Madhyamik Physical Science Suggestion 2024: মাধ্যমিক ভৌতবিজ্ঞান শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো দেখে যাবে?


WBBSE Madhyamik Physical Science Final Suggestion 2024: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামীকাল হলো শেষ পরীক্ষা ভৌতবিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্স! আগে ছয়টা পরীক্ষা তোমাদের আশা করি সকলেরই ভালো হয়েছে। কিন্তু ভৌতবিজ্ঞান টা যেহেতু বিজ্ঞান বিষয়ের বিষয়, তাই মুখস্ত করে খুব একটা লাভ হবে না। এ ক্ষেত্রে তোমাদের ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে শেষ মুহূর্তে এসে অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে।

   

মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার সাজেশন (Madhyamik Physical Science Suggestion 2024)

ভৌতবিজ্ঞানের তিনটে পাঠ, পরিবেশ (Environmental Science), পদার্থবিদ্যা (Physics) আর রসায়ন (Chemistry)। পদার্থবিদ্যার ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ সূত্র এবং তার সমস্ত গুরুত্বপূর্ণ অংক গুলো প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি বা রসায়নের ক্ষেত্রে তোমাদের আগের একদম অধ্যায় ভিত্তিক সাজেশন ইতিমধ্যে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা শেষ মুহূর্তে একবার প্রথম থেকে রিভিশন করে নিও।

WBBSE Physical Science: পরীক্ষায় খাতায় যে ভুলগুলি করবে না

ফিজিক্সের অংক করার ক্ষেত্রে যেখানে সূত্র বা ফর্মুলা লিখবে তার পাশে তার কোন অক্ষরটি কোন বিজ্ঞানসম্মত নির্দেশক সেটাও তোমাদের লিখতে হবে, নইলে কিন্তু নম্বর কাটা যাবে। যেমন, P= চাপ, V=আয়তন, T=উষ্ণতা এগুলো না লিখলে কিন্তু ছোট ছোট নম্বর কাটা যাবে।

ফিজিক্স এবং কেমিস্ট্রি যেখানেই তোমাদের অংক থাকবে, সেই অংকের কিন্তু শেষে তোমাদের উত্তরের একক দিতে হবে। যেক্ষেত্রে একক থাকবে না আলাদা ব্যাপার কিন্তু একক না দিলে (1/2) নম্বর কাটা যাবে।

কেমিস্ট্রি রিঅ্যাকশন রেখার ক্ষেত্রে দু দিকের বিক্রিয়া ব্যালেন্স করে ঠিক আছে কিনা দেখে নেবে। সঠিকভাবে কোন যৌগের সংকেত পরিষ্কার করে লিখবে। যাতে পরীক্ষকের বুঝতে কোন রকম অসুবিধা না হয়।

WBBSE Physical Science Final Suggestion PDF 2024

মাধ্যমিক ২০২৪ ভৌত বিজ্ঞান প্রশ্ন প্যাটার্নসহ শেষ মুহূর্তের অধ্যায় ভিত্তিক সমস্ত সাজেশন পিডিএফ ডাউনলোড600 KB
PDF Download ↓

মাধ্যমিক ভৌতবিজ্ঞান ফাইনাল সাজেশন

সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন ইতিমধ্যে দেওয়া হয়ে গেল শেষ মুহূর্তে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দেওয়া হল তোমরা আগের পিডিএফ টা সংগ্রহ করে সেখান থেকেও সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো করবে তার সঙ্গে সঙ্গেই নিচের প্রশ্নগুলো একবার করে দেখে যাবে।

  1. মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
  2. স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো।
  3. মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কী? এদের কাজ কী?
  4. কয়লা খনির মিথেন (Coal bed methane বা, CBM) কী? একে “Sweet gas” বলে কেন?
  5. উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কীভাবে ঘটে?
  6. ওজোনস্তর কীভাবে সৃষ্টি হয় সমীকরণসহ লেখো।
  7. বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো। অথবা, গ্রিনহাউস প্রভাব কমানোর দু’টি উপায় লেখো।
  8. গ্রিন হাউস এফেক্ট কী? এর কারণ সংক্ষেপে লেখ?
  9. বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো।
  10. বায়ুমণ্ডলের স্তর গুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণসহ লেখো।
  1. পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখো।
  2. গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ?
  3. গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো।
  4. গ্যাসের অনুগুলির গতিশীলতা সপেক্ষে যুক্তি দাও।
  5. ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন্ ধর্ম আমরা বুঝতে পারি?
  6. বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
  7. বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়?
  8. জলের বুদবুদ গভীর থেকে ওপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন?
  9. চার্লসের সূত্রটি লেখ ও ব্যাখ্যা করো।
  10. চার্লসের সূত্রের v-t লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও।
  11. পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখো।
  12. গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ?
  13. গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো।
  14. গ্যাসের অনুগুলির গতিশীলতা সপেক্ষে যুক্তি দাও।
  15. ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন্ ধর্ম আমরা বুঝতে পারি?
  16. বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
  17. বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়?
  18. জলের বুদবুদ গভীর থেকে ওপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন?
  1. চার্লসের সূত্রটি লেখ ও ব্যাখ্যা করো।
  2. চার্লসের সূত্রের v-t লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও।
  1. দ্বিধাতব পাত কি? এর ব্যবহার লেখ।
  2. দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণ এর উদাহরণ দাও।
  3. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখ? উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখ।
  4. গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লেখো এবং চার্লসের সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করো।
  5. তাপীয় রোধ কাকে বলে? এর রাশিমালা ও একক লেখ।
  6. তাপীয় রোধাঙ্ক কি? তাপীয় রোধাঙ্ক এর মাত্রীয় সংকেত লেখ।
  7. ইনভার কী? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক লেখ।
  8. কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের সময় শুধুমাত্র উষ্ণতার উল্লেখ করা হয় কেন?
  9. গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন?
  10. কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়?
  11. তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন?
  1. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে?
  2. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
  3. আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।
  4. দন্ত চিকিৎকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চুতি হয় না কেন? অথবা, দেখাও যে, কোনো আলোকরশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসৃত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়।
  5. একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
  6. অসীমে অবস্থিত কোন বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
  7. উপাক্ষীয় রশ্মি কী? অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে?
  8. আলোকের বিচ্ছুরণ কি? এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও?
  9. আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের 2টি পার্থক্য লেখো।
  10. বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন?
  11. আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণ সংক্রান্ত র‍্যাল এর সূত্রটি লেখ?  সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন?
  1. পরিপূরক বর্ণ কি? উদাহরণ দাও।
  2. দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
  3. আলো কি ধরনের তরঙ্গ? কোনো মাধ্যমে আলোকতরঙ্গের বেগ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত?
  4. কোনো লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝবে?
  5. কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?
  6. লেন্সের আলোককেন্দ্র কি? আলোককেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত হয়?
  7. পাতলা লেন্স কি? পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো?
  8.  উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
  9. অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
  10.  একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।
  11. উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো ?
  12. দীর্ঘ দৃষ্টি কি? এর কারণ, এটি প্রতিকারের জন্য কোন লেন্সব্যবহার করা হয়?
  13. হাইপারমেট্রোপিয়া কি? চিত্রসহ ব্যাখ্যা করো। ইহার কারণ ও প্রতিকারের উপায় লেখ?
  14. সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন?
  15.  রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী?
  16.  স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো।
  17. চিত্রসহ উত্তল লেন্সের সংজ্ঞা লেখ।
  18. শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
  19.  লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো?

তোমাদের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ দিনের পরীক্ষায় অনেক অনেক শুভকামনা রইল।শেষ দিনে উত্তেজনা একটু চেপে রেখে ভালো করে পরীক্ষাটা দিও, তারপরে তো দু-তিন মাস থাকবে তোমরা আনন্দ উল্লাস করার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram