Madhyamik Life Science Suggestion 2024: মাধ্যমিক জীবন বিজ্ঞান কোন বড় প্রশ্ন আসবে? চিত্র অংকন ৫ নম্বর পাবে

Madhyamik Life Science Suggestion 2024 WBBSE Westbengal

Westbengal Madhyamik Life Science Last Minute Suggestion 2024: প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের আশা করি পরীক্ষা খুব ভালো যাচ্ছে। তোমাদের জন্য জীবন বিজ্ঞানের সাজেশন এবং নোটস আগেই দেওয়া হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও যেহেতু কাল পরীক্ষা, পরীক্ষার আগের দিনে যে বিষয়গুলোকে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে তার সঙ্গে আর চিত্র অঙ্কন এবং বড় প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সেগুলি তোমাদের মনে করিয়ে দেব। আজকের প্রতিবেদনে কিছু টিপস দেব তো প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

   

মাধ্যমিক জীবন বিজ্ঞান শেষ মিনিটের সাজেশন ২০২৪

জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছোট বা শর্ট প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য তোমাদেরকে চ্যাপ্টারগুলো ভালো করে না পড়া থাকলে করতে পারবে না! তাই সমস্ত চ্যাপ্টার গুলো একবার রিভিশন বা যে শর্ট নোট দেওয়া রয়েছে সেগুলো দেখে নিও শর্ট প্রশ্নের জন্য।

বড় প্রশ্ন: জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বড় প্রশ্নর অনেকটাই বড় ভূমিকা পালন করে, সেক্ষেত্রে বংশগতি, অভিব্যক্তি ও অভিযোজন থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে উত্তর লিখলে ভালো নম্বর আসা করতেই পারো।

  • চেকারবোর্ডের অংক পড়লে সেক্ষেত্রে ভালো করে স্কেল দিয়ে ছক টেনে করবে
  • ধরো উটের মরু অভিযোজন বা এরকম ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে পয়েন্ট করে ভালো করে লিখবে
  • যে ক্ষেত্রে বড় প্রশ্নের তোমরা ছবি আঁকতে পারবে সেক্ষেত্রে পাশে ছক টেনে পেন্সিল দিয়ে ছবি এঁকে অবশ্যই মার্কিং করে দিও। ছবি আঁকতে না বলা থাকলেও তোমরা ছবি আঁকলে বাড়তি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে।

চিত্র অঙ্কন কোনটা আসবেই! (Madhyamik Diagram Suggestion)

তোমাদেরকে আগে থেকেই চিত্র অংকনের সাজেশন দেওয়া ছিলই, তার মধ্যে থেকেও বেশি করে প্রতিবর্ত চাপ এবং সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিটা বেশি গুরুত্ব দিয়ে করে যাবে

  • ইউক্যারিটিক ক্রোমোজোম **
  • আদর্শ নিউরোন **
  • প্রতিবর্ত চাপ ***
  • সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি ***

মাধ্যমিক Life Science সম্পূর্ণ সাজেশন PDF ডাউনলোড

WBBSE Life Science Suggestion | মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সাজেশনCollect PDF

এই ছিল তোমাদের শেষ মুহূর্তের জন্য কিছু টিপস এবং সাজেশন বিস্তারিত অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্যাটার্নসহ সাজেশন ইতিমধ্যেই তোমাদের লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখান থেকে পিডিএফ সংগ্রহ করে নিয়ে নোটস এবং সাজেশন গুলো অনুশীলন করে নিতে পারো। অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা রইল পরবর্তী জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Skip Ads »

Join Group

Telegram