নবান্ন স্কলারশিপ, আবেদন করলেই পাবেন ১০০০০ টাকা: Nabanna Scholarship 2023

WB Chief Minister Relief Fund Scholarship Nabanna Scholarship 2023

নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টটির মাধ্যমে তোমরা নবান্ন মুখ্যমন্ত্রী স্কলারশিপ ২০২৩ (Nabanna Scholarship 2023) এর আবেদন প্রক্রিয়া, ফর্ম ফিলাপ, কি কি ডকুমেন্ট লাগবে? – এর বিষয়ে সবকিছুই বিস্তারিত জানতে পারবে।

   

নবান্ন স্কলারশিপ কী? (What is Nabanna Scholarship?)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ ত্রান তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ দেয়া হচ্ছে। এই কলারশিপ এর মূল লক্ষ্য হলো- ‘যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা’।

নবান্ন স্কলারশিপ ২০২৩ কারা পাবেন ?

পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে (Class-11) পাঠনরত (মাধ্যমিক পাশ), স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চমাধ্যামিক পাস (BA, Bsc, BCom) এবং স্নাতকোত্তর স্তরের (MA, Msc) সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতিবছরে ₹১০,০০০ টাকা বৃত্তি পাবে।

যোগ্যতা (Eligibility)

• ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড, উচ্চশিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদ এর সহায়তা প্রাপ্ত যেকোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে।
• শিক্ষার্থীকে অবশ্যই অন্য কোন স্কলারশিপ পাওয়া চলবে না।
• পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০টাকার বেশি হওয়া চলবে না।
• আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে (উচ্চ মাধ্যমিক স্তরের জন্য) বা উচ্চ মাধমিক পরীক্ষায় সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৬০%-এর নিম্নে নম্বর পেতে হবে (স্নাতক স্তরের জন্য) বা স্নাতকস্তরে সর্বমোট ৫০% বা তার উর্দ্ধে এবং ৫৩%-এর নিম্নে নম্বর পেতে হবে সাম্মানিক বিষয়ে (স্নাতকোত্তর স্তরের জন্য)।

নবান্ন স্কলারশিপে কী কী ডকুমেন্ট লাগবে? (Required Documents)

এই স্কলারশিপ পাওয়ার জন্য যে নথি গুলি অবশ্যই লাগবে, সেগুলি হল –
1. শেষ পরীক্ষার মার্কশীট
2. আধার কার্ড
3. রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ
4. ব্যাংক একাউন্ট
5. পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট
6. MLA/MP রেকমেন্ডেশন
7. স্ব ঘোষণা
8. একটি বৈধ মোবাইল নাম্বার
9. একটি বৈধ ইমেইল আইডি

নবান্ন স্কলারশিপে কীভাবে আবেদন করবেন? (Application Step)

এবছর থেকে অর্থাৎ ২০২৩ সাল থেকে এই নবান্ন স্কলারশিপের আবেদন শুরু হচ্ছে অনলাইনে তাদের পোর্টালেই। পোর্টাল Link 》https://cmrf.wb.gov.in/

  1. আবেদন করার জন্য প্রথমে আপনাকে উপড়ে দেওয়া লিংকে ক্লিক করে তাদের পোর্টালে প্রবেশ করতে হবে। তারপরেই আপনার সামনে হোম পেজ খুলবে।
  2. হোমপেজে, নবান্ন অ্যাওয়ার্ড অ্যাপ্লিকেশন ফর্মের বিকল্পে ক্লিক করলেই, রেজিস্ট্রেশন ফর্ম আপনার স্ক্রিনে খুলবে। (Nabanna Scholarship 2023 Form Fill Up)
  3. তারপর সেখান থেকে ফর্ম থেকে ডাউনলোড করে নিতে হবে। অথবা, আপনি এই পোস্টটির সব থেকে নিচে থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন।
  4. তারপরেই এই ফর্মটির এক কপি প্রিন্ট বের করে নিতে হবে।
  5. তারপরে ফর্ম এর নির্দেশ অনুযায়ী আপনার সমস্ত তথ্য ফ্রমের মধ্যে লিখতে হবে।
  6. তারপরে আপনার সমস্ত ডকুমেন্ট গুলিকে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
  7. তারপরে সাধারণ পোস্ট/ড্রপবক্স -এর মাধ্যমে নীচে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

নবান্ন স্কলারশিপ ঠিকানা :-

সহকারী সচিব,  মুখ্যমন্ত্রীর কার্যালয়, ‘নবান্ন’
325, শরৎ চ্যাটার্জি রোড 
হাওড়া – 711102
The Assistant Secretary, Chief Minister’s Office, ‘Nabanna’ 325, Sarat Chatterjee Road 
Howrah – 711102.

এছাড়াও এই স্কলারশিপের ব্যাপারে আরো কিছু বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন
Toll Free Number : (033) 2214 1902 বা (033) 2253 5278
Mail : [email protected]

আরও পড়ুন » Letter Box Scholarship: আবেদন করলেই পাবেন ১৫০০০ টাকা

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram