WBP RAF: র‍্যাফ পুলিশ কি, কিভাবে হওয়া যায়? যোগ্যতা, ডিউটি, বেতন? সবকিছু জেনে নাও

RAF Police Force WBP Eligibility Recruitment

অতীতের বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা চলাকালীন উন্মত্ত জনতার বিক্ষোভ নিয়ন্ত্রণে উর্দিধারী এক বিশেষ বাহিনীকে হয়তো দেখে থাকবে, এই বিশেষ বাহিনীকে RAF বা Rapid Action Force বলা হয়।

   

অনেকেরই RAF -এ নিয়োগ সংক্রান্ত অনেক জিজ্ঞাসা থাকে – যে কিভাবে হওয়া যায়, কি কি যোগ্যতা লাগবে, আজকের এই প্রতিবেদনে আমি RAF সম্পর্কিত সমস্ত তথ্য তোমাদের জানাতে চলেছি। আশাকরি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদন থেকে পেয়ে যাবে।

RAF কি? র‍্যাফ পুলিশ (Rapid Action Force) State Armed Police

RAF – হল Rapid Action Force; এটি পুলিশের একটি সশস্ত্র সংরক্ষিত (State Armed Police) বাহিনী। মূলত দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের বিক্ষোভ তথা আন্দোলন নিয়ন্ত্রণে RAF – এর ব্যবহার হয়ে থাকে।

RAF – কিভাবে হওয়া যায়? তোমাদের সুবিধার্থে বলে রাখি RAF – এ সরাসরি নিয়োগ হয় না। Police – এ Selection – এর পরবর্তী স্তরে নিয়োগ প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ যোগ্য সংশ্লিষ্ট প্রার্থীদের RAF – এ নিয়োগ করা হয়

RAF Eligibility: যোগ্যতা কি কি লাগে ?

তোমরা ইতিমধ্যেই জেনে গেছো RAF – এ সরাসরি নিয়োগ হয় না, পরিবর্তে Police -এ Select হওয়া প্রার্থীদের মধ্য থেকে সিদ্ধান্ত অনুযায়ী RAF – এ নিয়োগ হয়ে থাকে। তাই এক্ষেত্রে পুলিশের সমতুল যোগ্যতা লাগে

  • মহিলা এবং পুরুষ উভয়দেরই এই ফোর্সে সুযোগ দেওয়া হয়।
  • RAF -এ যেহেতু কমবয়সী দের নিয়োগ করা হয় তাই প্রার্থীদের বয়স 25 বছর এর আশেপাশে হলে ভালো হয়

বিস্তারিত পড়ে নিন: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ লেটেস্ট সমস্ত তথ্য দেখে নাও

ডিউটি, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

Duty: RAF – হল একটি Rapid Action Force; এদেরকে জনগণের বিক্ষোভ তথা আন্দোলন নিয়ন্ত্রণ, দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে এর ব্যবহার করা হয়ে থাকে।

বেতন: RAF – যেহেতু বিভিন্ন অগ্নিগর্ভ পরিস্থিতি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণ করে থাকে তাই তাদের বেতন সাধারণ পুলিশর থেকে বেশি হয়ে থাকে।

লেডি কনস্টেবল: WBP Lady Constable Eligibility 2024 Height, Run, Medical: সমস্ত লেটেস্ট তথ্য (পশ্চিমবঙ্গ লেডি পুলিশ)

RAF-এ যোগদানের সুবিধা কি?

RAF – যেহেতু একটি সংরক্ষিত বাহিনী তাই জরুরী পরিস্থিতি ছাড়া সবসময় এদের ব্যবহার হয় না। তাই যাঁরা চাকরীর পাশাপাশি ভবিষ্যতে Civil Service – এর মত বড় বড় চাকরির প্রস্তুতি তথা পড়াশোনা করতে চায় তাদের জন্য RAF – সেরা অপশন হতে পারে।

দরকারী তথ্যলিংক
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের RAF বিভাগVisit Now ↗
কেন্দ্রীয় RAFসেক্টর অফিসিয়াল ওয়েবসাইটClick Here

RAF – নিয়ে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই প্রতিবেদন থেকে পেয়ে যাবে। কেরিয়ার সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি নিয়মিত ভিজিট করতে পারো। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের ক্যারিয়ারের সাহায্য করার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram