Nabanna Scholarship Payment 2024: নবান্ন স্কলারশিপ ১০০০০ টাকা ভোটের আগে পাবে ছাত্রছাত্রীরা? আপডেট দেখে নিন

Nabanna Scholarship Payment Update 2024

Westbengal Chief Minister Nabanna Scholarship Payment Update 2024: পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই স্কলারশিপের সূচনা করেন। ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্র-ছাত্রীরা নবান্ন স্কলারশিপে আবেদন করেছিলে তাদের জন্য খুশির খবর, বর্তমানে নবান্ন স্কলারশিপের ফান্ড Available হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে ছাত্রছাত্রীদের একাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে।

   

যে সকল ছাত্র-ছাত্রীরা এখনো পর্যন্ত নবান্ন স্কলারশিপ থেকে টাকা পায়নি এই মুহূর্তে তাদের কি করনীয়। এবং তারা কবে টাকা পাবে এ নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

নবান্ন স্কলারশিপের টাকা কবে পাবে?

২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপে আবেদন করেছে তাদের বর্তমান স্কলারশিপের স্ট্যাটাস “Under Process” হয়ে রয়েছে এবং কিছু কিছু ছাত্র ছাত্রীদের প্রায় দু মাসের অধিক সময় ধরে স্কলারশিপ স্ট্যাটাস “Under Process” রয়েছে কিন্তু তারা এখনো টাকা পায়নি। এক্ষেত্রে জানিয়ে রাখি নবান্ন স্কলারশিপের ফান্ড Available হয়ে গিয়েছে ধীরে ধীরে ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা কয়েক দিনের মধ্যেই টাকা পেয়ে যাবে এক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই।

বিস্তারিত জানুন » নবান্ন স্কলারশিপ, আবেদন করলেই পাবেন ১০০০০ টাকা: Nabanna Scholarship

এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি, স্কলারশিপের টাকা পাওয়ার পরেও বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে স্কলারশিপ পোর্টাল থেকে তোমাদের কাছে মেসেজ আসে না এবং তোমার যদি ব্যাংকের সাথে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে সে ক্ষেত্রেও তুমি কোন মেসেজ পাবে না।

  • তাই অবশ্যই তুমি যদি কোন মেসেজ না পেয়ে থাকো তাহলে একবার তোমার ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করতে পারো।

এবার দেখে নাও নবান্ন স্কলারশিপের টাকা তোমার একাউন্টে ক্রেডিট হলে তোমার কাছে স্কলারশিপের পোর্টাল থেকে কি রকম মেসেজ আসবে।

Your claim of Rs. 10000 (Other Grants) is released from Calcutta PAO-I Treasury and is scheduled to be credited to Bank A/ C No. XXXXXXXXX123 on 28/02/2024.WBIFMS

অবশ্যই দেখে নাও! Nabanna Scholarship Status Check: নবান্ন স্কলারশিপে স্ট্যাটাস চেক অনলাইন, 10000 টাকা কবে পাবে? দেখে নাও

লোকসভা ভোটের আগে কি টাকা ঢুকবে!

যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে তাই সরকার চাইবে ছাত্রছাত্রীদের একাউন্টে যতটা শীঘ্রই সম্ভব স্কলারশিপের টাকা ক্রেডিট করে দেওয়ার। তাই এক্ষেত্রে অবশ্যই আশা করা যায় যে লোকসভা ভোটের আগে সমস্ত ছাত্র-ছাত্রীদের একাউন্টে নবান্ন স্কলারশিপ এর টাকা দিয়ে দেওয়া হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram