মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024: অধ্যায়ভিত্তিক কমন প্রশ্ন PDF! (Madhyamik Physical Science Suggestion 2024)

Madhyamik Physical Science 2024 Physics and Chemistry

যে সকল ছাত্র-ছাত্রী ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য EduTips Bangla-এর তরফ থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৪ (Madhyamik physical science suggestion 2024) প্রস্তুত করা হয়েছে। এই সাজেশনটি ফলো করলে ছাত্র-ছাত্রীরা ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় অনেকটাই ভালো ফল করবে। সমস্ত প্রশ্নের উত্তরের জন্য তোমাদের পাঠ্য বই যদিও সেরা!

   

এই প্রতিবেদনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায় ভিত্তিক সাজেশন প্রস্তুত করা হয়েছে এবং এই সাজেশনটির pdf ছাত্র ছাত্রীরা নীচে দেওয়া লিংক থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবে।

Madhyamik physical science suggestion 2024
বিষয়ভৌতবিজ্ঞান
পরীক্ষার তারিখ১০/০২/২০২৩
পিডিএফ ফাইলনীচে দেওয়া হয়েছে

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন কাঠামো ২০২৪ (Madhyamik physical science Question Pattern 2024)

বিভাগ অধ্যায় MCQVSASALATotal 
সাধারণ অংশপরিবেশের জন্য ভাবনা ১×১=১১×২=২২×১=২
গ্যাসের আচরন ১×১=১১×২=২২×১=২৩×১=৩
রাসায়নিক গননা ১×১=১৩×১=৩
পদার্থবিদ্যাতাপের ঘটনা সমূহ ১×১=১১×১=১৩×১=৩
আলো১×২=২১×২=২২×১=২৩×২=৬১২
চলতড়িৎ১×২=২১×২=২২×২=২৩×২=৬১২
পরমানুর নিউক্লিয়াস ১×১=১১×১=১৩×১=৩
রসায়ন পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা১×১=১১×২=২৩×১=৩
আয়নীয় ও সমযোজী বন্ধন১×১=১১×১=১২×২=৪
তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া১×১=১১×২=২৩×১=৩
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন১×১=১১×২=২২×১=২৩×১=৩
ধাতুবিদ্যা১×১=১১×২=২২×১=২
জৈব রসায়ন১×১=১১×২=২২×১=২৩×১=৩

মোট
১৫২১১৮৩৬৯০

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024 pdf (Madhyamik physical science suggestion 2024)

  1. তাপন মূল্য কি?
  2. বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়? এর ব্যবহার লেখো।
  3. ‘FIRE ICE’ বা ‘আগুনের বরফ’ বলতে কী বোঝো?
  4. স্থিতিশীল উন্নয়ন কী?
  5. জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো।
  6. সৌরশক্তির প্রধান ব্যবহার গুলি লেখো।
  7. বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব?
  8. পাওয়ার অ্যালকোহল বা গ্যাসহোল বলতে কী বোঝো?
  9. ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা কী?
  1. গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো।
  2. আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।
  3. কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।
  4. অ্যাভোগ্রাড্রো সূত্রটি বিবৃত করো।
  5. কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাস গুলির মোলার আয়তন প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 22.4 L  এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাডো সূত্রে উপনীত হওয়া যাবে?
  6. চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণাটি লেখো।
  1. তাপ পরিবাহিতা কাকে বলে এর একক কি
  2. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সদৃশ্য বই সদৃশ্য উল্লেখ করো।
  3. তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো।
  4. গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো।
  5. তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো।
  6. কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক কি?
  1. প্রমাণ করো : দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা R=2f
  2. প্রমাণ করো :  δ = i_1 +  i_2 – ∠A
  3. লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও।
  4. আলোর বিচ্ছুরণ কি?
  5. হাইপারমেট্রোপিয়া কি? প্রতিরোধের উপায় কী?
  6. রৈখিক বিবর্ধন কাকে বলে?
  7. শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো।
  8. গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন?
  1. ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো।
  2. লেঞ্জের সূত্রটি বর্ণনা করো।
  3. তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো।
  4. ওহমের সূত্রটি বর্ণনা করো
  5. জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো
  6. বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণ কিভাবে করা হয়?
  7. অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা কর।
  8. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
  9. ac কে dc তে এবং dc কে ac তে রূপান্তরিত করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে?
  10. বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো।
  1. তেজস্ক্রিয়তা কী? এর ব্যবহার লেখো।
  2. কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা – ব্যাখ্যা কর।
  3. ভর ত্রুটি কী? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি?
  4. নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।
  5. α, β γ রশ্মির আয়নিত করার ক্ষমতা আর তুলনা করো।
  6. আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন?
  1. আয়নন বিভব বা আয়নন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো?
  2. তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কী?
  3. তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো।
  4. যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো ও উদাহরণ দাও।
  5. Ne-এর সম ইলেকট্রনযুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন-এর উদাহরণ দাও।
  6. NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করলেও কঠিন অবস্থায় তা করে না কেন?
  7. আয়ন যদি যৌগ ও সমযোজী যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
  1. ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌল গুলির সাথে হাইড্রোজেনের সদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো ব্যাখ্যা করো।
  2. NaCl, HCl এর লুইস ডট গঠন করো।
  3. N₂ অণুর গঠন ব্যাখ্যা করো।
  1. তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো? দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
  2. ধাতু ও তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের দুটি পার্থক্য লেখো।
  3. জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো।
  4. কোন বস্তুর উপর সোনা ও রুপার প্রলেপ দিতে কি কি তড়িৎ বিশ্লেষ্য লাগে? অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়?
  1. পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, সমীকরণ সহ লেখো।
  2. অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো।
  3. লাইকার এমোনিয়া বলতে কী বোঝো?
  4. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো।
  5. কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয়? সমীকরণসহ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো।
  6. H₂S প্রস্তুতিতে গাঢ় H₂SO₄ ব্যবহার করা হয় না কেন?
  7. N₂ প্রস্তুতিতে সরাসরি NH₄NO₂-কে উত্তপ্ত করা হয় না কেন?
  8. নাইট্রোলিম কি? এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণসহ লেখ।
  9. অস্ওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো।
  10. শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কী?
  11. কিভাবে তড়িবিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়?
  12. সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে। সমীকরণসহ লেখো।
  13. SO, কে সরাসরি জলে দ্রবীভূত করে H₂SO₄ প্রস্তুত করা হয় না কেন?
  14. স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO,-কে কিভাবে H₂SO₄-এ পরিবর্তিত করা হয়? সমিত সমীকরণসহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও।
  15. শর্ত ও সমিত সমীকরণসহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো।
  16. কপার তড়িদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িবিশ্লেষণে অ্যানোেড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপার চুড়ির উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোেড রূপে কী কী ব্যবহার করবে?

ধাতুবিদ্যা

  1. থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো।
  1. অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য উল্লেখ করো।
  2. কার্বনের ক্যাটিনেশন ধর্ম?
  3. কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও।
  4. অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো।
  5. বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
  6. পলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও।
  7. ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে? সমীকরণ দাও।
  8. IUPAC নাম লেখো: CH3CH2CHO; CH3CH(OH)CH3; CH3COOH
  9. প্রতিস্থাপন বিক্রিয়া ও যুত বিক্রিয়ার উদাহরণ দাও।
  10. জৈব-অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কীভাবে করবে?
  11. ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে H₂ ও Br₂ এর বিক্রিয়াগুলি (শর্তসহ) লেখো।
  12. কীভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে?
  13. কার্যকরী মূলকটিকে শনাক্ত করো-ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, মিথান্যাল।
  14. ডিনেচার্ড স্পিরিট বলতে কী বোঝ?
  15. ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লেখ।

Mathematics Problems: কিছু সাধারন সম্ভাব্য অংকের ধরন (মাধ্যমিক ভৌত বিজ্ঞান)

  1. একটি বাড়িতে 10টি 40W বাতি, ১টি 80W পাখা এবং একটি 80W টিভি দৈনিক 6h করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত? BOT এককে এর মান কত? প্রতি ইউনিটের দাম 5 টাকা হলে ওই মাসে কত খরচ হবে।
  1. 42 ওহম রোধের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ কত সময় ধরে চললে 30 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হবে?
  1. 40g জিঙ্ক H₂SO₄ সহযোগে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন
  2. গ্যাস উৎপন্ন হবে যেখানে জিঙ্কের নমুনায় 20% অশুদ্ধি বর্তমান (Zn=63.5)।
  3. পরীক্ষাগারে STP তে 560ml H₂S গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে? (Fe=56, S=32, O=16)
  1. 27°C উষ্ণতায় 2 atm চাপে 34gm NH,-এর আয়তন কত? (R=0.082 L.atm.mol-¹ K-¹)।
  2. একটি কাচের পাত্রে 200CC বায়ু 37°C উষ্ণতায় আছে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 67°C হলে কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে
  3. 0°C উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত?

PDF: মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন pdf ডাউনলোড

মাধ্যমিক ২০২৪ ভৌত বিজ্ঞান ফিজিকাল সাইন্স অধ্যায় ভিত্তিক সমস্ত সাজেশন পিডিএফ ডাউনলোড600 KB
PDF Download ↓

শেষ মুহূর্তের Special সাজেশন » Madhyamik Physical Science Suggestion 2024: মাধ্যমিক ভৌতবিজ্ঞান শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো থেকেই আসবে!

যদিও সাইন্স বিভাগের বিষয়ে অতটা সাজেশন কাজ করে না, কিন্তু ফিজিক্যাল সাইন্স বা ভৌতবিজ্ঞানের এমন কিছু পাঠ রয়েছে যেখানে সম্পূর্ণ থিওরি থেকে প্রশ্ন আছে। তাই তোমরা যদি থিওরিটাও ভালো করে পড়ে যাও সেই ধরনের প্রশ্নগুলো ভালো উত্তর লিখে আসতে পারবে। তবে যেগুলো ম্যাথামেটিক্স বা অংক থাকে সেখানে তোমার পুরোপুরি কনসেপ্ট বা ফর্মুলা না জানা থাকলে অংক করতে পারবে না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram