাদশ শ্রেণীর বাংলা বই! সবার আগে ডাউনলোড করে নাও!

তো যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো বাংলা পাঠ্যপুস্তকের সিলেবাস ও প্রশ্ন কাঠামো সম্বন্ধে জানতে পারোনি। তাদের উদ্দেশ্যে বলা যে তোমরা বাংলা পাঠ্য পুস্তকের (WB HS Bengali New Full Syllabus) সিলেবাস ডাউনলোড করে নাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram