Oasis Scholarship Application Update: ওয়েসিস স্কলারশিপ নিয়ে বিরাট খবর! সমস্যার সমাধান হলো ছাত্র-ছাত্রীদের

OASIS Scholarship Application Withdrawal New Update 2024

Oasis Scholarship Fresh and Renewal Application Update 2024: যে সকল ছাত্র-ছাত্রী ওয়ে শেষ স্কলারশিপের নতুন আবেদন করবে বা অলরেডি আবেদন করে ফেলেছ তোমাদের জন্য রয়েছে খুশির খবর। যে সকল ছাত্রছাত্রীরা এই বছর এই স্কলারশিপে আবেদন করে ফেলেছ বা করবে পরবর্তী সময়ে, তোমাদের জন্য ওয়েসিস স্কলারশিপের পোর্টালে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে। ওয়েসিস স্কলারশিপের পোর্টালে ভিজিট করলে প্রথমেই দেখতে পাবে এই নোটিশ, নতুন নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

   

ওয়েসিস স্কলারশিপের নতুন আপডেট (OASIS Scholarship New Update) Application Withdrawal

বৃত্তির নামওয়েসিস স্কলারশিপ
যোগ্য পড়ুয়াপশ্চিমবঙ্গের SC/ST/OBC ছাত্রছাত্রীরা
নতুন আপডেটরিনিউয়াল আবেদন ডিলিট এবং নতুন আবেদন করা (Application Withdrawal)
হেল্পলাইন নম্বর+91-8420023311

যে সকল ছাত্রছাত্রী ওয়েসিস স্কলারশিপে রেনুয়াল আবেদন করবে তারা চাইলে তাদের স্কলারশিপের বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ছাত্র-ছাত্রী ব্যাংকের তথ্য পরিবর্তন করে সেক্ষেত্রে পুরনো ব্যাংকের তথ্য থাকলে ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা থেকে বঞ্চিত হতে পারে তাই ছাত্রছাত্রীরা নতুন করে নতুন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে পারে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা তাইলে আবেদনের বিভিন্ন তথ্য পরিবর্তন করতে পারে।

এই পরিবর্তন করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে, এবং তারপর আবেদনপত্রটি withdrawal করতে হবেএরপর ছাত্র-ছাত্রীরা আবেদন পত্রটি তুলে নিয়ে আবার নতুন করে ফ্রেস এপ্লিকেশনের মতো করে আবেদন করতে পারবে।

মিস করবেন না » ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

আবেদনের লাস্ট ডেট (Last Date)

স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট সম্পর্কে অফিসিয়ালি ভাবে কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু অনুমান করা যায় আগামী জানুয়ারি মাস পর্যন্ত এ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলতে পারে।

স্কলারশিপের টাকা কবে পাবে? (Scholarship Disbursement)

যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে অলরেডি আবেদন করে ফেলেছে তারা এই স্কলারশিপ থেকে কবে টাকা পাবে এ নিয়ে অনেক ছাত্র ছাত্রীর চিন্তিত রয়েছে। এক্ষেত্রে বলে রাখি প্রতিবছর এই স্কলারশিপের টাকা ছাত্র-ছাত্রীদের জানুয়ারি মাসের শেষ নাগাদ থেকে দেওয়া শুরু হয়। তাই এবারেও জানুয়ারি মাস থেকে এই স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে

যে সকল ছাত্র-ছাত্রী ওয়েসিস স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে চাও এবং এই স্কলারশিপে নতুন আবেদন করতে চাও তাদের জন্য ওয়েসিস স্কলারশিপে আবেদন করার ডাইরেক্ট লিংক হল » Apply Oasis Scholarship

ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট » https://oasis.gov.in/

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram