NSP Scholarship Payment Update 2024: কেন্দ্রের ১০০০০ টাকা কবে পাবে! অনলাইনে আপডেট চেক করে নাও

NSP Scholarship Payment Update 2024 National Scholarship Portal

NSP National Scholarship Portal Payment Update 2024: দরিদ্র মেধাবী পড়ুয়াদের পড়াশোনার সাহায্যের জন্য রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারও বিভিন্ন স্কলারশিপ এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। কেন্দ্র সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হল ন্যাশনাল স্কলারশিপ (NSP Scholarship)। যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে আবেদন করেছে তাদের জন্য নতুন একটি আপডেট সম্পর্কে এবং ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ থেকে কবে টাকা পাবে এ নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

NSP Scholarship Update: ন্যাশনাল স্কলারশিপ আপডেট ২০২৪

যে সকল ছাত্র-ছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে ফ্রেশ বা নতুনভাবে আবেদন করেছে তাদের স্কলারশিপের স্ট্যাটাস “Application Final Verified by district” এই আটকে রয়েছে। অপরপক্ষে যে সকল ছাত্র-ছাত্রীরা ন্যাশনাল স্কলারশিপে রিনুয়াল অবদান করেছিল তাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে “Application Sent to PFMS for Payment” স্ট্যাটাস দেখা যাচ্ছে।

এটির কারণ হলো যে সকল ছাত্র-ছাত্রীরা ন্যাশনাল স্কলার্শিপে ফ্রেশ বা নতুন আবেদন করেছে তাদের একাধিক ভেরিফিকেশন হয়ে থাকে এবং তারপর আবেদনটি PFMS এ পাঠানো হয় পেমেন্টের জন্য এবং এই ভেরিফিকেশনের ধাপগুলি খুব সময় সাপেক্ষ। অপরপক্ষে যারা রেনুয়াল আবেদন করছে তাদের অনেক ভেরিফিকেশন আগে থেকেই হয়ে থাকে তাই সেক্ষেত্রে কম সময়ের মধ্যেই তাদের আবেদন পত্রটি PFMS অনুমোদন হয়ে যায়।

কিসের ভিত্তিতে NSP স্কলারশিপের টাকা দেওয়া

এবার দেখে নেওয়া যাক কি কি যোগ্যতার মাপকাঠিতে ছাত্র-ছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপের টাকা দেওয়া হয়।

  • ছাত্র-ছাত্রীর বিগত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার।
  • পড়ুয়ার পরিবারের বার্ষিক ইনকাম আয়।
  • ন্যাশনাল স্কলারশিপের বাজেট প্রত্যেক রাজ্যে ভিন্ন তাই রাজ্যের ভিত্তিতেও স্কলারশিপের টাকা দেওয়া হয়।
  • ন্যাশনাল স্কলারশিপে টাকা দেওয়ার সময় জেনারেল কোর্সের তুলনায় প্রফেশনাল কোর্সের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়।

না জানলে দেখে রাখুন » ন্যাশনাল স্কলারশিপ কারা পাবে? কিভাবে আবেদন জেনে নিন!

কবে থেকে টাকা দেওয়া শুরু হবে

যেসকল ছাত্র-ছাত্রীরা এই বছর ন্যাশনাল স্কলারশিপে আবেদন করেছে তাদের টাকা কবে দেওয়া হবে এ নিয়ে সরকারের তরফ থেকে কোন অফিসিয়াল নোটিশ বা কোন তথ্য জানানো হয়নি। বিগত বছর গুলিতে এই স্কলারশিপের টাকা জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হয়ে যায়, সে অনুযায়ী এবারেও ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার প্রবণতা প্রবল

অনলাইনে কিভাবে সরাসরি স্ট্যাটাস চেক করবে » NSP National Scholarship Status Check Online

ন্যাশনাল স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট » https://scholarships.gov.in/

যেসকল ছাত্রছাত্রী এই স্কলারশিপে নতুন আবেদন করবে বলে ভাবছো তাদের জন্য বলে রাখি এই স্কলারশিপের বিভিন্ন বিভাগ রয়েছে যার মধ্যে অধিকাংশ বিভাগের আবেদনের লাস্ট ডেট পেরিয়ে গিয়েছে কিন্তু তোমার যোগ্যতা অনুযায়ী যদি সেই বিভাগের আবেদন প্রক্রিয়া এখনো চলছে তাহলে উপরে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram