WB Class 11 Admission 2024: মাধ্যমিকের পর একাদশ শ্রেণী ভর্তি! অন্য স্কুলে কিভাবে? নিয়ম দেখে নাও

WB Class 11 Admission 2024 WBCHSE Process

WBCHSE Westbengal Class Xi Admission 2024, Full Guide: যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তারা একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া নিয়ে চিন্তিত রয়েছে।‌ তাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কিভাবে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হবে (WB 11th Admission 2024) এবং অন্য স্কুলে ভর্তি হওয়ার প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

   

মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি: West Bengal Class 11 Admission Process

Class 11 Admission West Bengal Board: মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের কাছে স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা এবং এই পরীক্ষারই পঞ্চম থেকে নবম শ্রেণী ধাঁচেই হয়ে থাকে। কিন্তু উচ্চমাধ্যমিক স্তরে বিষয় নির্বাচন থেকে শুরু করে সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন ও পরীক্ষা পদ্ধতি সবই ভিন্ন।

WB Class 11 Admission Last Date 2024

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (west bengal board of higher secondary education) সেমিস্টার সুচির বিজ্ঞপ্তি অনুযায়ী একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া ৩০শে জুন তারিখের মধ্যে স্কুলগুলিকে সম্পন্ন করতে হবে।

নিজের স্কুলে ভর্তি প্রক্রিয়া (Stay in Same School)

যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকের পর নিজেদের স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাইছে তাদের চিন্তা করার কোন বিষয় নেই। কারণ ছাত্র-ছাত্রীরা ওই স্কুলে অনেকদিন আগে থেকেই পড়ে আসছে তাই স্কুল যদি whatsapp গ্রুপ বা নোটিশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া, ভর্তির তারিখ ও কি কি ডকুমেন্টস প্রয়োজন জানিয়ে থাকে তাহলে ছাত্রছাত্রীরা খুব সহজে জেনে নিতে পারবে।

দেখে নাও: HS Subject Set Science, Arts, Commerce: সাবজেক্ট লিস্ট! কারা কোনটা নিতে পারবে?

অন্য স্কুলে ভর্তি প্রক্রিয়া (New School Admission)

যেসকল ছাত্র-ছাত্রী মাধ্যমিকের পর অন্য স্কুলে ভর্তি হতে চাইছে তাদের অবশ্যই তারা যে স্কুলে ভর্তি হতে চাইছে সেই স্কুলের একাদশ শ্রেণীতে ভর্তির নোটিশ সম্পর্কে অবগত থাকতে হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যে স্কুলে ভর্তি হতে চাইছে সেই স্কুলের সোশ্যাল মিডিয়া পেজ যেমন:- ফেসবুক পেজ বা সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে সেই স্কুলে ভর্তি প্রক্রিয়া, ভর্তির তারিখ সমস্ত কিছু জেনে নিতে পারবে। এরপরেও যদি ছাত্র-ছাত্রীরা সেই স্কুলের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ বিষয় জানতে না পারে তাহলে অবশ্যই সেই স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে নিতে হবে।

জেনে নাও: HS 1st Sem. Class: কবে শুরু একাদশের প্রথম সেমিস্টারের ক্লাস? জানাল সংসদ

মাধ্যমিকের পর একটি স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রীদের পুরনো স্কুল থেকে Transfer Certificate সংগ্রহ করে যে স্কুলে ভর্তি হতে চাইছে সেই স্কুলে এই সার্টিফিকেটটি জমা করতে হবে কারণ এই সার্টিফিকেটের মধ্যে পড়ুয়ার বাংলা শিক্ষা আইডিত থেকে থাকে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram