Madhyamik Pass Marks: মাধ্যমিকে কত নাম্বারে পাস? কত নাম্বারে কোন গ্রেড? পর্ষদের নতুন নিয়ম জেনে নিন

Madhyamik Pass Marks

স্কুল জীবনের সবথেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হলো একটি ধাপ মাধ্যমিকের গণ্ডি পেরোলেই ছাত্রছাত্রীরা জীবনের নতুন এক অধ্যায়ে পা দেয়। মাধ্যমিক পরীক্ষার নম্বর ছাত্র-ছাত্রীর ভবিষ্যতে প্রতিটি পদে পদে দরকার হবে। সে সরকারি কোন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে হোক বা বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রেও মাধ্যমিকের নাম্বার কে অনেকখানি গুরুত্ব দেওয়া হয়। ভারতের সবথেকে বড় নিয়োগ পরীক্ষা হলো ভারতীয় রেলের নিয়োগ সেই নিয়োগের ক্ষেত্র ন্যূনতম যোগ্যতা হল মাধ্যমিক পাস, তাই বুঝতেই পারছেন যে মাধ্যমিকের নাম্বার কতখানি গুরুত্বপূর্ণ।

   

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে মাধ্যমিক পাশের জন্য ন্যূনতম কত নাম্বার প্রয়োজন। এবং কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে ছাত্রছাত্রীরা এনিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই যেহেতু আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

পরীক্ষার নামমাধ্যমিক পরীক্ষা
বোর্ডপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbbse.wb.gov.in/
হেল্পলাইন নাম্বার033 2321 3827

মাধ্যমিক পাস নাম্বার

মাধ্যমিকে মোট ৭টি বিষয় রয়েছে, ৭টি বিষয়ের মোট পূর্ণমান হল ১০০ নাম্বার। অর্থাৎ সব বিষয় মিলিয়ে মাধ্যমিক পরীক্ষার মোট নাম্বার ৭০০। মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের নাম্বার দুটি ভাগে বিভক্ত একটি হল লিখিত নাম্বার যার পূর্ণমান ৯০ এবং প্রজেক্টের নাম্বার যার মান ১০ অর্থাৎ মাধ্যমিকের প্রতিটি বিষয়ের মোট নাম্বার ১০০।

এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের পাস নাম্বার কত? মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পাস নাম্বার হল ২৫। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকে পাস করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে ২৫ বা তার বেশি তুলতে হবে। যদি কোন ছাত্র বা ছাত্রীর মাধ্যমিকের কোন একটি বিষয়ের নাম্বার ২৫ এর নিচে হয় তাহলে অকৃতকার্য (Fail) হিসেবে গণ্য হবে।

মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে ছাত্রছাত্রীরা

এবার নিম্নলিখিত তালিকার মাধ্যমে দেখে নেওয়া যাক ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে।

প্রাপ্ত নাম্বারগ্রেডপারফরম্যান্স
৯০-১০০AAOutstanding (অসামান্য)
৮০-৮৯A+Excellent (চমৎকার)
৬০-৭৯AVery Good (খুব ভালো)
৪৫-৫৯B+Good (ভালো)
৩৫-৪৪BSatisfactory (সন্তোষজনক)
২৫-৩৪CMarginal (প্রান্তিক)
২৫ এর কমDDisqualified (অযোগ্য)

সামগ্রিক গ্রেড (Overall Grade)

সামগ্রিক গ্রেড হল ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় ৭০০ এর মধ্যে যা নাম্বার পেয়েছে তাকে ৭ দ্বারা ভাগ করলে যে নাম্বার হয় তাকে গ্রেডে রূপান্তরিত করলে যে গ্রেড পাওয়া যায় তাকে সামগ্রিক গ্রেড বা Overall Grade বলা হয়। উদাহরণঃ কোন পরীক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষায় ৭০০ এর মধ্যে ৫৬০ পাই, তাহলে ৫৬০ কে ৭ দিয়ে ভাগ করলে হয় ৮০। আর পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৮০ পেলে তার গ্রেড হয় A+। অর্থাৎ কোন পরীক্ষার্থী যদি মাধ্যমিকে ৫৬০ পায় তাহলে তার সামগ্রিক গ্রেড (Overall Grade) হল A+।

কিন্তু যদি কোন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় সকল বিষয় মিলিয়ে ৬২৭ নম্বর পায়, তাহলে ৬২৭ কে ৭ দিয়ে ভাগ করলে পাই ৮৯.৫৭। এই ৮৯.৫৭ নম্বরটি ৮৯ এবং ৯০ এর মধ্যে রয়েছে। এরকম পরিস্থিতির ক্ষেত্রে সামগ্রিক গ্রেড (Overall Grade) কিভাবে নির্ণয় করতে হয় দেখেনিন।

যদি দশমিকের পরের সংখ্যাটি ৫ বা ৫ এর অধিক হয় তাহলে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে তার পরবর্তী নাম্বারটা ধরা হয় এবং যদি দশমিকের পরের সংখ্যাটি ৫ এর কম হয় তাহলে গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে তার আগের সংখ্যাটি ধরা হয়। অর্থাৎ উপরের পরিস্থিতির ক্ষেত্রে ৮৯.৫৭ নম্বরটিকে ৯০ ধরে গ্রেড নির্ণয় করা হয়। অর্থাৎ কোন পরীক্ষার্থী যদি মাধ্যমিকে ৬২৭ নম্বর পায় তাহলে তার গ্রেড হবে AA ।

মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbbse.wb.gov.in/

অবশ্যই পড়ুন » মাধ্যমিক পাশে কত শতাংশ নাম্বারে কোন সরকারি স্কলারশিপ রয়েছে

যেহেতু আজকের এই প্রতিবেদনটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী তাই এই প্রতিবেদনটি অবশ্যই সকল পড়ুয়াদের মধ্যে শেয়ার করে দাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram