WB Gram Panchayat Syllabus 2024: গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের শিক্ষাগত যোগ‍্যতা, সিলেবাস ও বেতন দেখে নিন!

WB Gram Panchayat Syllabus 2024 Exam Details Salary

সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দফতর। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্ৰুপ- ডি সহ বিভিন্ন ক্ষেত্রে শূন‍্যপদে নিয়োগের নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তবে উল্লিখিত পদে আবেদন করার জন‍্য লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশিত হল। সিলেবাসের বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হল।

   

WB Gram Panchayat Syllabus 2024: পঞ্চায়েতের বিভিন্ন পদে নিয়োগের বিস্তারিত তথ্য

প্রধান যে পদ গুলি বিজ্ঞপ্তি বেরিয়েছে সে নিয়োগের পদ সম্পর্কে বিস্তারিত কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সে পরীক্ষার প্রশ্নের নম্বর বিভাজন তার সঙ্গে কোন বিষয়ের উপর কত নম্বরের পরীক্ষা এবং মাসিক বেতনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল –

Panchayat Karmee: গ্রাম পঞ্চায়েত কর্মী

প্রার্থীর যোগ‍্যতা: অষ্টম শ্রেণী পাসে সকল প্রার্থী আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং পাশা প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • ইংরেজি – ১০ নম্বর
  • বাংলা – ১৩ নম্বর
  • গণিত – ১০ নম্বর
  • সাধারণ জ্ঞান – ১০ নম্বর
  • ইন্টারভিউ – ১৫ নম্বর

এই পদে যোগ‍্য কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত ধার্য করা হবে।

Nirman Sahayak: নির্মান সহায়ক কর্মী

প্রার্থীর যোগ‍্যতা: প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা রাখতে পারেন, অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারেন। পাশাপাশি আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং পাশা প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • ইঞ্জিনিয়ারিং (সিভিল) – ৬৫ নম্বর
  • ইংরেজি – ১৩ নম্বর
  • সাধারণ জ্ঞান – ৭ নম্বর
  • ইন্টারভিউ – ১৫ নম্বর

এই পদে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রার্থীর বেতন মাস প্রতি ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত ধার্য করা হবে।

বিস্তারিত জেনে নিন » WB Nirman Sahayak Recruitment 2024: পঞ্চায়েতে নির্মাণ সহায়কে আবেদন শুরু! যোগ্যতা, বেতন জেনে নিন

Gram Sahayak: গ্রাম সহায়ক কর্মী

প্রার্থীর যোগ‍্যতা – স্বীকৃত বোর্ড থেকে মাধ‍্যমিক বা সমতুল‍্য শ্রেণী পাসে সকল প্রার্থী আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • ইংরেজি – ২৫ নম্বর
  • বাংলা – ২৫ নম্বর
  • গণিত – ২৫ নম্বর
  • সাধারণ জ্ঞান – ১০ নম্বর
  • ইন্টারভিউ – ১৫ নম্বর

এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রার্থী প্রতিমাসে বেতন হিসেবে ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত পাবেন।

আরো নিয়োগ » Kolkata Police Recruitment 2024: কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ! কারা যোগ্য? এইভাবে আবেদন করুন

Secretary: গ্রাম সচিব কর্মী

প্রার্থীর যোগ‍্যতা – প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ‍্যমিক বা সমতুল‍্য শ্রেণী পাস করে রাখতে হবে এবং প্রার্থীকে কোন স্বীকৃত সংস্থা থেকে ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • ইংরেজি – ২৫ নম্বর
  • বাংলা – ২৫ নম্বর
  • গণিত – ২৫ নম্বর
  • সাধারণ জ্ঞান – ১০ নম্বর
  • ইন্টারভিউ – ১৫ নম্বর

এই পদে কর্মীরা মাসিক বেতন হিসেবে সর্বোচ্চ ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত পাবেন।

Executive Assistant: নির্বাহী সহকারি কর্মী

প্রার্থীর যোগ‍্যতা – প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক স্তরে পাস করে রাখতে হবে এবং প্রার্থীকে কোন স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার এ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সাইন্সের ডিপ্লোমা কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • ইংরেজি – ২৫ নম্বর
  • বাংলা – ২৫ নম্বর
  • গণিত – ২৫ নম্বর
  • সাধারণ জ্ঞান – ১০ নম্বর
  • ইন্টারভিউ – ১৫ নম্বর

এই পদে স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রার্থীরা ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা অবধি মাসিক বেতন পাবেন।

বিজ্ঞপ্তি ডাউনলোড » WB Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন‍্যপদে নিয়োগ! যোগ্যতা, আবেদন শুরু, নোটিশ PDF

আশা করি তথ্যগুলো জানা থাকলে কোন পদের জন্য তোমার চাকরি সেরা হবে, তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তির উপর ইতি মধ্যেই একটি পোস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এবং সেখান থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত পদ সম্পর্কে জানতে পারো। কিভাবে ফরম ফিলাপ করতে হবে নতুন ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে তার ওপর খুব তাড়াতাড়ি আপডেট আসতে চলেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram