Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা দেখে নিন

Paramedical Course Details Eligibility, Admission, Fees and Details in Bengali

Paramedical Course Details Eligibility, Admission, Fees and Details in Bengali: অনেক ছাত্রছাত্রী স্বপ্ন তাকে মেডিকেল ফিল্ডে ক্যারিয়ার গড়বে! কিন্তু সকলেই তো আর ডাক্তার হতে পারে না। ডাক্তারি ছাড়াও মেডিকেলের অনেক নতুন ফিল্ড আছে। যেখানে ভবিষ্যতে ক্যারিয়ার অনেক উজ্জ্বল তার সঙ্গে চাকরিরও অনেক সুযোগ রয়েছে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে।

   

আপনারা অনেকেই হয়তো “প্যারামেডিকেল” এর নাম শুনেছেন, এর মাধ্যমে মেডিকেলের অনেক কাজ আছে। সরকারি কলেজের সুযোগ পেলে অল্প খরচেই তারা এই কোর্স করতে পারবে। কোন পরীক্ষা দিতে হবে, কি কি কাজ করতে হয়, কিভাবে ভর্তি হবেন – এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের এই প্রতিবেদন।

প্যারামেডিকেল কোর্স কি? (Paramedical Course in Westbengal)

Paramedical course হলো দ্বিতীয়তম ডাক্তারি কোর্স। উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার পর ভালো গুলির মধ্যে অন্যতম Paramedical course। ডাক্তার দিক থেকে দেখতে গেলে প্যারামেডিকেল কোর্স একজন ডাক্তারের নিম্নতর স্থান। Paramedical course তিন প্রকার Certificate course, Diploma course, Degree course।

কোর্সের ধরন সময়সীমাগুরুত্ব তথ্য
Certificate course৬ মাস থেকে ১ বছরএটা অনেকটা ছোট সময়ে ট্রেনিং এর মত তাই কোর্স হিসাবে অতটা জনপ্রিয় নয়।
Diploma course৩ বছরপ্যারামেডিকেলের মধ্যে সবথেকে জনপ্রিয় কোর্স, বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই কোর্সটাই করে কম সময়ে মেডিকেল ফিল্ডে চাকরি পাওয়ার জন্য
Degree course৪ বছরডিগ্রী কোর্সের মাধ্যমে চাকরির বেতন সবচেয়ে বেশি, তার সঙ্গে আধিকারিক হিসাবে যোগ করার সুযোগ থাকে

Eligibility: কারা এই কোর্স করতে পারবে?

প্রথমত শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ (Science) নিয়ে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে যেসব ছাত্র-ছাত্রীর physics, chemistry and biology বিষয় ছিল তারাই এই course এর জন্য উপযোগী।

  • নম্বর: শিক্ষার্থীর যোগ্যতা হিসাবে প্রতিটি বিষয়ে 50% পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
  • বয়স সীমা: এই কোর্স করার জন্য নির্দিষ্ট কোন বয়স সীমা নেই।

জেনে নাও: WB Govt Training for NEET/WBJEE: বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

প্যারামেডিকেল এর বিভিন্ন বিভাগ

বিভাগপ্রোফাইল: কি কাজ করতে হয়?
Medical Laboratory Technologyসাধারণত সমস্ত ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা (LabTest) করা ও রিপোর্ট তৈরি।
Operation Theater Technology (OT)অপারেশন থিয়েটারে সার্জেন/ডাক্তারের সহকারী হিসেবে কাজ সামলানো।
Radiographyএক্সরে, আল্টাসনোগ্রাফি, তার সঙ্গে রেডিও টেকনোলজি নিয়ে কাজ করা।
Physiotherapyফিজিওথেরাপি।
Critical Care Technologyস্পেশাল ক্রিটিকাল কেয়ার হিসাবে।
Dialysis Specializationকিডনি ও ডায়ালিসিস টেকনোলজি নিয়ে কাজ করা।

একজন ছাত্র-ছাত্রীকে প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত একজন ডাক্তারের সব কাজকর্ম শেখানো হয়। যার ফলে ডাক্তারের অনুপস্থিতিতে একজন প্যারামেডিকেল ডাক্তার একজন রোগীকে খুব সহজে প্রাথমিক চিকিৎসা করতে পারে।

আরো দেখো: Scholarship Start Date: মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ স্কলারশিপ কবে শুরু হবে? আপডেট দেখে নাও

ভর্তি প্রক্রিয়া (Paramedical Course Admission Govt & Private Medical College)

সরকারি ও বেসরকারি দুইভাবে এই কোর্স করা যায়। সরকারিভাবে এই কোর্স করলে খরচ কম এবং বেসরকারিতে খরচ বেশি হয়। সরকারি ভাবে এই কোর্স করতে গেলেই SMFWB – State Medical Faculty of West Bengal (স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল) পরীক্ষার মাধ্যমে উপযুক্ত নাম্বার পেয়ে উত্তীর্ণ একজন এই কোর্সে যুক্ত হতে পারবে। সমস্ত জেলা মেডিকেল কলেজগুলি এবং অনেক প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে।

খরচ (Fees): সরকারি মেডিকেল খরচে পড়তে গেলে খরচা নেই, প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে গেলে দু লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে (Paramedical Course Fees)।

কোন পরীক্ষা দিতে হবে? (Paramedical Entrance Exam)

JENPAS (UG): সরকারি কলেজে পড়তে গেলে প্রবেশিকা পরীক্ষা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। ডিগ্রী প্যারামেডিকেল কোর্সের জন্য JENPAS (UG) পরীক্ষা দিতে হয় যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড আয়োজন করে।

SMFWB: ডিপ্লোমা লেভেলের ভর্তির জন্য মেডিকেল ফ্যাকাল্টি বিভাগ পশ্চিমবঙ্গের SMFWBEE -নামে পরীক্ষা আয়োজন করে। এখনো এর ফর্ম ফিলাপ শুরু হয়নি, আমরা জানিয়ে দেবো।

দেখে নাও: WB JENPUS (UG) Form Fill up 2024: আবেদন ফি, ডকুমেন্ট, লাস্ট তারিখ দেখে নিন

Future: কোর্সের পরে চাকরির ভবিষ্যৎ

শুধু পড়াশুনাই নয়, পড়াশোনার পাশাপাশি কোর্স শেষ হলে মেডিকেল কলেজে হাতে-কলমে ছয় মাস শেখার সুযোগ থাকে

Paramedical Course Intership & Payment

প্যারামেডিকেল কোর্স হলো দু বছরের একটি পেশাদারী কোর্স। কোর্স শেষে প্রশিক্ষণ প্রার্থীরা ছমাসের ইন্টারশীপ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপের জন্য প্রত্যেক মাসে বরাদ্দ অর্থ হল দুই হাজার টাকা (Rs 2000/Month)।

প্যারামেডিকেল কোর্সের করার পর সাধারণ পরীক্ষা নিরীক্ষা, ল্যাব পরীক্ষা, অপারেশন থিয়েটারে সহকারী হিসেবে কাজের সুযোগ পাবে। এছাড়াও এক্সরে, আল্ট্রাসনোগ্রাফি, রেডিও টেকনোলজি, ফিজিওথেরাপি, কিডনি ও ডায়ালাইসিস টেকনোলজি নিয়ে কাজের সুযোগ পাবে।

এই কোর্স করা থাকলে একজন সরকারি হসপিটাল কিংবা বেসরকারি নার্সিংহোমে সুযোগ পেয়ে যাবে। তার সঙ্গে নিজের মেডিকেল ল্যাব খোলার ও সুবিধা রয়েছে। কোর্সের আবেদন কবে শুরু হচ্ছে ও কবে থেকে পরীক্ষা হবে সব পরবর্তী পোস্টটি খুব তাড়াতাড়ি আপডেট দেয়া হবে সঙ্গে থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram