WBP মেয়েদের পুলিশ সার্ভিস নাম আসলেই সবার আগে আসে ‘পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল‘ (Westbengal Lady Constable Police)। কম-বেশি প্রতিবছরই প্রায় এর জন্য ভ্যাকেন্সি বের হয় এবং প্রচুর ছাত্রী এবং মহিলা এখানে চাকুরী পায়। আজকের পোস্টে আমরা তোমাদের সাথে সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করব।
তোমাদের শরীরের মাপজুপ, মাঠ কি কি রয়েছে, মেডিকেল পরীক্ষা থেকে সমস্ত কিছু বিস্তারিত তথ্য তোমরা আগেই পেয়ে যাবে। তাই যারা প্রস্তুতি নিবে বা নিচ্ছ তাদের লেটেস্ট তথ্য হাতে লাগলে অনেকটাই হেল্প হবে। সম্পূর্ণ প্রতিবেদনে বিস্তারিত তথ্য পেয়ে যাবে।
WB Police Lady Constable Eligibility 2024: Age, Height, Education, Medical Fitness
কনস্টেবল যোগ্যতা, শারীরিক মাপ, মাঠ পরীক্ষা
পশ্চিমবঙ্গ লেডি পুলিশ কনস্টেবল যোগ্যতা 2024 এর সংক্ষিপ্ত বিবরণ | |
বয়স সীমা (Age) | সর্বনিম্ন: 18 বছর WB পুলিশ লেডি কনস্টেবলের জন্য সর্বোচ্চ বয়স: 30 বছর |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) | অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বাংলা ভাষা জানতে হবে |
বাসিন্দা | প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে |
প্রিলিমিনারী পরীক্ষা: Written Exam
প্রথমেই সকল আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে, শারীরিক যোগ্যতা মেডিকেল ফিটনেস অনেক পরে। পরীক্ষাতে না উত্তীর্ণ হতে পারলে পরবর্তী গুলোর কোন দাম নেই। মোট ৮৫ নম্বরের পরীক্ষা হয়, তবে প্রত্যেক বছর কিছু কিছু পরিবর্তন হতে পারে, ধরে রাখতে পারো সিলেবাস একই, পরীক্ষা যেরকম বোর্ড নিতে চাইবে।
বিষয় | নির্ধারিত নম্বর |
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ বিষয় | ২৫ নম্বর |
ইংরেজি বিষয় | ১০ নম্বর |
ম্যাথমেটিক্স | ২৫ নম্বর |
রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস | ২৫ নম্বর |
আরও দেখো: উচ্চমাধ্যমিকের পর D.EL.ED কোর্স (PTTI বেসিক ট্রেনিং)! দেখে নিন খুঁটিনাটি
শারীরিক (Physical Eligibility)
শারীরিক পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের প্রথমত ফিজিক্যাল মেজারমেন্ট নেওয়া হবে অর্থাৎ উচ্চতা, ওজন নেওয়া হবে এবং দ্বিতীয়ত প্রার্থীর শারীরিক কর্মক্ষমতা বাছাই করা হবে।
WBP Height and Weight female (lady Constable)
নিচে সাধারণ মহিলাদের জন্য তথ্য দেয়া হলো, তবে গোর্খা, গোড়োয়ালিস, রাজবংশী এবং তপশীলি জাতিভুক্ত মহিলা প্রার্থীদের সংরক্ষণ রয়েছে!
প্রার্থী | প্রয়োজনীয় মাপ |
---|---|
সাধারন শ্রেণীর মহিলাদের | উচ্চতা ১৬০ সেমি, ওজন ৪৯ কেজি |
মাঠ পরীক্ষা (Running Ability)
মোট অতিক্রান্ত পথ | সময় |
মহিলাদের ৮০০ মিটার দৌড় | ৪ মিনিট |
মেডিকেল পরীক্ষা (Medical Test for WBP Constable)
- Blood Test (Sugar, Urea, Creatine, TSH, LFT, Lipid profile)
- ENT (Ear, Nose, Throat)
- EYE (Vision 6/6, 6/9 & Color Blindness, Allergy)
- USG Abdomen upper and lower
- X-ray (Chest)
- General Clinical examination.
ইন্টারভিউ (Personality Test)
নম্বরের ভিত্তিতে সবশেষে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেবে। তবে সমস্ত কিছু লেটেস্ট তথ্য এবং নোটিশ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন » https://prb.wb.gov.in/ (West Bengal Police Recruitment Board)
এইভাবেই সমস্ত রকম চাকরির তথ্য থেকে ক্যারিয়ার গাইডেন্স পেতে আমাদের সঙ্গে যুক্ত হও। EduTips -পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের সর্বতোভাবে পাশে আছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »