WB ANM-GNM Cut Off Rank 2024: কত র‍্যাঙ্ক থাকলে জিএনএম নার্সিং ভর্তি হওয়া যাবে? দেখে নাও

WB ANM GNM Cut Off Rank for Govt College Admission

পশ্চিমবঙ্গে এএনএম ও জিএনএম (WB ANM GNM Nursing Admission) কোর্সে ভর্তির জন্য প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 2024 সালের পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে প্রচুর উৎসুকতা দেখা যাচ্ছে। এই পোস্টে আমরা 2024 সালের ANM-GNM নার্সিং পরীক্ষার কাউন্সেলিং কাটঅফ মার্কস – কত হতে পারে? SC/ST/OBC বা EWS থাকলে কত র‍্যাঙ্ক পর্যন্ত ভর্তি হতে পারবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।

WB ANM-GNM Cut Off 2024: কাউন্সিলিং সংক্রান্ত আপডেট

সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশের পরপরই কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করা হয়। তবে এই বছর পুজোর ছুটির কারণে কাউন্সেলিংয়ের তারিখ কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে অবশ্যই কাউন্সেলিংয়ে অংশগ্রহণের জন্য কাগজপত্র গুলো সংগ্রহ করে রাখবে:

  • ক্যাটাগরি সার্টিফিকেট: ওবিসি ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য এনসিএল (Non Creamy Layer) সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। যাদের এনসিএল সার্টিফিকেট নেই, তারা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
  • ডমিসাইল সার্টিফিকেট: প্রফোর্মা ওয়ান বা টু যে কোনও একটি ডমিসাইল সার্টিফিকেট থাকতে হবে।
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট: সাধারণত ভেরিফিকেশনের সময় এই সার্টিফিকেট প্রয়োজন হয়।

এছাড়াও Rank কার্ড, উচ্চমাধ্যমিকের মার্কশীট আধার কার্ড এবং অন্যান্য যাবতীয় ডকুমেন্ট কাউন্সিলিংয়ের সময় লাগবে সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত পরবর্তী আপডেট দেব।

অবশ্যই দেখো: OBC NCL Certificate: কিভাবে বানাবেন? কি কি লাগবে? সমস্ত তথ্য সহ আবেদন পদ্ধতি

ANM-GNM Cut off Rank 2024 (জি নএম নার্সিং কাট অফ ২০২৪)

2024 সালে কাটঅফ মার্কস কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ওবিসি ক্যাটাগরিতে কাটঅফ মার্কস অনেকটা বাড়তে পারে। ২০২৩ সালের কাট অফ তার পাশাপাশি নিচের টেবিলে ক্যাটাগরি ওয়াইজ 2024 সালের আনুমানিক কাটঅফ মার্কস উল্লেখ করা হয়েছে

2024 সালের আনুমানিক কাটঅফ Rank Gen/SC/ST/OBC/EWS

একটা ভালো সরকারি মেডিকেল কলেজে নার্সিং পড়ার জন্য, পশ্চিমবঙ্গ জয়েন্ট ANM-GNM পরীক্ষা ২০২৪ অবশ্যই একটা ভাল রাঙ্ক দরকার। আমাদের নিজস্ব রিসার্চ এর ভিত্তিতে একটা আনুমানিক তথ্য তোমাদের সামনে তুলে ধরা হলো –

ক্যাটাগোরিকোর্স2023 Cut-offExpected 2024 Cut-off
General (সাধারণ)ANM10551000-1250
GNM37663500-5000
OBC-A (ওবিসি এ)ANM12521750
GNM48706000-7000
OBC-B (অন্যান্য অনগ্রসর শ্রেণী)ANM13051390
GNM3600-3680
SC (তপশিলি জাতি)ANM26572700
GNM65076500
ST (তপশিলি উপজাতি)ANM1475415000
GNM2034518000
EWS (অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি)ANM47084300
GNM90099000

কাউন্সিলিং প্রক্রিয়াতে সকলেই অংশগ্রহণ করবে, ওপরের তথ্য একটা আনুমানিক, এবং পুরোপুরি কাউন্সেলিং এর পরেই জানা যাবে। 2024 সালের এএনএম ও জিএনএম কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

WBJEE ANM-GNM অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্যwbjeeb.in/anm-gnm
Rank কার্ড রেজাল্ট ডাউনলোড সরাসরি লিংকClick Here

দেখে নিন: EWS Certificate: জেনারেলদের জন্য সুযোগ, কি কি কাগজ লাগবে? সুবিধা পেতে অনলাইনে

কাউন্সেলিংয়ের সময় সকল নথিপত্র সঠিকভাবে এবং কাউন্সেলিং প্রক্রিয়া পরবর্তী সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram