WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!

Westbengal Civil Service Exam WBCS Full Details in Bengali

WBCS – এর পুরো কথা হল West Bengal Civil Service, অনেক ছাত্রছাত্রীদের কাছে এই পরীক্ষা হল চাঁদে হাত দেওয়ার মত ব্যাপার আর হওয়াটাই স্বাভাবিক। কারণ এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে সরকারি আমলা, আধিকারিক হওয়ার সুযোগ পাওয়া যায়

   

আপনারা কমবেশি WBCS পরীক্ষার কথা তো নিশ্চয়ই শুনেছেন। কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে অনেকেই WBCS কি, এই পরীক্ষা দিয়ে কোন কোন পোস্ট পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো ঠিকঠাক জানেন না। তাদের কথা মাথায় রেখেই আজকের এই প্রতিবেদন। তাই কোন তথ্য Miss করতে না চাইলে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

WBCS পরীক্ষা কী? Westbengal Civil Service Exam Full Details

পশ্চিমবঙ্গ PSC (পাবলিক সার্ভিস কমিশন) দ্বারা পরিচালিত সবথেকে বড়ো পরীক্ষা হলো WBCS পরীক্ষা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সমস্ত উচ্চপদস্থ সরকারি আমলা, আধিকারিক এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই নিযুক্ত হয়ে থাকেন। তাই প্রতিবছরই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা WBCS পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং উচ্চপদস্থ সরকারি আমলা,আধিকারিক প্রভৃতি পদে যোগদান করে থাকে।

এই পরীক্ষা দিয়ে কোন কোন Post চাকরি পাওয়া যায়?

WBCS পরীক্ষা দিয়ে Group-A, B, C, D এই চারটি Group – এর বিভিন্ন Post – এ চাকরি পাওয়া যায়। উচ্চপদস্থ অফিসাররা গ্রুপ-A তে নিযুক্ত হন এবং তুলনামূলকভাবে নিম্নপদস্থ অফিসাররা ক্রমান্বয়ে Group -B, C, D তে নিযুক্ত হন।

WBCS Officer Departments:কি কি অফিসার হওয়া যায়?

WBCS -এ Group অনুযায়ী ভিন্ন ভিন্ন Post রয়েছে, যথা –

  • Group A: WBCS Group A Service -এর মধ্যে রয়েছে: WBCS এক্সিকিউটিভ, পশ্চিমবঙ্গ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স সার্ভিস, পশ্চিমবঙ্গ কমার্শিয়াল টেক্স সার্ভিস, পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস, পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস প্রভৃতি।
  • Group B: WBCS Group B Service – এ শুধুমাত্র “পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস”(WBPCS) এর আধিকারিকদের নিয়োগ করা হয়।
  • Group C: WBCS Group C Service -এর মধ্যে রয়েছে: জয়েন্ট ব্লক ডেভলপমেন্ট অফিসার, পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউমার অ্যাফেয়ার্স, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার প্রভৃতি।
  • Group D: WBCS Group D Service -এর মধ্যে রয়েছে: ইন্সপেক্টর অফ কো-অপারেটিভ সার্ভিস, রিহ্যাবিলিটেশন অফিসার, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার প্রভৃতি।

আরো দেখো: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা

WBCS officer eligibility: পরীক্ষায় বসার যোগ্যতা

WBCS পরীক্ষায় ভিন্ন ভিন্ন Post -এর জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। নিম্নে এগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হল –

  • শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): WBCS পরীক্ষায় বসার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট প্রার্থীকে যেকোনো শাখা/বিষয়ে নূন্যতম গ্রাজুয়েশন পাশ করতেই হবে, তবেই সেই প্রার্থী এই পরীক্ষায় বসার সুযোগ পান।
  • বয়সসীমা (Age Limits): WBCS পরীক্ষায় বসার জন্য প্রতিটি Group – এর জন্য আলাদা আলাদা Age Limit নির্দিষ্ট করা হয়েছে। Group-A এবং C এর Post – গুলির জন্য 21-36 বছর বয়স্ক প্রার্থীরা আবেদন করতে পারে। Group-B এর জন্য 20-36 বছর পর্যন্ত বয়সসীমা নির্দিষ্ট করা হয়েছে এবং Group-D এর Post গুলির জন্য 21-39 বছর পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীরা আবেদন করতে পারে। এক্ষেত্রে উল্লেখ্য, SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পান।
  • শারীরিক যোগ্যতা (Physical Fitness): Group-A,C এবং D এর Post – গুলির জন্য সেভাবে কোনো Physical Requirements চাওয়া না হলেও Group-B এর জন্য কিছু শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে। Group-B এর Post – এ আবেদন করার জন্য ছেলেদের ক্ষেত্রে নূন্যতম 165cm এবং মেয়েদের ক্ষেত্রে নূন্যতম 150cm উচ্চতার কথা বলা হয়েছে।

আরো জানো: UPSC CDS (Combined Defense Services) ভারতীয় আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার! পরীক্ষা, যোগ্যতা, বিস্তারিত তথ্য

আবেদন পদ্ধতি (Application Process Overview)

এটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট হল- https://psc.wb.gov.in/; এই ওয়েবসাইট থেকেই WBCS পরীক্ষার ফর্ম ফিলাপ করা যায়। পরবর্তী পোস্ট আমরা পরীক্ষার প্যাটার্নসহ সিলেবাস নিয়ে আলোচনা করব যেখানে তিনটি ধাপের মাধ্যমে (প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ) ছাত্র-ছাত্রীদেরকে উত্তীর্ণ হতে হয়, তবেই যোগ্য বলে বিবেচিত হয়।

অবশেষে, WBCS পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে – লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। যদি আপনার হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram