রাজ্যে সকল মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। সম্প্রতি যোগ্যতার ভিত্তিতে কেন্দ্র সরকারের আধা-সেনা এবং কেন্দ্রীয় বাহিনী (Central Armed Forces) বিভাগের মোট আটটি কনস্টেবল পদ অর্থাৎ BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF এবং NCB পদে নিয়োগ দেওয়া হবে। রাজ্যের যেকোনো মহিলা বা পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারেন সেগুলি আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করছি।
SSC GD Recruitment 2024: কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
নিয়োগের পদ | SSC GD (Ground Duty) Constable |
রিক্রুটমেন্ট বোর্ড | স্টাফ সিলেকশন কমিশন |
মোট শূন্য পদ | পুরুষ ৩৫,৬১২ টি মহিলা ৩৮৬৯ টি |
মাসিক বেতনের পরিমাণ | ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা অব্দি |
শিক্ষাগত যোগ্যতা | নূন্যতম মাধ্যমিক পাশ |
আবেদন শুরুর তারিখ | 05.09.2024 (বর্তমানে চলছে) |
আবেদনের শেষ তারিখ | 14.10.2024 (১৪ ই অক্টোবর) |
পরীক্ষা সম্ভাব্য তারিখ | জানুয়ারি ফেব্রুয়ারি ২০২৫ |
Eligibility: আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা
- এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের নূন্যতম কোন সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে তবে এই পদে আবেদন করতে পারবেন। অবশ্য অনগ্রসর শ্রেণীর জন্য সর্বোচ্চ তিন বছর, তফশিলি জাতি এবং উপজাতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় (SC/ST) রয়েছে।
আবেদন চলছে: CISF Recruitment 2024: সিআইএসএফ ১১৩০ টি পদে সরাসরি নিয়োগ! লাস্ট ডেট, আবেদন ফিলাপ দেখে নিন
SSC GD Online Application Process 2024: আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে SSC-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সহ ফরম পূরণ করতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদনের লিংক নিচে দেওয়া রইল।
Documents Required: আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- প্রার্থীর জাতীয়তা পত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড।
- প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সরাসরি পোর্টালে লাইভ তুলতে হবে)।
- প্রারম্ভিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- জাতিগত সার্টিফিকেট যদি থাকে।
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
Application Fees: আবেদন মূল্য
সাধারণ শ্রেণী, EWS এবং ওবিসিদের জন্য নির্ধারিত আবেদন মূল্য ১০০ টাকা। তফসিলী জাতি এবং উপজাতি, এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।
অনলাইনে রেজিস্ট্রেশন এবং আবেদনের অফিশিয়াল ওয়েবসাইট | https://ssc.gov.in/ |
চাকরির নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি | Download PDF |
আরো দেখো: SSC CGL Top Post: সিজিএল পরীক্ষা দিয়ে 10-টি সেরা ও জনপ্রিয় পোস্ট সম্পর্কে জেনে নাও
প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ নেওয়া হবে। প্রস্তুতি সহ সমস্ত প্রকার আপডেটের জন্য EduTips-এ চোখ রাখুন। আমাদের সাথে যুক্ত থাকুন আমরা ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করছি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »