এমটিএস পরীক্ষার তারিখ ঘোষণা! কবে থেকে শুরু দেখে নিন – SSC MTS Exam Date 2024

SSC MTS Exam Date 2024 and Application Form Correction

SSC MTS Exam Date 2024: পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট! কেন্দ্রীয় কর্মচারী নির্বাচন কমিশন (SSC) তাদের মাল্টি-টাস্কিং (নন-টেকনিক্যাল) স্টাফ এবং হাওলদার (CBIC & CBN) পরীক্ষা, ২০২৪ এর নতুন তারিখ ঘোষণা করেছে। যারা ইতিমধ্যেই আবেদনপত্র পূরণ করেছিলেন শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়বেন।

এমটিএস পরীক্ষার নতুন তারিখ (SSC MTS Exam Date 2024): SSC MTS (মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার) এবার ৩০ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ১৪ নভেম্বর, ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে

SSC MTS Exam Date: কমিশনের আপডেট এবং আবেদন সংশোধন

কমিশনের ওয়েবসাইটে (https://ssc.nic.in/) ২৭ জুন, ২০২৪ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ১২ নং প্যারা অনুসারে আবেদনপত্র সংশোধনের একটি সুযোগ দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে জমা দেওয়া আবেদনপত্রে কোনো ভুল থাকলে বা পরিবর্তন করতে হলে, ১৬ আগস্ট, ২০২৪ (০০:০১ ঘণ্টা) থেকে ১৭ আগস্ট, ২০২৪ (১১:৫৯ ঘণ্টা) পর্যন্ত ‘Window for Application Form Correction’ সুযোগটি কাজে লাগাতে পারবেন পরীক্ষার্থীরা।

গুরুত্বপূর্ণ বিষয়াবলি (SSC MTS Form Correction)

শুধুমাত্র অনলাইনেই আবেদনপত্রের কারেকশন করতে হবে নির্দিষ্ট অফিশিয়াল পোর্টালে, যেখান থেকে অনলাইনে ফরম পূরণ করা হয়েছিল। এই সময়ের পরে কোনো ধরনের আবেদনপত্র সংশোধন (ডাক, ফ্যাক্স, ই-মেইল, হাতে জমা ইত্যাদি) গ্রহণ করা হবে না।

পরীক্ষার তারিখ (Exam Dates) বিষয়ক অফিসিয়াল নোটিশDownload PDF
আবেদন পত্র সংশোধন (Correction) বিজ্ঞপ্তিView Notice

মিস করো না: SSC Exams: কেন্দ্র সরকারি চাকরির দরজা! কোন পদে কি পরীক্ষা দিতে হয়? জেনে নাও

সমস্ত পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ একাধিক শিফটে, প্রায় এক দেড় মাস ধরে পরীক্ষা হবে। যেকোনো ধরনের আপডেটের জন্য ওয়েবসাইটটি চেক করে রাখা জরুরি। শুভকামনা! #SSCMTS #পরীক্ষা #চাকরি

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram