West Bengal police sub-inspector recruitment (WBP SI): লোকসভা ভোটের আগে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার। চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। রাজ্যের পুলিশ সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞতি প্রকাশিত হয়েছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। নূন্যতম স্নাতক পাশেই করা যাবে আবেদন। চলুন আজকের প্রতিবেদন থেকে এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নিন।
WB Police SI Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ
আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞতি অনুযায়ী রাজ্য পুলিশের SI পদে কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট ৪০০ এরোও অধিক শূন্য পদে নিয়োগ করা হবে।
কোন পদে নিয়োগ এবং মোট শূন্যপদ
এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কোন ক্যাটাগরির জন্য কতগুলি শূন্য পদ রয়েছে।
No. of vacancies | Total no. Vacancy | ||||
SI. No. | Category | Unarmed Branch | Armed Branch | ||
Male | Female | Male | |||
1. | Unreserved (UR) | 74 | 45 | 90 | 209 |
2. | Economically Weaker Section (EWS) | 16 | 10 | 20 | 46 |
3. | Scheduled Caste | 36 | 22 | 44 | 102 |
4. | Scheduled Tribe | 10 | 6 | 12 | 28 |
5. | OBC – A | 16 | 10 | 20 | 46 |
6. | OBC B | 12 | 7 | 14 | 33 |
TOTAL | 164 | 100 | 200 | 464 |
প্রয়োজনীয় যোগ্যতা: কারা আবেদন করতে পারবেন
এবার দেখে নিন আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে।
শিক্ষাগত যোগ্যতা | পশ্চিমবঙ্গ পুলিশের SI পদে আবেদন করতে আগ্রহী থাকলে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশ হতে হবে। |
বয়স | ০১.০১.২০২৪ অনুযায়ী প্রার্থীর সর্বনিন্ম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে ২০ থেকে ৩০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে। বয়সের ক্ষেত্রে SC/ST প্রার্থীরা ৫ বছরের, OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাওয়া যাবে। |
ভাষা | আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। |
আরো আপডেট » Khelashree Prakalpa: খেলাশ্রী প্রকল্পে ১০০০ টাকা করে দেবে সরকার! কোথায় বায়োডেটা জমা দেখে নিন
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি PDF
আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে সেখান থেকে আপনি এই পদের জন্য সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Download Now |
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন | www.wbprb.gov.in |
কিভাবে আবেদন ফরম ফিলাপ করবেন? কত টাকা ফি লাগবে? কত দিন পর্যন্ত আবেদন খোলা থাকবে! সমস্ত কিছু আমরা পরবর্তী পোস্টে আপডেট দেবো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »