RRB Technician Requirement: ভারতীয় রেলে ৯,১৪৪ শূন‍্যপদে টেকনিশিয়ান নিয়োগ! সরাসরি আবেদন করুন।

RRB Technician Requirement 2024

RRB Technician Requirement 2024 for 9144 vacancies: ফের রাজ‍্যজুড়ে সকল চাকরিপ্রার্থীদের জন‍্য সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে সম্প্রতি বিভিন্ন জেলায় নয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের জুড়ে সব জেলার ইচ্ছুক পুরুষ বা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ‍্যতা সহ বিভিন্ন মানদন্ড নিচে বিস্তারিত আলোচনা করা হল।

   

কোন পদে নিয়োগ করা হবে

ভারতীয় রেলের তরফ থেকে Technician Grade 1 & Grade 3 মূলত এই দুটি পদেই ইচ্ছুক প্রার্থী নিয়োগ করা হবে।

মোট শূন‍্যপদ

সব মিলিয়ে মোট ৯১৪৪ টি শূন‍্যপদের ভিত্তিতে ভারতীয় রেলে Technician Grade 1 & Grade 3 প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ‍্যতা

দুটি ভিন্ন পদের জন‍্য মূলত দুটি ভিন্ন রকমের যোগ‍্যতা প্রয়োজন হবে।

  • Technician grade 1: এই পদের জন‍্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞান বিষয়ের যেকোন বিভাগে স্নাতক করতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগে নূন‍্যতম ডিপ্লোমা বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই এই পদের জন‍্য আবেদন করা যাবে।
  • Technician grade 3: এই পদের জন‍্য ইচ্ছুক প্রার্থীদের নূন‍্যতম মাধ‍্যমিক পাসের পর কোন বিভাগে ITI র ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে।

মাসিক বেতন

Grade 1 technician পদের জন‍্য প্রার্থীর মাসিক বেতন হবে ২৯,২০০/- অন‍্যদিকে Grade 3 technician পদে আবেদনের জন‍্য প্রার্থীর মাসিক বেতন হবে ১৯,৯০০/- টাকা।

প্রার্থীর বয়সসীমা

এই পদে আবেদনের জন‍্য ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৬ বছরের মধ‍্যে ধার্য করা হয়েছে। পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন‍্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় আছে।

অবশ্যই পড়ুন » WBP Constable Requirement: রাজ‍্য জুড়ে ১১,০০০ শূন‍্যপদে কনস্টেবল নিয়োগ! প্রয়োজনীয় যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস জেনে নিন।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মাধ‍্যমেই আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে প্রার্থীকে ভারতীয় রেল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথৃ দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে আপনাকে রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এর এই আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে প্রবেশ করবেন এবং সকল দরকারী তথ‍্য সাবধানতার সঙ্গে ফিলাপ করবেন। প্রয়োজনীয় নথিগুলি স্ক‍্যান করে আবেদন ফি জমা করে আবেদন সম্পূর্ণ করবেন।

আবেদন ফি

সংরক্ষণ শ্রেণী, মহিলা ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন‍্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা ধার্য করা হয়েছে। অন‍্যান‍্য অসংরক্ষিত শ্রেণীর জন‍্য আবেদন বাবদ মূল‍্য ৫০০ টাকা রাখা হয়েছে।

পরীক্ষার সিলেবাস

এবার দেখে নেওয়া যাক ভারতীয় রেলে যে দুটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে সেই পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস। পরীক্ষার্থীদের সুবিধার্থে দুটি বিভাগের সিলেবাস দেওয়া হল।

Grad 1 technician

বিষয়মোট নম্বর
সাধারন জ্ঞান১০
সাধারন বুদ্ধিমত্তা১৫
কম্পিউটারের সাধারন জ্ঞান২০
অঙ্ক২০
ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রশ্নপত্র৩৫
মোট১০০

Grade 3 technician

বিষয়মোট নম্বর
অঙ্ক২৫
সাধারন বুদ্ধিমত্তা২৫
সাধারন বিজ্ঞান৪০
সাধারন জ্ঞান১০
মোট১০০

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন » Download Notification

অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন » Apply Now

মিস করবেন না! PSC Requirement: রাজ্যের সরকারি চাকরিতে নিয়োগের নতুন আশা! হাই কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন চাকরি প্রার্থীরা

আবেদনের শেষ তারিখ

ইচ্ছুক প্রার্থীরা ৮ ই এপ্রিলের মধ‍্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram