WB Govt Scholarship: ধারের টাকায় স্কলারশিপ ও প্রকল্প! ৪,৩১২ কোটি ঋণের বোঝা রাজ্যের

West Bengal State Government

রাজ্য সরকার রাজ্যবাসীর সুবিধার জন্য একাধিক প্রকল্প চালু করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, লক্ষী ভান্ডার ইত্যাদি। তবে সম্প্রতি সিএজি একটি চঞ্চল্য রিপোর্ট প্রকাশ করেছে। সিএজি যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে গত বারের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পগুলি চালাতে গিয়ে একাধিক সংস্থার থেকে ঋণ নিয়েছে। এই রিপোর্ট-এ আরও বলা হচ্ছে যে, রাজ্য সরকার নিজে এই অর্থ ঋণ না নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে বিভিন্ন সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছে। যার ফলে এর হিসাব বাজেটে ধরা হয়নি এবং বিষয়টি বিধানসভার নজর এড়িয়ে গিয়েছে।

   

২০১৬-১৭ থেকে ২০২০-২১ আর্থিক বর্ষে রাজ্যের আয়, খরচ, ঋণ, ঘাটতির উপর ভিত্তি করে সিএজি এই রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে দাবি করা হয়েছে রাজ্য সরকারের আয় ও ব্যায়ের ফারাক বিস্তর। রাজ্যের জিডিপির তুলনাতেও এই ঘাটতি অনেক বেশি। আর এভাবে চলতে থাকলে আগামী দিনে রাজ্যের কী অবস্থা হবে? আদেও কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাবেন তো মানুষ? এ নিয়ে উঠেছে প্রশ্ন।

৪৩১২ কোটি টাকার ঋণের বোঝা রাজ্যের উপর

সিএজি রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকার বাজেটের বাইরে গিয়ে মোট ৪৩১২ কোটি টাকার ঋণ নিয়েছে। যার মধ্যে রূপশ্রী প্রকল্পের জন্য ৪৮৫ কোটি টাকা, কন্যাশ্রী প্রকল্পের জন্য ১১২২ কোটি টাকা, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে স্বাস্থ্য বীমার জন্য ৬৩৮ কোটি টাকা সহ আরও বিভিন্ন প্রকল্পের জন্য টাকা ঋণ নেওয়া হয়েছে। বাজেটের হিসাবে এই ঋণের হিসাব না থাকলেও, ঋণ পরিশোধের দায় এসে পড়েছে রাজ্য সরকারের উপর।

কেন্দ্রের স্কলারশিপ » NSP Scholarship Payment Update 2024: কেন্দ্রের ১০০০০ টাকা কবে পাবে! অনলাইনে আপডেট চেক করে নাও

স্কলারশিপের টাকা কবে পাবে ছাত্র ছাত্রীরা

যে সকল ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল, তাদের মধ্যে কয়েকজন ছাত্র ছাত্রীর একাউন্টে টাকা পেমেন্ট করা হয়েছে কিন্তু অধিকাংশ ছাত্র-ছাত্রীর স্কলারশিপের টাকা বাকি রয়েছে। স্কলারশিপের স্ট্যাটাস এপ্রুভ হয়েই রয়ে গিয়েছে অনেক ছাত্র-ছাত্রীর। তাই অধিকাংশ ছাত্র ছাত্রী চিন্তায় রয়েছে যে তাদের টাকা কবে ঢুকবে? বা তারা টাকা হাতেও পাবে কিনা?

সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি রাজ্য সরকার কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বাজেট পেশ করে জানিয়েছেন এ বছর ১৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এবং আগামী মার্চ মাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের একাউন্টে সমস্ত টাকা ক্রেডিট করে দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সরকার। তাই ছাত্রছাত্রীদের এক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই।

এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য যে সকল স্কলারশিপ রয়েছে নবান্ন স্কলারশিপ, ঐকশ্রী স্কলারশিপ ও ওয়েসিস স্কলারশিপ সমস্ত স্কলারশিপ এর টাকা ছাত্র-ছাত্রীদের ধীরে ধীরে দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট » https://wb.gov.in/

অবশ্যই পড়ুন » SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ১৫০০ কোটি বাজেট! টাকা বাড়লো, মার্চের মধ্যেই পাবে পড়ুয়ারা

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram