Madhyamik Result 2024 Online Marks: মাধ‍্যমিকের নম্বর জমা অনলাইনে! সুবিধা হবে ছাত্র-ছাত্রীদের, দেখে নিন

Madhyamik Result 2024 Online Marks WBBSE Westbengal

WBBSE Madhyamik Pariksha Result New Update Online Marks Submission: চলতি মাসেই শেষ হল পরীক্ষার্থীদের মাধ‍্যমিক পরীক্ষা। মাস ঘুরতে না ঘুরতেই ফের বড়সড় ঘোষনা করল মাধ‍্যমিক শিক্ষা পর্ষদ। অন‍্যান‍্য বছরের মত এই বছরেও যাত‍ে রেজাল্ট প্রকাশ নিয়ে কোন জটিলতা না সৃষ্টি হয় তার জন‍্য পর্ষদের তরফ থেকে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি ফলাফল প্রকাশের পর কোন ভুল বা ত্রুটি থাকলেও যাতে না সমস‍্যা হতে পারে তির জন‍্য‍ও বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।

   

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ‍্যায়ের মতে, যাতে সমস্ত ফলাফলের প্রক্রিয়া সহজে ও দ্রুতগতিতে সম্পন্ন হয়, তার জন‍্য দ্রুততা ও সতর্কতার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করা হবে। তার সঙ্গে কত দিনের মধ্যে রেজাল্ট বেরোতে পারে এবং এই বছর রেজাল্ট বানানোর কোন নতুন প্রক্রিয়া অবলম্বন করছে পর্ষদ সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তেই হবে!

মাধ্যমিকের রেজাল্ট মধ‍্যশিক্ষা পর্ষদের নয়া আপডেট

মধ‍্যশিক্ষা পর্ষদ সুত্রে খবর, এবছর সকল পরীক্ষার্থীদের মাধ‍্যমিক পরীক্ষার ফলাফল অনলাইনে আপলোড করা হবে। সেক্ষেত্রে সকল পরীক্ষার্থীদের সকল নম্বর অনলাইনে আপলোড করার জন‍্য নির্দেশ দেওয়া হয়েছে। মূলত পরীক্ষাতে মূল‍্যায়ন প্রক্রিয়াকে সহজ সরল ভাবে ও ভ্রান্তিহিন ভাবে প্রকাশ করতেই পর্ষদের এই পদক্ষেপ।

অন‍্যদিকে পর্ষদের মতে, গোটা বিষয়টি অনলাইন মারফতে হয়ে গেলে সময় কম লাগবে পাশাপাশি ভুল ভ্রান্তিও কম হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। তবে পর্ষদ সূত্রে খবর, গোটা বিষয়টা বর্তমানে অনলাইনে হলেও এর পাশাপাশি পূর্বের ন‍্যায় পরীক্ষকদের হার্ডকপির মারফত ফলাফল পর্ষদে পাঠাতে হবে। তবে এই প্রক্রিয়াতে অসুবিধার সম্মুখীন হলে তারা দরকারে স্ক্রুটিনিয়ারের পরামর্শও নিতে পারেন।

একদম মিস করবে না! Madhyamik Pass Marks: মাধ্যমিকে কত নাম্বারে পাস? কত নাম্বারে কোন গ্রেড? পর্ষদের নতুন নিয়ম জেনে নিন

পর্ষদের তরফ থেকে পরীক্ষকদের প্রশিক্ষণ

তবে অনেক পরীক্ষক এখনও অনলাইনের যথাযথ ব‍্যবহার জানেন না। সেই কারনে পরীক্ষকদের নম্বর আপলোডের পদ্ধতিগুলি ধাপে ধাপে কীভাবে করবেন তা নিয়ে বিশদে প্রশিক্ষণ দেবে মধ‍্যশিক্ষা পর্ষদ। তবে এই নয়া প্রকল্পে পরীক্ষকদের ধার্য সাম্মানিক ৫০০ টাকা অধিক হিসেবে ধার্য করা হয়েছে।

অবশ্যই দেখো » Madhyamik 2024 Result Date: মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট কবে দেবে? সম্ভাব্য তারিখ জানালো পর্ষদ, দেখে নিন

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালে অনলাইনে প্রথম নম্বর আপলোডের প্রক্রিয়া মধ‍্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শুরু হয়। আগের বার প্র‍্যাকটিক‍্যাল পরীক্ষার নম্বর অনলাইনে জমা করার পদ্ধতি শুরু করেছে ম‍ধ‍্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তবে এবার থেকে লিখিত পরীক্ষার নম্বরও অনলাইনে আপলোড করার নির্দেশ দিয়েছে মধ‍্যশিক্ষা পর্ষদ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram