Madhyamik Marksheet 2024: মাধ্যমিকের রেজাল্ট আজকেই মার্কশিট ও সার্টিফিকেট দেবে স্কুল? কটা থেকে, জেনে নাও

Madhyamik Marksheet & Certificate 2024

Madhyamik Marksheet & Certificate 2024: আজ বৃহস্পতিবার, ২ মে ২০২৪ সকাল ৯ টায় প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের (WBSEB) ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি, মার্কশিট ও সার্টিফিকেট কবে স্কুল থেকে পাওয়া যাবে তা নিয়ে অনেক ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগছে।

   

এই বিষয়ে পর্ষদ সূত্রে জানা গেছে যে,

  • স্কুলের হেডমাস্টার এবং প্রতিনিধিরা আজ সকাল ১০ টা থেকে তাদের রিজিওনাল ক্যাম্প অফিসে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
  • স্কুলগুলোতে মার্কশিট পৌঁছানোর পর, দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে ছাত্রছাত্রীরা তাদের স্কুলে গিয়ে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

এই ফলাফল প্রকাশের পর, আগামী ৬ই মে ২০২৪ তারিখের মধ্যে প্রত্যেক স্কুলকে তাদের ওয়েবসাইটে বিষয় নম্বরের তালিকা প্রকাশ করতে হবে। পরিশেষে, আজ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর, মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহের জন্য নির্ধারিত সময়সূচী মেনে চলার জন্য ছাত্রছাত্রীদের অনুরোধ জানিয়েছে পর্ষদ।

এবারে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি রয়েছে। এবছর যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।

পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটwbbse.wb.gov.in
অনলাইনে রেজাল্ট চেক করুন Check Result

গুরুত্বপূর্ণ আপডেট » HS 1st Sem. Class: কবে শুরু হচ্ছে একাদশের প্রথম সেমিস্টারের ক্লাস? জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

মাধ্যমিকের রেজাল্ট দেখে যদি কারো মনে হয় যে তোমাদের নাম্বার বাড়াতে পারে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা তোমাদের খাতাটিকে পুনরায় চেক করার জন্য রিভিউ করতে পাঠাতে পারবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram