LG LIFE’S GOOD’ Scholarship Program 2024, Eligibility, Amount Application Process, Last Date: তোমাদের জন্য আরও একটি প্রাইভেট স্কলারশিপ এর সুখবর। LG -এর তরফ থেকে সমগ্র দেশজুড়ে অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার জন্য আর্থিক সাহায্যের আয়োজন করেছে।
LG electronics এর তরফ থেকে ‘LIFE’S GOOD’ Scholarship Program 2024 -এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কারা কারা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ আজকের পোস্টে।
LG ‘LIFE’S GOOD’ Scholarship 2024: স্কলারশিপ যোগ্যতা
১. এই স্কলারশিপে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত থাকতে হবে। (বর্তমানে উচ্চমাধ্যমিক পাস করা কলেজ পড়ুয়াদের জন্য নয়, তাদের জন্য পরবর্তী ধাপে আবেদন হবে।)
২. ছাত্রদের প্রারম্ভিক শিক্ষাবর্ষে প্রাপ্ত নাম্বার ন্যূনতম 60% হতে হবে। এবং ৩. প্রার্থীদের বাৎসরিক বিভিন্ন উৎস থেকে আয় কোনভাবেই ৮ লক্ষের উপরে হওয়া চলবে না।
বৃত্তির পরিমাণ (Scholarship Amount)
শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য | বাৎসরিক এক লক্ষ টাকা |
২০০০ আসন সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য | বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা |
১০০০ আসন সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য | বাৎসরিক ৩০০০০ টাকা |
ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশুনা সংক্রান্ত বিভিন্ন খরচ বাবদ টিউশন ফি, হোস্টেল খরচ, পরীক্ষার খরচ, যাবতীয় স্টেশনারি দ্রব্যের খরচ ইত্যাদি জন্য ব্যবহার করতে পারেন।
দেখে নিন: HS Pass Scholarship 2024: উচ্চমাধ্যমিক পাশের পর স্কলারশিপ চেক! নম্বর দিয়ে স্কলারশিপ চেক করুন
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Documents)
- দ্বাদশ শ্রেণী বা পূর্ববর্তী সেমিস্টারের মার্কশিট।
- সরকার-প্রদত্ত ঠিকানা প্রমাণ (যেমন, আধার কার্ড)পারিবারিক আয়ের প্রমাণ (নিম্নলিখিত নথির যেকোনো একটি)
- আয় প্রমাণ শংসাপত্র (গ্রামাঞ্চলের জন্য)গ্রাম পঞ্চায়েত থেকে চিঠি/শংসাপত্র (স্বাক্ষর করা এবং স্ট্যাম্প করা)।
- ভর্তির প্রমাণ (একাডেমিক ফি রসিদ)।
- ইনস্টিটিউট থেকে বোনাফাইড সার্টিফিকেট।
- প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি।
Life’s good scholarship Online Application: কিভাবে আবেদন করবেন?
সম্পূর্ণ আবেদন অনলাইনে Buddy4Study (Life’s good scholarship program 2024 official website) এর মাধ্যমে হবে। আপনার যদি নাম এখনো রেজিস্টার না করা থাকে সেক্ষেত্রে আপনার নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নাম রেজিস্টার করতে হবে।
1. Apply Now-অপশন এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করুন এবং নিজস্ব সকল তথ্য সাবধানতার সঙ্গে সম্পূর্ণভাবে আপলোড করুন।
2. প্রয়োজনীয় সকল ডকুমেন্ট নির্দিষ্ট আপলোড করুন। এরপর সম্পূর্ণ একবার দেখে নিন এবং ফাইনাল সাবমিট করুন।
আরো দেখুন: After HS Career Guide: উচ্চমাধ্যমিক পরবর্তী Free কেরিয়ার স্কলারশিপ গাইড! সুযোগ মিস করবেন না
গুরুত্বপূর্ণ তারিখ (LIFE’S GOOD’ Scholarship Last Date)
আবেদনের শেষ তারিখ | 31-May-2024 (তারিখ বাড়িয়ে ৩১শে মে করা হয়েছে) |
আবেদনের সরাসরি লিংক | Apply Here |
বর্তমানে স্কলারশিপ এর আবেদন চলছে এবং শেষ তারিখ Deadline 31-May-2024 (৩১ শে মে) জানানো হয়েছে। পরবর্তীকালে আবেদনের সময়সীমা বাড়তে পারে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »