Madhyamik Result 2024: এপ্রিল মাসে নাকি মে মাসে? কবে বেরোবে মাধ‍্যমিকের ফলাফল!

Madhyamik Result Date

Madhyamik Result Date 2024: ভোটের আবহেই ফের সকল মাধ‍্যমিক পরীক্ষার্থীদের জন‍্য দারুন আপডেট। ভোট শেষ হতে না হতেই কাউন্টডাউন শুরু হতে চলেছে মাধ‍্যমিকের ফলাফলের। সম্ভবত এপ্রিলের শেষে বা মে এর প্রথম সপ্তাহেই ফলাফল প্রকাশ হতে পারে।

   

প্রসঙ্গত চলতি বছরের মাধ‍্যমিক পরীক্ষা শেষ হয়েছে ১২ ই ফেব্রুয়ারি। আর তার পর থেকে মাধ‍্যমিকের ফলাফলের ঘোষনার আশায় কাউন্টডাউন করছেন ছাত্রছাত্রীরা।তবে সম্ভবত এপ্রিলের শেষে বা মে এর প্রথম দিকেই ফলাফল প্রকাশিত হবে। আর এপ্রিলে ফলাফল প্রকাশ হওয়া কোন অসম্ভব কিছু নয়। কেননা পরীক্ষা হওয়ার দুমাস এর মাথায় সাধারনত ফলাফল বেরোয়। আর সেই দিক থেকে কাউন্ট করলে এইরকম সময়তেই ফলাফল বেরোনোর আশা করছেন শিক্ষক মহল। যদিও এ প্রসঙ্খে মাধ‍্যমিক শিক্ষা পর্ষদ কোন মুখ খোলেনি।

সম্ভাব‍্য ফলাফল প্রকাশের তারিখ

তবে আগামি লোকসভা ভোটের সময় সম্ভবত ৬ ই মে, ৮ ই মে বা ১১ ই মে এর মধ‍্যেই মাধ‍্যমিকের রেজাল্ট আউটের গোল্ডেন আওয়ার বলে মনে করা হচ্ছে। কেননা ২৬ শে এপ্রিল লোকসভার প্রথম দফার ভোট থাকছে, ৬ ই মে থাকছে দ্বিতীয় দফার ভোট ও ১৩ ই মে থাকছে তৃতীয় দফার ভোট। তবে বিষয়টি পুরোটাই কল্পনা জল্পনায় আছে।

মিস করবেন না! Madhyamik Result 2024 Online Marks: মাধ‍্যমিকের নম্বর জমা অনলাইনে! সুবিধা হবে ছাত্র-ছাত্রীদের, দেখে নিন

প্রসঙ্গত লোকসভা ভোটের দরুন চলতি বছরেই আগেভাগেই মাধ‍্যমিক পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ ২ রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি। আর তার পাশাপাশি অনলাইন মাধ‍্যমে পরীক্ষার নম্বর জমা দিতেও বিলম্ব হওয়ার কথা নয়। তবে যদি বিগত বছরের কথাই ধরে নেওয়া হয় পরীক্ষা শেষের ৭৫ দিনের মধ‍্যে ফলপ্রকাশ হয়। আর চলতি বছরে সেই কাউন্টডাউন করলে মে মাসেই সম্ভবত ফলাফল প্রকাশের সম্ভাবনা দেখা যাচ্ছে।

২০১৯ সালে কবে ফলাফল প্রকাশিত হয়েছিল?

উল্লেখ‍্য, পূর্ববর্তী লোকসভা ভোটের সময় অর্থাৎ ২০১৯ সালে ১২ ই ফেব্রুয়ারি মাধ‍্যমিক পরীক্ষা শুরু হয় ও শেষ হয় ২২ শে ফেব্রুয়ারি। আর সেই বছরে ১১ ই এপ্রিল থেকে শুরু করে ১৯ শে মে অবধি ভোটগ্রহন পর্ব চলেছে। আর ভোটগননার দিন অর্থাৎ ২৩ শে মে প্রকাশিত হয়েছিল মাধ‍্যমিকের ফলাফল, ৮৮ দিনের মাথায় প্রকাশ করা হয়েছে। তবে চলতি বছরে বিলম্বের সম্ভাবনা একান্তই কম কেননা অনলাইন ব‍্যবহারের ফলে সম্পূর্ণ বিষয়টিই দ্রুততর গতিতে মূল‍্যায়ন চলছে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbbse.wb.gov.in/

অবশ্যই পড়ুন » Madhyamik 2024 Gift: প্রত্যেক মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য উপহার ঘোষণা! কবে পাবে? অবশ্যই দেখে নাও

এই বছরে লোকসভা ভোটের সূচনায় মোট সাতটি দফায় বিভিন্ন অঞ্চল থেকে ভোট গ্রহন করা হবে। আর এই দফাগুলির তারিখ মোটামুটি এপ্রিলের মাঝের থেকে শুরু করে মে এর মাঝের অবধি তারিখ দেওয়া আছে। অবশ্যই জ্ঞানত এই তারিখগুলির মধ‍্যে ফলাফল প্রকাশ করবে না মাধ‍্যমিক শিক্ষা পর্ষদ, এমনকি ভোটগ্রহনের আগের দিনেও ফলপ্রকাশের কোন সম্ভাবনা থাকছে না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Skip Ads »

Join Group

Telegram