Madhyamik Physical Science Question Paper 2024: মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ (সম্পূর্ণ উত্তর সহ), pdf সংগ্রহ করে নাও!

Madhyamik Physical Science Question Paper 2024

WBBSE Madhyamik Physical Science Question Paper 2024 PDF:২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার শুরু হয়েছে বিগত ২ই ফেব্রুয়ারি থেকে। আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন, আজ ১০ই ফেব্রুয়ারি শনিবার মাধ্যমিক পরীক্ষার বিষয়ে হল ভৌত বিজ্ঞান। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মাধ্যমিক পরীক্ষার অন্তিম বিষয়ের সম্পূর্ণ সমাধান ও প্রশ্নপত্রের পিডিএফ নিচে দেওয়া হয়েছে।

   

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন ২০২৪ (Madhyamik Physical Science Question Paper 2024)

২০২৪ সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষায় যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলি ২০২৫ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এনালাইস করে ২০২৫ সালের পরীক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন পত্রের পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০২৪ সম্পূর্ণ উত্তরসমূহ

মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০২৪ সালের প্রশ্নপত্রের ছোট প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে। তাই সেগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নাও এবং বড় প্রশ্ন গুলোর উত্তর তোমরা নিজেরা বই থেকে দেখে নিতে পারো।

১।a 2. c 3. c 4. c 5. a 6. a 7. b 8. b 9. b 10. a 11. c 12. d 13. d 14. c 15. c

২।

  1. Cl + O3 -> ClO ; ClO + O3 -> Cl + 2O2
  2. মেসোস্ফিয়ার অথবা এক্সেস্ফিয়ার
  3. সমপরাবৃত্ত
  4. স্থির চাপে কোন গ্যাসের ঘনত্ব তার পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক
  5. 24 × 10^(-6) K^(-1) অথবা চার্লসের সূত্র
  6. কমবে
  7. 2f এর থেকে অধিক দূরত্বে
  8. 3 ওহম
  9. ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম
  10. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন
  11. ১) –> b | ২) –> d | ৩) –> Cs | ৪) –> c
  12. জলে
  13. অ্যানোড
  14. তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে
  15. ইউরিয়া ( CH2CONH2)
  16. ইউরিয়া
  17. CH3CH2OH ও CH3OCH3
  18. CH3CH2CH2CH3

মাধ্যমিক পরীক্ষার পর অবশ্যই দেখবে» WB Govt Training for NEET/WBJEE: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ 1 MB
Download Now
Madhyamik Pariksha 2024 Physical Science Question Paper

আরো দেখো» Taruner Swapna Free Tab: এবার একাদশ শ্রেণীতে দেওয়া হবে ট্যাবের ১০,০০০ টাকা! কবে থেকে দেখে নিন?

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা

পরীক্ষা পরবর্তী সমস্ত প্রকার ক্যারিয়ার গাইড থেকে স্কলারশিপ এবং ভর্তির সমস্ত রকম সুযোগ-সুবিধা আমরা তোমাদের কাছে একদম বিনামূল্যে পৌঁছে দেব। তোমরা যেকোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ক্যারিয়ার গাইডেন্স এমনকি আমরাও তোমাদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছি।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram